Reliance Foundation Development League 2025-26: ভারতের যুব ফুটবলারদের উন্নতির সুযোগ দেওয়ার জন্য চালু করা হয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ। বৃহস্পতিবার এই লিগ শুরু হচ্ছে।
KNOW
Indian Football: ভারতের অনূর্ধ্ব-২১ পুরুষ ফুটবলারদের জন্য সেরা লিগ রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের (Reliance Foundation Development League) আঞ্চলিক কোয়ালিফায়ার্স শুরু হচ্ছে বৃহস্পতিবার। এই লিগের কলকাতা পর্বের আঞ্চলিক কোয়ালিফায়ার্সের প্রথম ম্যাচে খেলতে নামছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব (Victoria Sporting Club)। এই ম্যাচ হতে চলেছে কল্যাণী স্টেডিয়ামে। গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) শুক্রবার প্রথম ম্যাচে বেঙ্গল ফিউচার চ্যাম্পস (Bengal Future Champs) দলের মুখোমুখি হবে। সেদিনই প্রথম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। ব্যারাকপুর স্টেডিয়ামে লাল-হলুদের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস ক্লাব (United Sports Club)। ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের মধ্যে এই লিগ নিয়েও উৎসাহ দেখা গিয়েছে। ফলে এবারও সমর্থকরা স্টেডিয়ামে গিয়ে প্রিয় দলের ফুটবলারদের উৎসাহিত করবেন বলে আশা করা হচ্ছে।
২৫ জানুয়ারি কলকাতা ডার্বি
যুব ফুটবলারদের লিগে কলকাতা ডার্বি হতে চলেছে ২৫ জানুয়ারি। সেদিন ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ হবে নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। সেদিন দুপুর আড়াইটে থেকে রিলায়েন্স ফাউন্ডেশন স্পোর্টস ইউটিউব চ্যানেলে কলকাতা ডার্বি সম্প্রচার করা হবে। ১৯ জানুয়ারি দুপুর আড়াইটেয় কল্যাণী স্টেডিয়ামে শুরু হবে ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার এফসি ম্যাচ। সেদিন একই সময়ে ব্যারাকপুর স্টেডিয়ামে ভিক্টোরিয়া স্পোর্টিংয়ের মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট। ২১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় ব্যারাকপুর স্টেডিয়ামে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। সেদিন দুপুর আড়াইটেয় একই স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ম্যাচ। ২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় ব্যারাকপুর স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্ট ও ডায়মন্ড হারবার এফসি ম্যাচ।
নজর কেড়ে নেওয়ার অপেক্ষায় যুব ফুটবলাররা
এই লিগে ভালো পারফরম্যান্স দেখিয়ে আই লিগ (I-League) ও আইএসএল-এ (Indian Super League) জায়গা করে নেওয়াই তরুণ ফুটবলারদের লক্ষ্য। তাঁরা ভালো পারফরম্যান্স দেখানোর জন্য তৈরি হচ্ছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


