Neymar Jr: বাবা হলেন নেইমার, শেয়ার করলেন ছোট্ট মাভির সঙ্গে আবেগঘন মুহূর্তের ছবি

Published : Oct 07, 2023, 02:01 PM IST
Neymar

সংক্ষিপ্ত

ঘর আলো করে ফুটফুটে কন্যাসন্তান এসেছে নেইমারের জীবনে৷

ফুটবল বিশ্বে খুশির খবর, ফের বাবা হলেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। ঘর আলো করে ফুটফুটে কন্যাসন্তান এসেছে নেইমারের জীবনে৷ শনিবার নিজেই সদ্যজাতর ছবিও পোস্ট করলেন ব্রাজিল তারকা। এদিন সকালেই X-হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) চারটি ছবি পোস্ট করেন তিনি৷ ছবিতে প্রেমিকা বেরুনো বিয়ানকার্ডির সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। ছবির সঙ্গে তিনি ক্যাপশনে নেইমার লিখেছেন, 'আমাদের জীবন পরিপূর্ণ করতে এসেছে মাভি। তোমায় স্বাগত, ভীষণ ভালোবাসি। আমাদের জীবনে আসার জন্য ধন্যবাদ। ছবিতে দেখা যাচ্ছে, সদ্যোজাত মাটিকে চুমু খাচ্ছেন তাঁরা।

 

 

এই ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। ভক্তরা প্রিয় তারকার খুশিতে সমানভাবে আনন্দ প্রকাশ করেছে। অনেকেই স্বাগত জানিয়েছে ছোট্টো মাটিকে। কমেন্টে এক অনুরাগী লিখেছেন, 'ঈশ্বর তোমার মঙ্গল করুন। কী সুন্দর একটা মুহূর্ত।'

দীর্ঘদিন প্রেমিকা ব্রুনার সঙ্গে প্রেমের সম্পর্ক গোপন রেখেছিলেন ব্রাজিলীয় স্ট্রাইকার। গত বছরই প্রথম ইনস্টাগ্রামের একটি ছবির মাধ্যমে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তিনি। এবার আবার সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বাবা হওয়ার কথা জানালেন নেইমার।

PREV
click me!

Recommended Stories

আল-নাসরের হয়ে নতুন রেকর্ড, বিশ্বকাপের আগে ফর্মে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Messi in Kolkata: মেসির কলকাতা সফরের প্রদর্শনী ম্যাচ খেলিয়ে বিপত্তি! রেফারি এবং ম্যাচ কমিশনারদের শাস্তি