লিওনেল মেসি, করিম বেনজেমাকে সৌদি আরবে স্বাগত জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Published : Jun 02, 2023, 05:04 PM IST

আটের দশকে দিয়েগো মারাদোনা যোগ দেওয়ার পর সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছিল ইটালির অখ্যাত ক্লাব নাপোলি। অনেকটা একইভাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্যই বিখ্যাত হয়ে উঠেছে সৌদ আরবের ক্লাব আল-নাসর। শুধু এই ক্লাবই নয়, সৌদি আরবের লিগও জনপ্রিয় হয়ে উঠেছে।

PREV
110
সৌদি প্রো লিগে যোগ দিতে চলেছেন বিশ্বের প্রথমসারির একাধিক ফুটবলার, খুশি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বিশ্বের সেরা ফুটবলারদের অন্যতম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এ বছরের জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার পর থেকেই সৌদি প্রো লিগ নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ তৈরি হয়েছে। এবার আরও কয়েকজন বিখ্যাত ফুটবলার এই ক্লাবে যোগ দিতে চলেছেন।

210
লিওনেল মেসি, করিম বেনজেমার মতো ফুটবলাররা সৌদি প্রো লিগে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছে

রিয়াল মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একসময়ের সতীর্থ করিম বেনজেমা এবার সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছে। আগামী মরসুমে প্যারিস সাঁ জা-য় থাকছেন না লিওনেল মেসি। তিনিও সৌদি আরবের ক্লাবে যোগ দিতে পারেন।

310
করিম বেনজেমা, লিওনেল মেসিদের সৌদি প্রো লিগে স্বাগত জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

সৌদি প্রো লিগে একটি সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেছেন, 'বড় খেলোয়াড়, বড় নাম, তরুণ খেলোয়াড়, বয়স্ক খেলোয়াড়, সবাইকে সৌদি প্রো লিগে স্বাগত জানাই। যদি এই খেলোয়াড়রা আসে, তাহলে সৌদি প্রো লিগের উন্নতি হবে। বয়স গুরুত্বপূর্ণ নয়। ফুটবলারদের মান, লড়াই করার ক্ষমতা গুরুত্বপূর্ণ।' 

410
সৌদি প্রো লিগের উন্নতিতে বড় ভূমিকা পালন করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যোগ দেওয়ার পর থেকেই ইউরোপের বিভিন্ন ক্লাবের বিখ্যাত ফুটবলারদের সৌদি প্রো লিগে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়েছে। রোনাল্ডোর জন্যই সৌদি প্রো লিগ বিখ্যাত হয়ে উঠছে।

510
ফুটবলের দলবদলের ইতিহাসে সবচেয়ে বেশি অর্থ পাওয়ার রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি অর্থের বিনিময়ে সৌদি আরবের ক্লাব আল-নাসরে সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই ক্লাব থেকে প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড পাচ্ছেন পর্তুগালের তারকা ফুটবলার।

610
আল-নাসরে যোগ দেওয়ার পর অবশ্য প্রথম মরসুমে ভালো পারফরম্যান্স নেই রোনাল্ডোর

আল-নাসরে যোগ দেওয়ার পর প্রথম মরসুমে ১৬ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি দলকে সৌদি প্রো লিগ জেতাতে পারেননি। আল-নাসরকে পিছনে ফেলে লিগ চ্যাম্পিয়ন হয়েছে আল-ইত্তিহাদ।

710
প্রথম মরসুমের ফলে হতাশ হলেও, আগামী মরসুমে আল-নাসরেই থাকছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আল-নাসরের হয়ে প্রথম মরসুমে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে না পারায় সমালোচনার মুখে পড়তে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। ফলে জল্পনা শুরু হয়েছিল, তিনি হয়তো দলবদল করতে পারেন। তবে রোনাল্ডো জানিয়েছেন, তিনি আল-নাসর ছাড়ছেন না।

810
শনিবারই প্যারিস সাঁ-জা-র ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নামছেন লিওনেল মেসি

চলতি মরসুম শেষ হলেই প্যারিস সাঁ-জা ছাড়ছেন লিওনেল মেসি। ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর বিদায় নেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। এরপররেই মেসির নতুন ক্লাব নিয়ে জল্পনা শুরু হয়েছে।

910
সৌদি প্রো লিগের একাধিক ক্লাব লোভনীয় প্রস্তাব দিয়েছে লিওনেল মেসিকে

সৌদি আরবের ক্লাব আল-হিলাল, আল-ইত্তিহাদ লিওনেল মেসিকে প্রস্তাব দিয়েছে। ইউরোপের ফুটবল মহলে খবর, মেসিকে সবচেয়ে বেশি অর্থ দিতে চাইছে আল-হিলাল। ফলে এই ক্লাবেই দেখা যেতে পারে আর্জেন্টিনার অধিনায়ককে।

1010
এবার রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি আরবের ক্লাবে যোগ দিতে চলেছেন করিম বেনজেমাও

চলতি মরসুম শেষ হলেই রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন দল আল-ইত্তিহাদে যোগ দিতে চলেছেন ফ্রান্সের স্ট্রাইকার করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদ সমর্থকরা ইতিমধ্যেই এই স্ট্রাইকারকে বিদায় জানাতে শুরু করেছেন।

click me!

Recommended Stories