আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পরিকল্পনা করছেন? লিওনেল মেসির কথায় জল্পনা তুঙ্গে

২০২৬ সালের বিশ্বকাপে কি খেলবেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি? তাঁর নিজের কথাতেই অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

২০১৬ সালে কোপা আমেরিকা ফাইনালে টাইব্রেকারে ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করে দিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে সেই সিদ্ধান্ত বদলে তিনি ফের জাতীয় দলের হয়ে খেলেন। ২০২২ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ফের অবসরের কথা জানান এই মহাতারকা। কিন্তু সেই সিদ্ধান্তও বদলে ফের জাতীয় দলের হয়ে খেলছেন আর্জেন্টিনার অধিনায়ক। বুধবার ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করার পর ফের অবসরের ইঙ্গিত দিয়েছেন মেসি। তিনি বলেছেন, ‘আমি অবসরের ব্যাপারে কোনও তারিখ বা সময় ঠিক করিনি। আমি শুধু খেলা উপভোগ করছি। আমি সবার কাছ থেকে ভালোবাসা পেয়ে আরও আবেগপ্রবণ হয়ে পড়ছি। কারণ, আমি জানি এই ম্যাচগুলি খেলার পরেই অবসর নিতে পারি।’

দেশের মাটিতে খেলা উপভোগ করছেন মেসি

Latest Videos

বুধবার দীর্ঘদিন পর আর্জেন্টিনার মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেললেন মেসি। বলিভিয়ার বিরুদ্ধে রিভারপ্লেট স্টেডিয়ামে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। তিনি আন্তর্জাতিক ফুটবলে দশম হ্যাটট্রিক করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করেছেন। আর্জেন্টিনাকে ৬-০ জয় এনে দেওয়ার পর মেসি বলেছেন, ‘এখানে খেলতে ভালো লাগছে। আর্জেন্টিনার সমর্থকদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি। ওরা আমার নাম ধরে যেভাবে চিৎকার করছে, তাতে আবেগপ্রবণ হয়ে পড়ছি। আমরা সবাই সমর্থকদের সঙ্গে এই যোগাযোগ উপভোগ করি। আমরা দেশের মাটিতে খেলতে ভালোবাসি।’

তরুণ সতীর্থদের সঙ্গে পাল্লা মেসির

এখন আর্জেন্টিনার হয়ে যাঁরা খেলছেন, তাঁদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ মেসি। তরুণ সতীর্থদের সঙ্গে পাল্লা দিয়ে অসামান্য পারফরম্যান্স দেখিয়ে চলেছেন এই মহাতারকা। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি এই মুহূর্ত উপভোগ করছি। তরুণ সতীর্থদের সঙ্গে জাতীয় দলের হয়ে খেলছি। আমার এখন যা বয়স, তাতে তরুণ সতীর্থদের সঙ্গে খেলার সময় নিজেকে ফের শিশু মনে হচ্ছে। আমার নিজেকে এতটাই সাবলীল মনে হচ্ছে, মাঝেমধ্যেই বোকার মতো কাজ করে ফেলছি। আমার এই অনুভূতি যতদিন থাকবে, ততদিন দলের জন্য অবদান রাখতে পারব। জাতীয় দলের হয়ে খেলা উপভোগ করার পরিকল্পনা করছি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

হ্যাটট্রিক করে রোনাল্ডোর রেকর্ড স্পর্শ মেসির, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ৬ গোলে জয় আর্জেন্টিনার

ইন্টার মায়ামি ছাড়ছেন, পরবর্তী গন্তব্যও ঠিক করে ফেলেছেন লিওনেল মেসি

বিনোদনের মাধ্যমে শিকড়ে ফিরছেন, মায়ামিতে খেলার মাঝেই হলিউডের প্রযোজক লিওনেল মেসি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee