সংক্ষিপ্ত

পূর্ববঙ্গ, পূর্ব পাকিস্তান বা বর্তমানে বাংলাদেশের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই কারণে গড়ের মাঠের ক্লাবগুলির মধ্যে সবার আগে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছে ইস্টবেঙ্গল।

আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। তাঁরা বারবার পথে নেমেছিলেন, গ্যালারিতে টিফো-ব্যানারের মাধ্যমে নিজেদের বার্তা তুলে ধরেছিলেন। এবার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদেও সরব হল লাল-হলুদ জনতা। মিছিলের মাধ্যমে প্রতিবাদের পর বৃহস্পতিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসি-র বিরুদ্ধে আইএসএল-এর ম্যাচ চলাকালীন গ্যালারিতে টিফোর মাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে সরব হলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। এই টিফোয় লেখা ছিল, 'সংখ্যা লঘুর রক্ত, মুছে ফেললেই চলবে? দেশান্তরীর স্মৃতিগুলো সব, ঢাকতে তুমি কি পারবে?' সোশ্যাল মিডিয়ায় এই টিফোর ছবি ভাইরাল।

প্রধানমন্ত্রীকে চিঠি ইস্টবেঙ্গল ক্লাবের

কিছুদিন আগে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। তারপর গত সপ্তাহে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ, শান্তি ফেরানোর জন্য হস্তক্ষেপের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেয় ইস্টবেঙ্গল ক্লাব। তার আগে সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গল ক্লাবের সচিব রূপক সাহা এক বিবৃতিতে জানান, 'বাংলাদেশে সংখ্যালঘুদের পরিকল্পিতভাবে আক্রমণ করা আমাদের ক্লাবের সমর্থকদের খুব গভীরভাবে প্রভাবিত করেছে। আমাদের সমর্থকদের অধিকাংশেরই পূর্বপুরুষের শিকড় পূর্ববঙ্গ তথা বাংলাদেশে। আমাদের অনেক সমর্থকের পরিবার, আত্মীয়স্বজন দেশভাগের আগে এবং পরবর্তী সময়ে এবং '৬০-এর দশকের শেষের দিকে এবং ‘৭০-এর দশকের প্রথম দিকে এই ধরনের আক্রমণের শিকার হয়েছেন। আমরা তাঁদের কাছ থেকে প্রচুর ফোন এবং ই-মেইল পাচ্ছি, যেখানে তাঁরা আমাদের এই বিষয়টি যথাযথ জায়গায় উত্থাপন করার অনুরোধ জানিয়েছেন I এমনকী, আমাদের সমর্থকরা যাঁরা পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য অঞ্চল থেকে এসেছেন, তাঁরাও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এই ধরনের ব্যাপক নিপীড়ন বন্ধ হওয়া দরকার।'

প্রতিবাদ সৌভিক চক্রবর্তীর

সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ইস্টবেঙ্গলের মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী। এবার ইস্টবেঙ্গল সমর্থকরাও প্রতিবাদে সরব হলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন বন্ধ হওয়া দরকার,' বার্তা ইস্টবেঙ্গল ক্লাবের

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, ব্যবস্থার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইস্টবেঙ্গল ক্লাবের

YouTube video player