হ্যাটট্রিক করে রোনাল্ডোর রেকর্ড স্পর্শ মেসির, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ৬ গোলে জয় আর্জেন্টিনার

Published : Oct 16, 2024, 10:54 AM ISTUpdated : Oct 16, 2024, 11:25 AM IST
Lionel Messi

সংক্ষিপ্ত

২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে লাতিন আমেরিকায় সবার আগে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন অধিনায়ক লিওনেল মেসি।

আন্তর্জাতিক ফুটবলে মোট হ্যাটট্রিকের ক্ষেত্রে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করলেন লিওনেল মেসি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৬-০ জয় এনে দিলেন মেসি। তিনি আন্তর্জাতিক ফুটবলে দশম হ্যাটট্রিক করলেন। এতদিন এককভাবে রোনাল্ডোর ১০ হ্যাটট্রিকের রেকর্ড ছিল। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন মেসি। ইরানের প্রাক্তন স্ট্রাইকার আলি দাইয়ের আন্তর্জাতিক ফুটবলে ৯ বার হ্যাটট্রিকের রেকর্ড আছে। দীর্ঘদিন পর দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে অসাধারণ পারফরম্যান্স দেখালেন মেসি। তিনি হ্যাটট্রিক করার পাশাপাশি সতীর্থদের দিয়ে জোড়া গোল করালেন। বুয়েনস আইরেসে রিভার প্লেট স্টেডিয়াম মাতিয়ে দিলেন বিশ্ব ফুটবলের মহাতারকা। পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার আগে নিজের দেশের ক্লাবে ফিরতে চলেছেন মেসি। তার আগে আন্তর্জাতিক ম্যাচে জাতীয় দলকে বড় ব্যবধানে জয় এনে দিলেন এই মহাতারকা।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে শীর্ষে আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ১০ ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচের ১৯ মিনিটে প্রথম গোল করেন মেসি। ৪৩ মিনিটে ব্যবধান বাড়ান লাউতারো মার্টিনেজ। প্রথমার্ধের সংযোজিত সময়ে তৃতীয় গোল করেন জুলিয়ান আলভারেজ। ৬৯ মিনিটে চতুর্থ গোল করেন থিয়াগো আলমাডা। এরপর ৮৪ ও ৮৬ মিনিটে পরপর গোল করেন মেসি

ব্রাজিলের সহজ জয়

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের অন্য ম্যাচে পেরুকে সহজেই ৪-০ উড়িয়ে দিল ব্রাজিল। এই জয়ের ফলে ১০ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকায় বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে চতুর্থ স্থানে ব্রাজিল। পেরুর বিরুদ্ধে পেনাল্টি থেকে জোড়া গোল করলেন রাফিনহা। তিনি ৩৮ মিনিটে প্রথম গোল করার পর ৫৪ মিনিটে দ্বিতীয় গোল করেন। ৭১ মিনিটে ব্যবধান বাড়ান আন্দ্রিয়াস পেরেইরা। ৭৪ মিনিটে চতুর্থ গোল করেন লুইজ হেনরিকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ইন্টার মায়ামি ছাড়ছেন, পরবর্তী গন্তব্যও ঠিক করে ফেলেছেন লিওনেল মেসি

বিনোদনের মাধ্যমে শিকড়ে ফিরছেন, মায়ামিতে খেলার মাঝেই হলিউডের প্রযোজক লিওনেল মেসি

বিশ্ব ফুটবলে যুগাবসান, ২১ বছর পর ব্যালন ডি'অরের প্রাথমিক তালিকায় নেই মেসি-রোনাল্ডো

PREV
click me!

Recommended Stories

Lionel Messi: ম্যাজিশিয়ান আসছেন ভারতে! মেসির সঙ্গে একটি ছবি তোলার খরচ জানেন?
সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৫: করাচি সিটির বিরুদ্ধে জয়, দেশের মান রাখল ইস্টবেঙ্গল