সংক্ষিপ্ত
পরিস্থিতি যেদিকে যাচ্ছিল তাতে কার্লেস কুয়াদ্রাতকে ইস্টবেঙ্গলের প্রধান কোচ পদ ছাড়তেই হত। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা হয়ে গেল।
গত শুক্রবার এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে থাকা ইস্টবেঙ্গল সমর্থকরা স্লোগান তুলেছিলেন 'কার্লেস কুয়াদ্রাত গো ব্যাক'। ম্যাচ শেষে কুয়াদ্রাত যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, তখনও শোনা যায় 'গো ব্যাক'। অন্যদিন সমর্থকদের দিকে এগিয়ে গেলেও, সেদিন আর গ্যালারির দিকে তাকাতেও পারেননি ইস্টবেঙ্গলের প্রধান কোচ। তখনই বোঝা গিয়েছিল, সমর্থকদের আস্থা হারানোর পর তাঁর পক্ষে আর লাল-হলুদের দায়িত্বে থাকা সম্ভব নয়। ইস্টবেঙ্গলের ইতিহাসে প্রথম কোচ হিসেবে টানা পাঁচ ম্যাচ হারের লজ্জাজনক রেকর্ড গড়া কুয়াদ্রাত এবার আনুষ্ঠানিকভাবে অতীত হয়ে গেলেন। সোমবার সকালে সরকারিভাবে তাঁর বিদায়ের কথা জানিয়ে দেওয়া হল।
নতুন দায়িত্বে বিনো জর্জ
গত মরসুম থেকেই ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের দায়িত্বে ছিলেন বিনো জর্জ। কেরলের এই কোচের হাত ধরে কলকাতা লিগে বেশ কয়েকজন তরুণ ফুটবলার চমকপ্রদ পারফরম্যান্স দেখাচ্ছেন। ইস্টবেঙ্গল সমর্থকরা বিনোকেই সঙ্কটের মুহূর্তে সিনিয়র দলের দায়িত্ব দেওয়ার কথা বলছিলেন। সমর্থকদের সেই দাবি মেনে আপাতত বিনোকেই রিজার্ভ দলের পাশাপাশি সিনিয়র দলেরও দায়িত্ব দেওয়া হল। নতুন বিদেশি কোচ না আসা পর্যন্ত ইস্টবেঙ্গলের রিজার্ভ দল ও সিনিয়র দলের প্রধান কোচ হিসেবে থাকছেন বিনো।
নিজেই সরে গেলেন কুয়াদ্রাত
ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত পদত্যাগ করেছেন।' গত মরসুমে কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই তাঁর পতন শুরু হয়। আইএসএল-এ প্রথম ৬ দলের মধ্যে থাকতে পারেনি ইস্টবেঙ্গল। চলতি মরসুমে ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে শিলং লাজংয়ের কাছে হেরে যায় কুয়াদ্রাতের দল। এরপর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু প্রিলিমিনারি রাউন্ডে তুর্কমেনিস্তানের অলটিন আসিরের কাছে হেরে যায় ইস্টবেঙ্গল। আইএসএল-এ টানা তিন ম্যাচে হারের পর আর লাল-হলুদের দায়িত্বে থাকতে পারলেন না কুয়াদ্রাত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
পুরনো দলের বিরুদ্ধে বোরহা হেরেরার হ্যাটট্রিক, ১০ জনের গোয়ার কাছেও হার ইস্টবেঙ্গলের
অসুস্থ ইস্টবেঙ্গলের আইনজীবী, ২ সপ্তাহ পিছিয়ে গেল আনোয়ার আলির শুনানি
হিজাজিদের দায়সারা ফুটবল, এবারও হার দিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের