East Bengal FC: দিমিত্রিওস দিয়ামান্তাকসকে (Dimitrios Diamantakos) ছেড়ে দেওয়ার পর ইস্টবেঙ্গলে নতুন স্ট্রাইকার হিসেবে কাকে দলে নেওয়া হবে, সে বিষয়ে জল্পনা চলছিল। বুধবার রাতে সেই জল্পনার অবসান হল।

DID YOU
KNOW
?
সুপার কাপ ২০২৫
আগামী মাসে হতে চলেছে সুপার কাপ। এই টুর্নামেন্টের জন্য দল গুছিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল।

Hiroshi Ibusuki: হিরোশি ইবুসুকি। বাঙালিদের পক্ষে জাপানি (Japanese) নাম উচ্চারণ করা এবং মনে রাখা কঠিন। তবে বুধবার থেকেই ইস্টবেঙ্গল (East Bengal FC) সমর্থকদের এই নাম ঠোঁটস্থ করে নিতে হবে। কারণ, এই জাপানি স্ট্রাইকারকে এবার দলে নিল ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের (Durand Cup 2025) পরেই গ্রিক স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্তাকসকে (Dimitrios Diamantakos) ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর পরিবর্ত হিসেবেই ইবুসুকিকে দলে নিল ইস্টবেঙ্গল। এই জাপানি স্ট্রাইকারের সঙ্গে চলতি মরসুমের শেষ পর্যন্ত চুক্তি করা হয়েছে। ভারতে আসার আগে অস্ট্রেলিয়ার এ লিগের (Australian A League) দল ওয়েস্টার্ন ইউনাইটেড এফসি-র হয়ে খেলছিলেন ইবুসুকি। তিনি পেশাদার কেরিয়ারে ১২০-এরও বেশি গোল করেছেন। এই স্ট্রাইকারকে নিয়ে আশাবাদী লাল-হলুদ শিবির। সুপার কাপে (Super Cup 2025) লাল-হলুদ জার্সি পরে প্রথমবার খেলবেন নতুন জাপানি স্ট্রাইকার।

স্পেনে খেলেছেন ইবুসুকি

ইউরোপে খেলার অভিজ্ঞতা আছে ইবুসুকির। ২০০৯ সালে স্পেনের (Spain) বিখ্যাত ক্লাব জিরোনা এফসি-তে (Girona FC) যোগ দেন এই স্ট্রাইকার। এরপর তিনি লোনে রিয়াল জারাগোজা বি (Real Zaragoza B) ও সি ই সাবাদেলে (CE Sabadell) যোগ দেন। ২০১১ সালে লা লিগার (LaLiga) বিখ্যাত ক্লাব সেভিয়া এফসি-তে (Sevilla FC) যোগ দেন ইবুসুকি। প্রথম মরসুমে রিজার্ভ দলে থাকলেও, পরের মরসুমে সেভিয়া এফসি-র মূল দলের হয়ে রিয়াল বেটিসের (Real Betis) বিরুদ্ধে খেলার সুযোপ পান এই জাপানি ফুটবলার। এরপর স্পেনের অপর এক বিখ্যাত ক্লাব ভ্যালেন্সিয়ার (Valencia CF) রিজার্ভ দলের হয়ে খেলেন ইবুসুকি। তিনি বেলজিয়ামের (Belgium) ক্লাব কে এ এস ইউপেনের (K.A.S Eupen) হয়েও খেলেন।

ইবুসুকিকে নিয়ে আশাবাদী অস্কার

এই জাপানি স্ট্রাইকার সম্পর্কে ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) বলেছেন, ‘হিরোশি একজন অভিজ্ঞ সেন্টার-ফরোয়ার্ড। ও শারীরিকভাবে শক্তিশালী, শূন্যে বল দখল করতে পারে, গোলের সুযোগ কাজে লাগাতে পারে এবং সতীর্থদের সঙ্গে মিলে খেলতে পারে। ও বিভিন্ন দেশের বড় ক্লাবের হয়ে খেলেছে। ও বিপজ্জনক ফিনিশার হিসেবে বিখ্যাত।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।