
UEFA Nations League: ইউরোপের ফুটবলের অন্যতম সেরা প্রতিযোগিতা উয়েফা নেশনস লিগ (UEFA Nations League) কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে জমজমাট লড়াই। ইউরোপ তথা বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর দলগুলির লড়াই অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। ১০ জনের নেদারল্যান্ডসের (Netherlands) সঙ্গে কোনওরকম ড্র করল স্পেন (Spain)। গত বিশ্বকাপের রানার্স ফ্রান্সকে (France) সহজেই হারিয়ে দিল ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের কাছেই হেরে রানার্স হওয়া ক্রোয়েশিয়া (Croatia)। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পর্তুগালকে (Portugal) ১-০ হারিয়ে দিল ডেনমার্ক (Denmark)। ইটালিকে (Italy) হারিয়ে দিল জার্মানি (Germany)। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের পর লড়াই আরও তীব্র হয়ে উঠেছে। এবার দ্বিতীয় লেগের লড়াইয়ের অপেক্ষা। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা এই লড়াইয়ের দিকে তাকিয়ে আছেন। বিশেষ করে রোনাল্ডোর পারফরম্যান্সের দিকে সবার নজর থাকছে।
ঘুরে দাঁড়াতে পারবে পর্তুগাল?
অ্যাওয়ে ম্যাচে রোনাল্ডোকে নিয়ে খেলতে নেমেও ডেনমার্কের কাছে হেরে গেল পর্তুগাল। ৭৮ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন র্যাসমাস হয়েলুন্ড। তিনি প্রথম একাদশে ছিলেন না। ৬৯ মিনিটে মিকা বিয়েরেথের পরিবর্তে মাঠে নামেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা হয়েলুন্ড। মাঠে নামার কয়েক মিনিটের মধ্যেই তিনি গোল করে দলকে জয় এনে দেন। রোনাল্ডো পুরো সময়ই খেলেন। কিন্তু তাঁর পক্ষে কিছু করা সম্ভব হয়নি। তবে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন এই তারকা।
এমবাপে খেললেও হার ফ্রান্সের
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পুরো সময়ই খেলেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে। কিন্তু তা সত্ত্বেও সহজ জয় পেল ক্রোয়েশিয়া। ম্যাচের ফল ২-০। ২৬ মিনিটে প্রথম গোল করেন অ্যান্টে বাডিমির। এরপর প্রথমার্ধের সংযোজিত সময়ে দ্বিতীয় গোল করেন ইভান পেরিসিচ।
পিছিয়ে পড়েও জয় জার্মানির
ইটালির বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় পেল জার্মানি। ৯ মিনিটে স্যান্ড্রো টোনালির গোলে এগিয়ে যায় ইটালি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় জার্মানি। ৪৯ মিনিটে সমতা ফেরান টিম ক্লাইনডিয়েনস্ট। এরপর ৭৬ মিনিটে জয়সূচক গোল করেন লিয়ন গোরেৎজকা।
নেদারল্যান্ডস-স্পেন উত্তেজক লড়াই
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের ৯ মিনিটে নিকো উইলিয়ামসের গোলে এগিয়ে যায় স্পেন। ২৮ মিনিটে নেদারল্যান্ডসকে সমতায় ফেরান কডি গাকপো। এরপর ৪৬ মিনিটে তিয়ানি রেইন্ডার্সের গোলে এগিয়ে যায় ডাচরা। ৮১ মিনিটে লাল কার্ড দেখেন জোরেল হাটো। ফলে ১০ জনে হয়ে যায় নেদারল্যান্ডস। এরই সুযোগ নিয়ে দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে সমতা ফেরান মিকেল মেরিনো। ফলে ম্যাচ ২-২ ড্র হল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।