Lionel Messi: জানুয়ারিতেই ইন্টার মায়ামি ছেড়ে বার্সেলোনায় ফিরছেন লিওনেল মেসি!

Published : Oct 07, 2023, 12:42 AM ISTUpdated : Oct 07, 2023, 01:28 AM IST
Messi

সংক্ষিপ্ত

পুরনো ক্লাব বার্সেলোনার হয়ে আবার খেলেই কি অবসর নেবেন গত ২ দশকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি? ফুটবল মহলে এই আলোচনা শুরু হয়েছে।

চোটের জন্য ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে কয়েকটি ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। তাঁর খেলা দেখতে না পেয়ে হতাশ মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীরা। তাঁদের সেই হতাশা বেড়ে যেতে পারে। কারণ, ফুটবল মহলে জল্পনা শুরু হয়েছে, ইন্টার মায়ামির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি। ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবের হয়ে আর খেলতে দেখা যাবে না আর্জেন্টিনার অধিনায়ককে। তিনি পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরবেন। জানুয়ারিতে নতুন ট্রান্সফার উইন্ডোতেই মেজর লিগ সকার ছেড়ে ফের লা লিগায় যোগ দিতে পারেন। এই জল্পনা সত্যি হলে পেশাদার কেরিয়ারে ইন্টার মায়ামিতেই সবচেয়ে কমদিন কাটাবেন মেসি। তিনি বার্সেলোনা ছাড়ার পর প্যারিস সাঁ-জা-য় ২ মরসুম ছিলেন। কিন্তু ইন্টার মায়ামিতে অল্পদিন খেলেই মেসির মোহভঙ্গ হয়েছে বলে শোনা যাচ্ছে।

মেজর লিগ সকারে প্লে-অফের যোগ্যতা অর্জন পর্বে ৫ পয়েন্ট ঘাটতি রয়েছে ইন্টার মায়ামির। ৩টি ম্যাচ বাকি। চোটের জন্য মেসির পক্ষে হয়তো কোনও ম্যাচেই খেলা সম্ভব হবে না। মেসি যতদিন খেলছিলেন জয় পাচ্ছিল ইন্টার মায়ামি। কিন্তু মেসি চোট পেতেই দলের ছন্দ নষ্ট হয়েছে। ইন্টার মায়ামি যদি প্লে-অফের যোগ্যতা অর্জন করতে না পারে, তাহলে ২১ অক্টোবরই মরসুম শেষ হয়ে যাচ্ছে। স্পেনের সংবাদমাধ্যম সূত্রে খবর, ক্যাাম্প ন্যু-তে ফিরছেন মেসি

পিএসজি ছাড়ার পরেই মেসির বার্সেলোনায় ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। পুরনো ক্লাবে ফিরতে আগ্রহী ছিলেন মেসিও। তাঁর কাছে সৌদি আরবের একাধিক ক্লাবের প্রস্তাবও ছিল। কিন্তু লোভনীয় প্রস্তাব থাকা সত্ত্বেও সৌদি প্রো লিগে যোগ দিতে রাজি হননি মেসি। আর্থিক জটিলতার জন্য তাঁর পক্ষে বার্সায় ফেরা সম্ভব হয়নি। সেই কারণেই বিকল্প হিসেবে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। তিনি ক্লাবের ইতিহাসে প্রথম ট্রফি জেতার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন। কিন্তু আর্জেন্টিনার হয়ে ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলে ফের ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরেই পরিস্থিতি বদলে যায়। চোট পেয়ে মাঠের বাইরে চলে যান মেসি।এবার শোনা যাচ্ছে তিনি দলের বাইরেই চলে যাচ্ছেন।

ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার জর্জ মাস জানিয়েছেন, মেসি দল ছাড়তে চাইলে তিনি বাধা দেবেন না। ২০২৫ পর্যন্ত মেজর লিগ সকারের এই ক্লাবের সঙ্গে চুক্তি আছে মেসির। কিন্তু তিনি ২০২৪ সালের শুরুতেই দল ছাড়তে পারেন।

আরও পড়ুন-

Lionel Messi: মেসির খেলা দেখতে না পেয়ে হতাশ দর্শকদের ফেরানো হল টিকিটের অর্থ

UEFA Champions League: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় বার্সেলোনা, ম্যান সিটির, হার পিএসজি-র

PREV
click me!

Recommended Stories

Messi in Delhi: ভারতীয় দলের জার্সি এবং টি-২০ ক্রিকেট বিশ্বকাপের টিকিট উপহার মেসিকে, দিল্লীতে মেসি ম্যাজিক
Messi in Kolkata: যুবভারতীতে তাণ্ডব চালালেন কারা? লণ্ডভণ্ড স্টেডিয়ামের সিসি ফুটেজ দেখে গ্রেফতার দুই