ISL Derby: উত্তাপ বাড়ছে কলকাতা ডার্বির, ইস্টবেঙ্গলের নতুন কোচ কবে আসছেন কলকাতায়?
| Published : Oct 15 2024, 03:47 PM IST / Updated: Oct 15 2024, 05:00 PM IST
ISL Derby: উত্তাপ বাড়ছে কলকাতা ডার্বির, ইস্টবেঙ্গলের নতুন কোচ কবে আসছেন কলকাতায়?
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
আইএসএল-এর (ISL) অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ
চলতি প্রতিযোগিতায় প্রথমবারের জন্য মুখোমুখি মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal)।
210
উত্তেজনার পারদ চড়ছে ক্রমশই
কলকাতা ডার্বির উত্তাপ বাড়ছে ধীরে ধীরে।
310
শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাসী মোহনবাগান (Mohun Bagan)
মহামেডানকে ৩-০ গোলে হারিয়ে লড়াইতে সবুজ মেরুন।
410
লিগ টেবিলে এই মুহূর্তে মোহনবাগান রয়েছে চতুর্থ স্থানে
আপাতত দুটি জয়, একটি ড্র এবং একটি হার।
510
অপরদিকে ইস্টবেঙ্গলের (East Bengal) অবস্থা তথৈবচ
চারটি ম্যাচেই পরপর হার এবং কোচ কুয়াদ্রাতের (Cuadrat) পদত্যাগ।
610
ডার্বিতে নামার আগে বেজায় চাপে লাল হলুদ ব্রিগেড
দলের নতুন কোচ নিযুক্ত হয়েছেন অস্কার ব্রুজো (Oscar Bruzon)।
710
তিনি কবে আসছেন?
সূত্রের খবর, ভিসা সমস্যা মিটে গেলে ডার্বির আগেই চলে আসার কথা তাঁর।
810
অন্যদিকে, অনলাইন (Online) টিকিট রিডিম কিন্তু শুরু হয়ে গেছে
১৫-১৮ অক্টোবর, সকাল ১১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত সবুজ মেরুন সমর্থকরা যুবভারতী ক্রীড়াঙ্গনের গেট নম্বর-৪ বক্স অফিস থেকে অনলাইন টিকিট রিডিম করতে পারবেন।
910
নির্দিষ্ট কাউন্টার থেকেই সংগ্রহ করতে হবে
১৫-১৮ অক্টোবর, সকাল ১১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত লাল হলুদ সমর্থকরা যুবভারতী ক্রীড়াঙ্গনের গেট নম্বর-১ বক্স অফিস থেকে অনলাইন টিকিট রিডিম করতে পারবেন।
1010
কলকাতা ডার্বি শুরু সন্ধ্যা ৭.৩০ মিনিটে
১৯ অক্টোবর শনিবার, যুবভারতী ক্রীড়াঙ্গনে।
Read more Articles on