সংক্ষিপ্ত
আইএসএল-এর মাঝামাঝি পর্যায়ে এসে একাধিক বিদেশি ফুটবলারের চোট নিয়ে সমস্যায় পড়ে গিয়েছে ইস্টবেঙ্গল শিবির। দুই মিডফিল্ডার ও এক স্ট্রাইকারের চোট দলের ভারসাম্য নষ্ট করে দিয়েছে।
বৃহস্পতিবার ওড়িশা এফসি-র বিরুদ্ধে ম্যাচের শুরুতেই যখন হাঁটুতে চোট পেয়ে মাঠে শুয়ে পড়েছিলেন ইস্টবেঙ্গলের মিডফিল্ডার মাদিহ তালাল, তখনই অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন, এই তারকা ফুটবলারকে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হতে পারে। সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এখনও সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি। তবে ময়দানে খবর, তালালের এসিএল ছিঁড়ে গিয়েছে। ফলে চলতি মরসুমে আর এই মিডফিল্ডারের পক্ষে মাঠে নামা সম্ভব হবে না। আইএসএল-এ গত মরসুমে সবচেয়ে বেশি অ্যাসিস্ট ছিল তালালের। চলতি মরসুমেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছিলেন এই মিডফিল্ডার। নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে তালালের ক্রস থেকেই হেডে গোল করেন দিমিত্রিওস দিয়ামান্তাকস। কিন্তু এই দুই ফুটবলারই চোট পেয়েছেন। চোটের জন্য ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলতে পারেননি দিমিত্রিওস। ম্যাচের শুরুতেই চোট পেয়ে উঠে যান তালাল। এরপর সেই ম্যাচে হেরে যায় ইস্টবেঙ্গল।
কবে মাঠে ফিরছেন দিমিত্রিওস?
তালাল চলতি মরসুমের জন্যই ছিটকে গেলেও, ইস্টবেঙ্গল সমর্থকদের আশ্বস্ত করেছেন দিমিত্রিওস। এই গ্রিক স্ট্রাইকার জানিয়েছেন, মঙ্গলবার পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে খেলার জন্য তৈরি। স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপোও পেয়েছেন। তিনি কবে মাঠে ফিরবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। মঙ্গলবার ক্রেসপোর খেলার আশা নেই। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে কলকাতা ডার্বিতেও এই মিডফিল্ডার খেলতে পারবেন কি না স্পষ্ট নয়।
রেফারিং নিয়ে ক্ষুব্ধ ইস্টবেঙ্গল
ওড়িশা এফসি-র বিরুদ্ধে জিকসন সিংকে যেভাবে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়েছে, তাতে রেফারি তেজস নাগভেঙ্করের উপর চরম ক্ষুব্ধ ইস্টবেঙ্গল শিবির। প্রধান কোচ অস্কার ব্রুজোঁ প্রকাশ্যে রেফারিং নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারও রেফারিংয়ের সমালোচনা করেছেন। ইস্টবেঙ্গল সমর্থকরাও রেফারিং নিয়ে প্রশ্ন তুলছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
রেফারি নাগভেঙ্করের 'দংশন', ওড়িশার বিরুদ্ধে হার ১০ জনের ইস্টবেঙ্গলের
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, প্রতিবাদে গর্জে উঠল ইস্টবেঙ্গল গ্যালারি
চোটের জন্য ২ সপ্তাহ মাঠের বাইরে অধিনায়ক, চেন্নাইয়িনের বিরুদ্ধে জিতেও চিন্তায় ইস্টবেঙ্গল