সংক্ষিপ্ত

কলকাতায় পেশাদার ফুটবল জীবন শুরু, এই শহরেই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। তাঁর বিদায়ী ম্যাচে আবেগের বিস্ফোরণ দেখা গেল।

সুনীল ছেত্রীর অবসরের ম্যাচে কুয়েতের সঙ্গে গোলশূন্য ড্র করল ভারত। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রায় পূর্ণ গ্যালারির সামনে দারুণ লড়াই করলেও, গোল পেল না ভারত। পশ্চিম এশিয়ার দেশগুলির বিরুদ্ধে শারীরিক সক্ষমতায় বরাবরই পিছিয়ে ভারতীয় ফুটবলাররা। কিন্তু বৃহস্পতিবার অসাধারণ পারফরম্যান্স দেখালেন লালিয়ানজুয়ালা ছাংতে, জয় গুপ্তারা। একাধিক সহজ সুযোগ নষ্ট না হলে ভারত হয়তো জয় পেতে পারত। কুয়েতও অবশ্য একাধিক সুযোগ পেয়েছিল। ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়ে দেন। এর ফলে অধিনায়কের বিদায়ী ম্যাচে মাথা উঁচু করে মাঠ ছাড়তে পারল ভারতীয় দল।

৯৪ গোল করে বিদায় সুনীলের

ভারতীয় দলের হয়ে ১৫১ ম্যাচ খেলে ৯৪ গোল করেছেন সুনীল। তিনি সতীর্থদের ১১ বার গোলের পাস বাড়িয়েছেন। ২০০৫ সালের ১২ জুন পাকিস্তানের বিরুদ্ধে সিনিয়র পর্যায়ে অভিষেক হয় সুনীলের। অভিষেক ম্যাচেই জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন এই স্ট্রাইকার। জাতীয় দলের হয়ে ৩ বার নেহরু কাপ, ৪ বার সাফ চ্যাম্পিয়নশিপ, ১ বার এএফসি চ্যালেঞ্জ কাপ, ২ বার ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং ২ বার ট্রাই নেশন সিরিজ জিতেছেন সুনীল। তিনি ৭ বার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিচারে বর্ষসেরা হয়েছেন। ২০১১ সালে অর্জন পুরস্কার, ২০১৯ সালে পদ্মশ্রী এবং ২০২১ সালে খেলরত্ন সম্মান পেয়েছেন সুনীল

কাতারের বিরুদ্ধে সুনীলকে ছাড়াই খেলবে ভারত

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে পরবর্তী ম্যাচে কাতারের মুখোমুখি হচ্ছে ভারত। সুনীলকে ছাড়াই অ্যাওয়ে ম্যাচে খেলতে হবে ভারতীয় দলকে। সুনীল না থাকায় এবার ব্র্যান্ডন ফার্নান্ডেজ, রহিম আলিদের দায়িত্ব নিতে হবে। গত ২ দশক ধরে জাতীয় দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন সুনীল। এবার অন্যদের দায়িত্ব পালন করতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Sunil Chhetri: 'বাংলা ও ভারতের মুখ ভবিষ্যতে আরও উজ্জ্বল করবে,' সুনীল ছেত্রীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

"সুনীল ছেত্রী মানে একটা যুগ" একান্ত সাক্ষাৎকারে অকপট প্রাক্তন গোলরক্ষক শিল্টন পাল

YouTube video player