East Bengal: পার্দোর পরিবর্তে ইস্টবেঙ্গলে মেসি-রোনাল্ডোর বিরুদ্ধে খেলা ডিফেন্ডার

ট্রান্সফার উইন্ডোতে জোড়া বিদেশি পরিবর্তন করে সমস্যায় পড়ে গিয়েছে ইস্টবেঙ্গল। এবার চোটের জন্য আরও এক বিদেশি ফুটবলার বদল করতে বাধ্য হল লাল-হলুদ।

Soumya Gangully | Published : Feb 15, 2024 9:38 AM IST / Updated: Feb 15 2024, 03:38 PM IST

চোট পাওয়ায় চলতি মরসুমে আর খেলতে পারবেন না ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার হোসে অ্যান্টনিও পার্দো লুকাস। তাঁকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করল লাল-হলুদ। পার্দোর পরিবর্তে সার্বিয়ার ডিফেন্ডার আলেকজান্ডার প্যান্টিচকে দলে নিল কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়নরা। চলতি আইএসএল পর্যন্ত প্যান্টিচের সঙ্গে চুক্তি করা হয়েছে। সার্বিয়ার অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন এই ডিফেন্ডার। ক্লাব পর্যায়ে তিনি লা লিগার বিখ্যাত দল ভিলারিয়াল, সার্বিয়ার অন্যতম সেরা ক্লাব রেড স্টার বেলগ্রেড, ইউক্রেনের বিখ্যাত ক্লাব ডায়নামো কিয়েভের হয়ে খেলেছেন। এই সেন্টার ব্যাকের বয়স ৩১ বছর। ক্লাব পর্যায়ে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লুই সুয়ারেজের মতো তারকার বিরুদ্ধে খেলেছেন প্যান্টিচ। তিনি লাল-হলুদ রক্ষণকে ভরসা দেবেন বলেই আশায় প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত। এই নতুন ডিফেন্ডার কবে কলকাতায় এসে পৌঁছবেন, সেটা অবশ্য এখনও জানা যায়নি।

প্যান্টিচকে দলে পেয়ে খুশি কুয়াদ্রাত

নতুন ডিফেন্ডার সম্পর্কে ইস্টবেঙ্গলের প্রধান কোচ বলেছেন, ‘প্যান্টিচ এমন একজন ফুটবলার যার বিশাল অভিজ্ঞতা আছে। ও ভিলারিয়াল, ডায়নামো কিয়েভ, রেড স্টার বেলগ্রেডের মতো ইউরোপের সেরা দলগুলির হয়ে খেলেছে। আমি সাইপ্রাসে থাকার সময়ই ওর কথা জানতে পারি। ও গত ট্রান্সফার উইন্ডো পর্যন্ত সাইপ্রাসের ক্লাব ডক্সার হয়ে খেলছিল। এটা আমাদের পক্ষে ভালো ব্যাপার।’

 

 

লাল-হলুদে যোগ দিয়ে খুশি প্যান্টিচ

ইস্টবেঙ্গলে যোগ দেওয়া প্রসঙ্গে প্যান্টিচ বলেছেন, ‘ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দিতে পেরে আমার খুব ভালো লাগছে। চলতি মরসুমে ক্লাবের জন্য অনেক সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে। সমর্থকদের আরও খুশি করার জন্য আমি সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য কোচ কার্লেস ও ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে আমি কৃতজ্ঞ।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Mohun Bagan Super Giant: পেট্রাটসের অসাধারণ গোল, এফসি গোয়ার বিরুদ্ধে বদলা মোহনবাগান সুপার জায়ান্টের

Lionel Messi: ইচ্ছা থাকলেও কেন বার্সেলোনায় ফিরলেন না মেসি? খোলসা করলেন লা লিগা প্রেসিডেন্ট

East Bengal: চোট সারিয়ে ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ হরমনজ্যোত সিং খাবরার

Share this article
click me!