ISL Derby: উত্তাপ বাড়ছে কলকাতা ডার্বির, ইস্টবেঙ্গলের নতুন কোচ কবে আসছেন কলকাতায়?
মাঝে আর মাত্র তিনদিন। তারপরেই বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বি (Kolkata Derby)।
110

Image Credit : Social Media
আইএসএল-এর (ISL) অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ
চলতি প্রতিযোগিতায় প্রথমবারের জন্য মুখোমুখি মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal)।
210
Image Credit : Social Media
উত্তেজনার পারদ চড়ছে ক্রমশই
কলকাতা ডার্বির উত্তাপ বাড়ছে ধীরে ধীরে।
310
Image Credit : MEDIA TEAM
শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাসী মোহনবাগান (Mohun Bagan)
মহামেডানকে ৩-০ গোলে হারিয়ে লড়াইতে সবুজ মেরুন।
410
Image Credit : SOCIAL MEDIA
লিগ টেবিলে এই মুহূর্তে মোহনবাগান রয়েছে চতুর্থ স্থানে
আপাতত দুটি জয়, একটি ড্র এবং একটি হার।
510
Image Credit : East Bengal FC
অপরদিকে ইস্টবেঙ্গলের (East Bengal) অবস্থা তথৈবচ
চারটি ম্যাচেই পরপর হার এবং কোচ কুয়াদ্রাতের (Cuadrat) পদত্যাগ।
610
Image Credit : East Bengal FC
ডার্বিতে নামার আগে বেজায় চাপে লাল হলুদ ব্রিগেড
দলের নতুন কোচ নিযুক্ত হয়েছেন অস্কার ব্রুজো (Oscar Bruzon)।
710
Image Credit : SOCIAL MEDIA
তিনি কবে আসছেন?
সূত্রের খবর, ভিসা সমস্যা মিটে গেলে ডার্বির আগেই চলে আসার কথা তাঁর।
810
Image Credit : SOCIAL MEDIA
অন্যদিকে, অনলাইন (Online) টিকিট রিডিম কিন্তু শুরু হয়ে গেছে
১৫-১৮ অক্টোবর, সকাল ১১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত সবুজ মেরুন সমর্থকরা যুবভারতী ক্রীড়াঙ্গনের গেট নম্বর-৪ বক্স অফিস থেকে অনলাইন টিকিট রিডিম করতে পারবেন।
910
Image Credit : SOCIAL MEDIA
নির্দিষ্ট কাউন্টার থেকেই সংগ্রহ করতে হবে
১৫-১৮ অক্টোবর, সকাল ১১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত লাল হলুদ সমর্থকরা যুবভারতী ক্রীড়াঙ্গনের গেট নম্বর-১ বক্স অফিস থেকে অনলাইন টিকিট রিডিম করতে পারবেন।
1010
Image Credit : SOCIAL MEDIA
কলকাতা ডার্বি শুরু সন্ধ্যা ৭.৩০ মিনিটে
১৯ অক্টোবর শনিবার, যুবভারতী ক্রীড়াঙ্গনে।
Latest Videos