UEFA Nations League: পেনাল্টি মিস রোনাল্ডোর! তবে জয় পেল পর্তুগাল, সেমিতে আর কোন দল গেল?

বিশ্ব ফুটবল (World Football) যেন জমে উঠেছে দারুণভাবে। নেশনস লিগের চারটি কোয়ার্টার ফাইনালেই কার্যত, দুর্দান্ত লড়াই হল।

UEFA Nations League: একটি ম্যাচের নিস্পত্তি হল আবার অতিরিক্ত সময়ে। সেইসঙ্গে, দুটি ম্যাচ গড়াল টাইব্রেকারে। ইতিমধ্যেই সেমিফাইনালের (Semifinal) চারটি দল চূড়ান্ত হয়ে গেছে। পর্তুগাল, ফ্রান্স, স্পেন এবং জার্মানি পৌঁছে গেছে শেষ চারে (UEFA Nations League)।

তবে পর্তুগাল (Portugal) জিতলেও পেনাল্টি মিস করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (CR7)। উল্লেখ্য, পর্তুগালের বিরুদ্ধে প্রথম পর্বে ১-০ গোলে এগিয়ে ছিল ডেনমার্ক। ফলে, ঘরের মাঠে জয় ছাড়া কোনও উপায় ছিল না পর্তুগালের। আর এদিন শুরুতেই সুযোগ চলে আসে তাদের সামনে। খেলার ৬ মিনিটের মাথায়, পেনাল্টি পায় পর্তুগাল। কিন্তু গোল করতে ব্যর্থ রোনাল্ডো।

Latest Videos

কিন্তু প্রথমার্ধে ডেনমার্কের জোয়াকিম অ্যান্ডারসেন আত্মঘাতী গোল করে বসেন। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে, ফের একবার ডেনমার্ককে এগিয়ে দেন রাসমাস ক্রিস্টেনসেন। খেলার ৭২ মিনিটে, সেই রোনাল্ডোই আবার দলের ত্রাতা হয়ে দেখা দেন। তাঁর গোলেই সমতা ফেরায় পর্তুগাল (UEFA Nations League standings)।

ঠিক চার মিনিট পর, ক্রিশ্চিয়ান এরিকসেন গোল করে আবার ডেনমার্ককে লিড এনে দেন। তবে পর্তুগালও কিন্তু ছাড়বার পাত্র নয়। ম্যাচের ৮৬ মিনিট, ফ্রান্সিস্কো ট্রিনকাও পর্তুগালের হয়ে গোল করেন। যদিও ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। খেলার ৯১ মিনিটের মাথায়, আবার গোল করে যান ট্রিনকাও। প্রথম বারের মতো ফের একবার এগিয়ে যায় পর্তুগাল 9UEFA Nations League Quarter Finals)।

এরপর কিন্তু ডেনমার্ক অনেক চেষ্টা করলেও আর গোল শোধ করতে পারেনি। শেষপরর্যন্ত, ম্যাচের ১১৫ মিনিটে গোল করে পর্তুগালের জয় নিশ্চিত করেন গনজালো র‍্যামোস। ফলে, দুটি পর্ব মিলিয়ে ৫-৩ গোলে জয় পায় পর্তুগাল (UEFA Nations League News)।

ওদিকে জার্মানি বনাম ইতালি দ্বিতীয় পর্বের ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়। শেষপর্যন্ত, এই ম্যাচটিতে ৫-৪ গোলে জার্মানির কাছে হারতে হয় ইতালিকে। অপরদিকে স্পেন বনাম নেদারল্যান্ডসের প্রথম পর্বের খেলা ২-২ গোলে ড্র হয়েছিল। এদিকে দুটি পর্ব মিলিয়ে ৫-৫ ফলাফল নিয়ে শেষ হওয়ার জেরে খেলা গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই বাজিমাত করে বেরিয়ে যায় স্পেন।

অন্যদিকে, প্রথম পর্বের খেলায় ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া। কিন্তু দ্বিতীয় পর্বে ম্যাচে ঘরের মাঠে রীতিমতো দাপট দেখাল ফ্রান্স। যদিও এই ম্যাচেরও ফয়সালা হয় সেই টাইব্রেকারেই এবং জয় পায় ফ্রান্স।

উয়েফা নেশনস লিগের প্রথম সেমিফাইনালে, আগামী ৫ জুন মুখোমুখি হবে জার্মানি বনাম পর্তুগাল। দ্বিতীয় সেমিফাইনালে আগামী ৬ জুন মুখোমুখি হবে স্পেন বনাম ফ্রান্স।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'গন্ধা ধরম!' রেড রোডে BJP-কে দুষে একি বললেন মমতা! দেখুন | Mamata Banerjee | Eid Al Fitr 2025
ইদের দিন হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি জয়পুরে, নামাজ পড়তে আসা মুসলিমদের উপর ফুল বর্ষণ করলেন হিন্দুরা
‘মমতা নিজেই লন্ডন সফর লণ্ডভণ্ড করে এসেছেন!’ মমতাকে আক্রমণ করে কী বললেন অধীর রঞ্জন চৌধুরী
‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার লিস্টের আসল গল্প এটাই!’ মমতার মাস্টারপ্ল্যান ফাঁস করলেন দিলীপ ঘোষ
'মহরমে ওরা অস্ত্র নিয়ে বেরোয়, আমরা রামনবমীতে নিলেই দোষ!' বিস্ফোরক দিলীপ | Dilip Ghosh Latest News