দেখুন ভিডিও, ফ্রি-কিকে অনবদ্য গোল মেসির, মেজর লিগ সকারে সাপোটার্স শিল্ড ইন্টার মায়ামির

Published : Oct 03, 2024, 03:18 PM ISTUpdated : Oct 03, 2024, 04:44 PM IST
Lionel Messi

সংক্ষিপ্ত

চোট সারিয় মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে ফের অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন লিওনেল মেসি। ফ্রি-কিকে তাঁর অনবদ্য গোল দেখে উচ্ছ্বসিত সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা।

ফ্রি-কিক থেকে অনবদ্য গোল করে ইন্টার মায়ামিকে মেজর লিগ সকারে সাপোর্টার্স শিল্ড জেতালেন লিওনেল মেসি। কলম্বাস ক্রুর বিরুদ্ধে প্রথমার্ধেই জোড়া গোল করেন মেসি। তাঁর দল এই ম্যাচে ৩-২ জয় পেল। চলতি মরসুমে মেজর লিগ সকারে সেরা দল হওয়ার সম্মান পেল ইন্টার মায়ামি। কোপা আমেরিকা ফাইনালে গোড়ালিতে চোট পাওয়ায় বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হয় মেসিকে। চোট সারিয়ে মাঠে ফিরে গোল করে দলকে জেতাচ্ছেন এই তারকা। তিনি ছন্দে থাকলে বিপক্ষ দলের কিছু করার থাকে না। কলম্বাস ক্রুর ক্ষেত্রে সেটাই হল। মেসির ফ্রি-কিকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সারা বিশ্বে ছড়িয়ে থাকা মেসির অনুরাগীরা এই গোল দেখে উচ্ছ্বসিত।

দর্শকদের মাতিয়ে দিলেন মেসি

কলম্বাস ক্রুর বিরুদ্ধে ম্যাচের ৪৫ মিনিটে প্রথম গোল করেন মেসি। এরপর প্রথমার্ধের সংযোজিত সময়ে ব্যবধান বাড়ান আর্জেন্টিনার অধিনায়ক। প্রথমার্ধের শেষে ২-০ এগিয়েছিল ইন্টার মায়ামি। সেই সময় মনে হচ্ছিল বড় ব্যবধানে জয় পাবেন মেসিরা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের রং বদলে যায়। ৪৬ মিনিটে গোল করে ব্যবধান কমান কলম্বাস ক্রুর দিয়েগো রোসি। এরপর বিপক্ষের ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে ইন্টার মায়ামির পক্ষে ব্যবধান বাড়ান লুই সুয়ারেজ। তবে ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফের ব্যবধান কমান কলম্বাস ক্রুর কাশো হার্নান্ডেজ। এরপর এই ম্যাচে আর গোল হয়নি। ফলে জয় পেলেন মেসিরা।

 

 

ইন্টার মায়ামির গোলকিপারের অসাধারণ পারফরম্যান্স

মেসি-সুয়ারেজের পাশাপাশি ইন্টার মায়ামির জয়ে বড় অবদান রাখলেন গোলকিপার ড্রেক ক্যালেন্ডার। তিনি ৮৪ মিনিটের মাথায় পেনাল্টি সেভ করে দেন। হার্নান্ডেজই দ্বিতীয়বার পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরানোর চেষ্টা করছিলেন। কিন্তু এবার তিনি সফল হলেন না। ফলে জয় পেল ইন্টার মায়ামি

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ইন্টার মায়ামি ছাড়ছেন, পরবর্তী গন্তব্যও ঠিক করে ফেলেছেন লিওনেল মেসি

বিনোদনের মাধ্যমে শিকড়ে ফিরছেন, মায়ামিতে খেলার মাঝেই হলিউডের প্রযোজক লিওনেল মেসি

বিশ্ব ফুটবলে যুগাবসান, ২১ বছর পর ব্যালন ডি'অরের প্রাথমিক তালিকায় নেই মেসি-রোনাল্ডো

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?