জাতীয় দলের পর দেশের সেরা লিগেও সর্বাধিক গোল, অনন্য উচ্চতায় সুনীল ছেত্রী

গত দেড় দশকে ভারতীয় ফুটবলারদের মধ্যে আন্তর্জাতিক স্তরে সবচেয়ে সফল সুনীল ছেত্রী। আন্তর্জাতিক ফুটবলে গোলের নিরিখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির সঙ্গে সুনীলের নামও উচ্চারিত হয়।

শনিবার আইএস এল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে গোল করে নতুন উচ্চতায় পৌঁছে গেলেন সুনীল ছেত্রী। আইএসএল-এর ইতিহাসে সর্বাধিক গোল করার নজির গড়ে ফেললেন সুনীল। শনিবার শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টি থেকে দলের তৃতীয় গোল করেন সুনীল। আইএসএল-এ তাঁর ৬৪ গোল হয়ে গেল। এই লিগে এখনও পর্যন্ত ১৫৮ ম্যাচ খেলে ৬৪ গোল করেছেন সুনীল। তিনি সতীর্থদের ১২ বার গোল করতে সাহায্য করেছেন। সবমিলিয়ে আইএসএল-এ ৭৬ গোলের সঙ্গে জড়িয়ে সুনীল। মুম্বই সিটি এফসি-র প্রাক্তন স্ট্রাইকার বার্থোলোমিউ ওগবেচে এতদিন আইএসএল-এ  সর্বাধিক গোলের মালিক ছিলেন। এবার তাঁকে ছাপিয়ে গেলেন সুনীল।

আন্তর্জাতিক, ঘরোয়া ফুটবলে অনন্য উচ্চতায় সুনীল

Latest Videos

জাতীয় দলের হয়ে ১৫১ ম্যাচ খেলে ৯৪ গোল করেছেন সুনীল। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়দের অন্যতম এই তারকা স্ট্রাইকার। আইএসএল-এ প্রথমবার মুম্বই সিটি এফসি-র হয়ে খেলেন সুনীল। তবে এরপর যখন বেঙ্গালুরু এফসি আইএসএল-এ যোগ দেয়, তখন থেকে এই ক্লাবের হয়েই খেলছেন তিনি। এবারের আইএসএল-এও বেঙ্গালুরু এফসি-র অন্যতম ভরসা সুনীল

ঘরের মাঠে ৩-০ জয় বেঙ্গালুরুর

শনিবার মোহনবাগান সুপার জায়ান্টকে ৩-০ উড়িয়ে দিয়েছে বেঙ্গালুরু এফসি। ৯ মিনিটের মাথায় নিখিল পূজারির কাছ থেকে বল পেয়ে প্রথম গোল করেন এডগার মেন্ডেজ। এরপর ২০ মিনিটে সুনীলের পাস থেকে দ্বিতীয় গোল করেন সুরেশ সিং ওয়াংজম। ৫১ মিনিটে পেনাল্টি থেকে তৃতীয় গোল করেন সুনীল। ঘরের মাঠে দাপট দেখিয়ে জয় পেল বেঙ্গালুরু এফসি। ৩ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে সুনীলরাই এখন আইএসএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে। হেরে গিয়ে চাপে মোহনবাগান সুপার জায়ান্ট

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বেঙ্গালুরু এফসি-র কাছে ৩ গোল হজম, আইএসএল-এ বিশ্রী হার মোহনবাগান সুপার জায়ান্টের

প্যারিসে নীরজ চোপড়ার সঙ্গে সাক্ষাৎ, অভিনন্দন জানালেন সুনীল ছেত্রী

Sunil Chhetri: সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচে কুয়েতের সঙ্গে গোলশূন্য ড্র ভারতের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল