লিগ টেবলে অবস্থান ধরে রাখার লড়াই, গোয়া থেকেও ৩ পয়েন্টই লক্ষ্য বাগানের

এফসি গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে উড়ে গেল এটিকে মোহনবাগান। লিগ টেবলে ভাল জায়গায় হুয়ান ফেরান্দোর দল। গোয়া থেকেও তাই ৩ পয়েন্ট নিয়েই ফিরতে চাইছে মেরিনার্সরা।

Web Desk - ANB | Published : Nov 18, 2022 7:48 AM IST

৫ ম্যাচ খেলে ১০ পয়েন্ট। ৩ ম্যাচে জয়, ১ ম্যাচ ড্র এবং ১ ম্যাচে হার। এটাই এবারের আইএসএল-এ এখনও পর্যন্ত এটিকে মোহনবাগানের পারফরম্যান্সের খতিয়ান। রবিবার ষষ্ঠ ম্যাচ খেলতে নামছেন হুগো বুমোস, জনি কাউকোরা। এই ম্যাচে তাঁদের প্রতিপক্ষ এফসি গোয়া। আইএসএল-এ পয়েন্ট তালিকায় এখন ৩ নম্বরে এটিকে মোহনবাগান। ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে গোয়া। শীর্ষে থাকা হায়দ্রাবাদ এফসি ৬ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট পেয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মুম্বই সিটি এফসি ৭ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়েছে। ফলে গোয়াকে হারাতে পারলে আরও ভাল জায়গায় পৌঁছে যাবে বাগান। সেই কারণেই অ্যাওয়ে ম্যাচ থেকেও ৩ পয়েন্ট ছাড়া কিছু ভাবছেন না সবুজ-মেরুন কোচ ফেরান্দো। গত ম্যাচে ঘরের মাঠে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে শেষমুহূর্তের গোলে জয় এসেছিল। সেই হাল না ছাড়া মানসিকতাই গোয়ার বিরুদ্ধে বাগানের সবচেয়ে বড় ভরসা।

গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়ার আগে গত কয়েকদিন ধরে ক্লোজড ডোর প্র্যাকটিস করে এডু বেদিয়াদের আটকানোর কৌশল ঝালিয়ে নিয়েছেন প্রীতম কোটাল, শুভাশিস বসুরা। কলকাতা ছাড়ার আগে বাগানের অভিজ্ঞ ডিফেন্ডার প্রীতম বলেছেন, 'চেন্নাইয়িন এফসি-র কাছে অপ্রত্যাশিত হারের পর প্রতি ম্যাচেই আমাদের খেলার উন্নতি হয়েছে। সবচেয়ে বড় কথা, শেষ মিনিট পর্যন্ত পুরো দল ঝাঁপাচ্ছে, গোল করছে। আমরা গোলের অনেক সুযোগ তৈরি করেছি। আগামী সপ্তাহে আমাদের পরপর দুটো কঠিন ম্যাচ আছে। এই দুটো ম্যাচ জিততে পারলে আমরা ভাল জায়গায় পৌঁছে যাব। তবে আমরা এখন শুধু গোয়া ম্যাচ নিয়েই ভাবছি।'

Latest Videos

বিপক্ষ দলকে সমীহ করছেন প্রীতম। তিনি বলেছেন, 'গোয়া শক্তিশালী দল। ওদের এডু বেদিয়া, নোয়া, ইকের ছাড়াও ব্র্যান্ডন ফার্নান্ডেজ, গ্ল্যান মার্টিন্সরাও ভাল খেলছে। তবে আমরা নিজেদের সেরা খেলা খেলতে পারলে এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়েই ফিরতে পারব বলেই মনে করি। লিগ টেবলে এগোতে গেলে আমাদের এই ম্যাচ জিততেই হবে।'

বাগানের অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিল বলেছেন, 'আমরাই এই টুর্নামেন্টের সেরা দল এবং যে কোনও দলকে হারাতে পারি, এটা মাথায় রেখেই খেলতে নামব। এফসি গোয়ার প্রায় সব ম্যাচই আমি দেখেছি। ওরা শক্তিশালী দল। ওরা আমাদের মতোই পাসিং ফুটবল খেলে, আক্রমণে বৈচিত্র আছে। কিন্তু আমাদের যা শক্তি, তাতে ৩ পয়েন্ট ছাড়া কোনও ভাবনাই মাথায় রাখতে রাজি নই।'

আরও পড়ুন-

ব্রাজিলজুড়ে ধরপাকড়, বিক্ষোভ, বিশ্বকাপ নিয়ে আগ্রহই নেই ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকার

শুক্রবার আইএসএল-এ মুখোমুখি ইস্টবেঙ্গল-ওড়িশা, ওড়িশার বিরুদ্ধে গোল না খাওয়ার চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের

এটিকে মোহনবাগানের যুব দলের প্রধান দায়িত্বে আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেন

Share this article
click me!

Latest Videos

'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
'চোর-চোর' তৃণমূলের পতাকা দেখেই জ্বলে উঠলেন শুভেন্দু! কি হল দেখুন | Suvendu Adhikari on TMC |
RG Kar কাণ্ডে আবারও একাধিক কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের! আসন্ন মিছিলে অংশগ্রহনের আবেদন | RG Kar
মাদারিহাট উপনির্বাচনের প্রচারে ঝড় তুললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Madarihat | BJP