চোট, ফর্মের অভাব, আইএসএল-এর মাঝপথে ৬ বিদেশি ফুটবলারকে নিয়েই প্রবল সমস্যায় ইস্টবেঙ্গল

Published : Dec 15, 2024, 05:57 PM ISTUpdated : Dec 15, 2024, 06:30 PM IST
East Bengal

সংক্ষিপ্ত

চলতি আইএসএল-এ ভালো জায়গায় নেই ইস্টবেঙ্গল। এবারও সুপার সিক্সের যোগ্যতা অর্জন করার আশা প্রায় নেই। এরই মধ্যে একের পর এক ফুটবলারের চোটে সমস্যায় পড়েছে লাল-হলুদ শিবির।

কিছুদিন আগে আলোচনা চলছিল, আগামী মাসে ট্রান্সফার উইন্ডোতে ক্লেইটন সিলভা ও হিজাজি মাহেরের পরিবর্তে নতুন বিদেশি ফুটবলার নেবে ইস্টবেঙ্গল। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে কতজন বিদেশি ফুটবলারকে বদল করতে হবে, সেটা বুঝতে পারছেন না ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ। তাঁর দলের প্রধান অস্ত্র মাদিহ তালালের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। তাঁর পক্ষে চলতি মরসুমে আর মাঠে নামা সম্ভব হবে না। লাল-হলুদ মাঝমাঠের স্তম্ভ সল ক্রেসপোও চোট পেয়ে মাঠের বাইরে। তিনি চিকিৎসার জন্য স্পেনে ফিরে গিয়েছেন। ইস্টবেঙ্গল সূত্রে জানা গিয়েছে, ফেব্রুয়ারির আগে হয়তো মাঠে ফিরতে পারবেন না ক্রেসপো। গ্রিক স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্তাকসও চোট পেয়েছেন। তিনি নিজে বলছেন, মঙ্গলবার পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে মাঠে নামতে তৈরি। কিন্তু এই স্ট্রাইকার ১০০ শতাংশ ফিট কি না স্পষ্ট নয়। লাল-হলুদের স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডার হেক্টর ইয়ুস্তেও চোট পেয়ে মাঠের বাইরে। তিনি কবে খেলতে পারবেন বোঝা যাচ্ছে না।

অচল আধুলিই অস্কারের ভরসা

এখন অস্কারের হাতে ফিট বিদেশি ফুটবলার বলতে আছেন শুধু ক্লেইটন ও হিজাজি। যাঁদের উপর ইস্টবেঙ্গলের প্রধান কোচ এবং বেশিরভাগ সমর্থক ভরসা করতে পারছেন না, পরিস্থিতির চাপে তাঁদেরই খেলাতে হচ্ছে। পাঞ্জাবের বিরুদ্ধেও ক্লেইটন ও হিজাজি খেলবেন। দিমিত্রিওস ফিট হয়ে উঠলে খেলবেন। ট্রান্সফার উইন্ডোতে হয়তো হিজাজির পরিবর্তে কোনও বিদেশি ফুটবলারকে নেওয়া হবে না। কারণ, তালালের পরিবর্তে একজনকে নিতে হবে। ক্লেইটনের পরিবর্তে একজন স্ট্রাইকারকে দলে নেওয়া হতে পারে।

লাল-হলুদের নতুন স্ট্রাইকার কে হবেন?

বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস ছাড়ার পর ব্রাজিলে ফিরে গিয়েছেন রবসন রবিনহো। তাঁর আর ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে ক্লেইটনের পরিবর্ত কে হবেন বোঝা যাচ্ছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মারাত্মক চোট পেয়ে বাকি মরসুমের জন্য ছিটকে গেলেন তারকা মিডফিল্ডার! উদ্বেগে লাল-হলুদ শিবির

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, প্রতিবাদে গর্জে উঠল ইস্টবেঙ্গল গ্যালারি

রেফারি নাগভেঙ্করের 'দংশন', ওড়িশার বিরুদ্ধে হার ১০ জনের ইস্টবেঙ্গলের

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?