বিশ্বকাপ জেতাই স্বপ্ন ছিল, সেটা শেষ হয়ে গেল, আবেগপ্রবণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

জীবনের শেষ বিশ্বকাপ একেবারেই ভাল কাটল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে গেল পর্তুগাল। ফলে রোনাল্ডোর বিশ্বকাপ জেতার স্বপ্ন শেষ হয়ে গেল।

Web Desk - ANB | Published : Dec 11, 2022 7:47 PM IST / Updated: Dec 12 2022, 04:24 PM IST

এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে কাতারে পা রেখেছিলেন। কিন্তু দেশে ফিরতে হচ্ছে একরাশ হতাশা নিয়ে। বিশ্বকাপে তাঁকে আর কখনও খেলতে দেখা যাবে না। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা হতাশ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজেও হতাশা চেপে রাখছেন না। সোশ্যাল মিডিয়া পোস্টে সতীর্থ ও সমর্থকদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন এই তারকা। তিনি লিখেছেন, 'পর্তুগালের জন্য বিশ্বকাপ জেতাই আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল। এই স্বপ্নকে সামনে রেখেই আমি এগোচ্ছিলাম। সৌভাগ্যবশত আমি অনেক আন্তর্জাতিক মানের ট্রফি জিতেছি। পর্তুগালের হয়েও ট্রফি জিতেছি। কিন্তু বিশ্বের সর্বোচ্চ স্তরে আমার দেশের নাম খোদাই করাই আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল। আমি এই স্বপ্ন পূরণ করার জন্য় লড়াই করেছি। বিশ্বকাপে ৫ বার খেলে আমি ৫ বারই গোল করেছি। ১৬ বছরেরও বেশি সময় ধরে বিশ্বকাপ জেতার লক্ষ্যে আমি লড়াই করেছি। আমার পাশে সবসময় দুর্দান্ত কয়েকজন খেলোয়াড় এবং পর্তুগালের লক্ষ লক্ষ মানুষকে পেয়েছি। আমি সর্বস্ব দিয়েছি। আমি মাঠে নিজেকে উজাড় করে দিয়েছি। আমি কোনওদিন লড়াই থেকে মুখ ফিরিয়ে নিইনি। আমি কোনওদিন বিশ্বকাপ জেতার স্বপ্ন ছাড়িনি। কিন্তু সেই স্বপ্ন শেষ হয়ে গেল।'

রোনাল্ডো আরও বলেছেন, 'আমি ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া দিচ্ছি না। আমি শুধু সবাইকে বলতে চাই, অনেককিছু বলা হয়েছে, অনেককিছু লেখা হয়েছে, অনেক জল্পনা হয়েছে, কিন্তু পর্তুগালের জন্য আমি সবসময়ই একইভাবে খেলে এসেছি। সবাই যেমন স্বপ্ন পূরণ করার জন্য লড়াই করছিল, আমিও তাঁদের মতোই লড়াই করেছি। আমি কোনওদিন দেশ ও সতীর্থদের থেকে মুখ ফিরিয়ে নিইনি।'

দেশের মানুষকে ধন্যবাদ জানিয়ে রোনাল্ডো বলেছেন, 'আমার এখন আর বেশি কিছু বলার নেই। ধন্যবাদ পর্তুগাল, ধন্যবাদ কাতার। যতদিন আমার স্বপ্ন টিকে ছিল, ততদিন এই স্বপ্নকে সুন্দর বলে মনে হচ্ছিল। এখন ভাল পরামর্শদাতা হতে হবে এবং সবাইকে নিজের মতো করে উপসংহার টানার সুযোগ দিতে হবে।'

নক-আউটে সুইৎজারল্যান্ড ও মরক্কোর বিরুদ্ধে প্রথম একাদশে রাখা হয়নি রোনাল্ডোকে। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছেন পর্তুগালের কোচ ফেরান্দো স্যান্টোস। রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রডরিগেজ, পর্তুগালের প্রাক্তন তারকা লুই ফিগো কোচকে তোপ দেগেছেন। রোনাল্ডো নিজে অবশ্য কোচের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তিনি নিজের হতাশার কথাই বলেছেন।

আরও পড়ুন-

তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধু, কিলিয়ান এমবাপেকে বার্তা আশরফ হাকিমির

মরক্কোর কাছে পর্তুগালের হারের দায় ফেরান্দো স্যান্টোসের, তোপ লুই ফিগোর

পেনাল্টি মিস করে কাঠগড়ায় হ্যারি কেন, ইংল্যান্ডকে হারিয়ে সেমি ফাইনালে ফ্রান্স

Read more Articles on
Share this article
click me!