ISL Derby: বুধবার থেকেই শুরু অফলাইন টিকিট বিক্রি, কোথায় কোথায় পাওয়া যাবে ডার্বির টিকিট?

দামামা বেজে গেছে আইএসএল ডার্বির (ISL Derby)। এবার অনলাইনের পাশাপাশি বুধবার থেকে পাওয়া যাবে অফলাইন টিকিটও।

Subhankar Das | Published : Oct 16, 2024 6:02 AM IST

দামামা বেজে গেছে আইএসএল ডার্বির (ISL Derby)। এবার অনলাইনের পাশাপাশি বুধবার থেকে পাওয়া যাবে অফলাইন টিকিটও।

এদিন কাউন্টার থেকে দেওয়া শুরু হচ্ছে আইএসএল-এর মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal) ম্যাচের টিকিট। দুই দলের সমর্থকরা বুধবার, অর্থাৎ ১৬ অক্টোবর থেকে শনিবার ১৯ অক্টোবর পর্যন্ত কাউন্টার থেকেই কিনতে পারবেন টিকিট।

Latest Videos

আর যুবভারতী ক্রীড়াঙ্গনে, ১৯ অক্টোবর মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান। বুধবার, অর্থাৎ ১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত পাওয়া যাবে অফলাইন টিকিট। মত চারদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্দিষ্ট কাউন্টার থেকেই কলকাতা ডার্বির টিকিট কিনতে পারবেন দুই দলের সমর্থকরা।

আরও পড়ুনঃ

ISL Derby: অনলাইন টিকিট রিডিম কোথা থেকে করবেন? মোহন-ইস্ট সমর্থকদের জন্য বড় আপডেট

এই চারদিনই ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা টিকিট কিনতে পারবেন রুবি হাসপাতালের মোড়ে নির্দিষ্ট কাউন্টার থেকে এবং ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু থেকে। এছাড়াও, ১৬ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত, সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা টিকিট পাবেন সল্টলেক স্টেডিয়ামের ১ নম্বর গেটের বক্স অফিস থেকে।

অন্যদিকে, মোহনবাগান (Mohun Bagan) সমর্থকরা বড় ম্যাচের টিকিট ১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত, চারদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোহনবাগান তাঁবু থেকে কিনতে পারবেন। তাছাড়া ১৬ থেকে ১৮ অক্টোবর, সবুজ মেরুন সমর্থকরা টিকিট পাবেন সল্টলেক স্টেডিয়ামের ৪ নম্বর গেটের বক্স অফিস থেকে। এক্ষেত্রেও সময় সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা।

এছাড়াও, অনলাইনে (Online) ৩০০, ৩৫০, ৪০০ এবং ৫০০ টাকার টিকিট পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট সংস্থার মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে গিয়েও কাটা যাচ্ছে টিকিট। আইএসএল-এর (Indian Super League) কলকাতা ডার্বি ঘিরে ইতিমধ্যেই ফুটবল উন্মাদনা বাড়তে শুরু করেছে শহরজুড়ে।

আরও পড়ুনঃ

ISL Derby: উত্তাপ বাড়ছে কলকাতা ডার্বির, ইস্টবেঙ্গলের নতুন কোচ কবে আসছেন কলকাতায়?

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

লক্ষ্মীপুজো কী এবার বন্ধ Narayanganj বাসিন্দাদের? কী হল দেখুন! | South 24 Parganas News
কার্নিভালের পাল্টা মিছিল থেকে মমতাকে ধুয়ে দিলেন রুদ্রনীল, দেখুন কী বললেন তিনি | Rudranil Ghosh
Bangla News : কার্নিভালের পাল্টা মিছিল শুভেন্দুর! সেই ডিসি সেন্ট্রালকে দেখে বিক্ষোভ চরমে | Kolkata
Suvendu-র ডাকে মশাল মিছিল! কার্নিভাল বয়কটের দাবিতে কলকাতায় বিক্ষোভের আগুন! | RG Kar Protest
রুদ্রমূর্তিতে শুভেন্দু! মমতার কার্নিভালের পাল্টা শুভেন্দুর মিছিল, বড় ঘোষণা | Suvendu Adhikari