ডার্বিতে ক্লেইটন সিলভাকে গোল করতে দেবেন না, চ্যালেঞ্জ স্লাভকো ডেমানোভিচের

কলকাতা ডার্বি জয় অভ্যাসে পরিণত করে ফেলেছে এটিকে মোহনবাগান। টানা সাতটি ডার্বিই জিতেছে সবুজ-মেরুন ব্রিগেড। ফলে শনিবারের আইএসএল ডার্বিতেও ফেভারিট হিসেবেই খেলতে নামছেন প্রীতম কোটাল, শুভাশিস বসুরা।

Web Desk - ANB | Published : Feb 23, 2023 8:49 AM IST

শীতের শেষে ময়দানে বসন্তের ছোঁয়া লেগেছে। গড়ের মাঠ এখন পলাশে রাঙা। মোহনবাগান তাঁবুতেও বসন্ত এসে গিয়েছে। টানা তিনবার আইএসএল-এর প্লে অফে পৌঁছে গিয়েছে এটিকে মোহনবাগান। লিগ পর্যায়ের শেষ ম্যাচে শনিবার সামনে ইস্টবেঙ্গল। কলকাতা ডার্বি এখন একপেশে হয়ে গিয়েছে। টানা সাতটি ম্যাচ জিতেছে এটিকে মোহনবাগান। এবারও জয় ছাড়া অন্য কিছু ভাবছে না সবুজ-মেরুন শিবির। মন্টেনেগ্রোর ডিফেন্ডার স্লাভকো ডেমানোভিচ এবারই প্রথম কলকাতা ডার্বি খেলবেন। জয় দিয়ে প্রথম ডার্বি স্মরণীয় করে রাখতে চাইছেন এই ডিফেন্ডার। তিনি জানিয়েছেন, 'আমি এর আগে দু'বার ক্লেইটন সিলভার বিরুদ্ধে খেলেছি। ও একবারও আমাকে হারাতে পারেনি। এবার ওকে গোল করতে দেব না, এই শপথ নিয়েই মাঠে নামব। কলকাতা ডার্বি খেলতে নামব বলে রোমাঞ্চ হচ্ছে। কলকাতা ডার্বির চাপ উপভোগ করতে চাই। আমি ইউটিউবে কলকাতা ডার্বির ভিডিও দেখেছি। সবুজ-মেরুন সমর্থকদের আবেগ জানি। নিজের প্রথম ডার্বিতে দলকে জেতাতে চাই।'

সবুজ-মেরুনের অস্ট্রেলিয়ান স্ট্রাইকার দিমিত্রিয়স পেট্রাটসও ডার্বিতে গোল করে দলকে ফের জেতাতে তৈরি। এই স্ট্রাইকার বলেছেন, 'ডার্বি সবসময়ই মর্যাদার ম্যাচ। আমি অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্লাবের হয়ে ডার্বি খেলেছি। এখানেও সেই মানসিকতা নিয়েই খেলতে নামব। ইস্টবেঙ্গল প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে বলে ডার্বিতে মোটিভেশন পাবে না, এটা আমি মনে করি না। এই ম্যাচ সমর্থকদের কাছে যেমন মর্যাদার, তেমনই আমাদের কাছেও মর্যাদার। প্লে-অফে খেলতে নামার আগে লিগের শেষ ম্যাচ জিততেই হবে। লিগ টেবলে ৩ নম্বর জায়গা ধরে রাখতে হবে আমাদের। সমর্থকদের খুশি করাও আমাদের দায়িত্ব। ইস্টবেঙ্গল যথেষ্ট শক্তিশালী দল। লিগ শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি-কে হারিয়ে আমাদের বিরুদ্ধে খেলতে নামছে। ফলে ওদের খাটো করে দেখার কোনও কারণ নেই। তবে আমাদের দলের সবাইকে হারানোর ক্ষমতা আছে।'

এটিকে মোহনবাগানের অভিজ্ঞ ডিফেন্ডার শুভাশিস বসুও ফের ডার্বি জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, 'আমি এখনও পর্যন্ত কোনও ডার্বি হারিনি। পরপর সাতটি ডার্বি জিতেছি। এবারও জিতব। আমরা ডার্বি জিতে লিগ টেবলে ৩ নম্বরে থেকে প্লে-অফে নিজেদের মাঠে খেলা নিশ্চিত করতে চাই। ডার্বিতে আমাদের কোনও চাপ নেই। দলের সবাই ১০০ শতাংশ দিতে তৈরি। দল প্লে-অফে পৌঁছে গেলেও সবাই ডার্বিকে গুরুত্ব দিচ্ছে। নতুন দু-তিনজনকে বাদ দিয়ে সবারই ডার্বি খেলা ও জেতার অভ্যাস আছে।'

আরও পড়ুন-

হকির ডার্বি ঘিরে ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ, আক্রান্ত সাংবাদিকরা

কার্ল ম্যাকহিউয়ের জোড়া গোল, কেরালাকে হারিয়ে আইএসএল প্লে-অফে এটিকে মোহনবাগান

অ্যাওয়ে ম্যাচে মুম্বইকে হারিয়ে ডার্বির আগে অক্সিজেন পেয়ে গেল ইস্টবেঙ্গল

Share this article
click me!