Mohun Bagan Super Giant: 'সবুজ-মেরুন জার্সি পরা সম্মানের,' দল ছেড়ে সমর্থকদের বার্তা জনি কাউকোর

সংক্ষিপ্ত

মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ফিনল্যান্ডের মিডফিল্ডার জনি কাউকো। তবে নতুন মরসুমে সবুজ-মেরুন জার্সিতে দেখা যাবে না এই মিডফিল্ডারকে।

নতুন মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টে থাকছেন না ফিনল্যান্ডের মিডফিল্ডার জনি কাউকো। তবে দল ছাড়লেও, সমর্থকদের ভালোবাসায় আপ্লুত কাউকো। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সবুজ-মেরুন জনতাকে ধন্যবাদ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় কাউকো লিখেছেন, ‘মোহনবাগান সুপার জায়ান্ট কোচ, কর্মী, সতীর্থদের ধন্যবাদ। গত কয়েক বছর ধরে সবাই আমার পাশে থেকেছেন। সবসময় পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানাই। সবাই যে বার্তা পাঠিয়েছেন, তাতে আমি সত্যিই আপ্লুত। সবুজ-মেরুন জার্সি পরা আমার কাছে সম্মানের। আমার হৃদয়ে সবসময় মোহনবাগানের জন্য বিশেষ জায়গা থাকবে।’ কাউকোর এই বার্তা পেয়ে মোহনবাগান সমর্থকরা খুশি। তাঁরা কাউকোকে পাল্টা শুভেচ্ছা জানাচ্ছেন।

সবুজ-মেরুনের সাফল্যে বড় অবদান কাউকোর

Latest Videos

ইউরো কাপে ফিনল্যান্ডের হয়ে খেলা কাউকো ২০২১-২২ মরসুমের শুরুতে মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দেন। তবে হাঁটুর চোটের জন্য ২০২২-২৩ মরসুমে খেলতে পারেননি এই মিডফিল্ডার। গত মরসুমের শেষদিকে তাঁকে ফেরায় সবুজ-মেরুন ব্রিগেড। হুয়ান ফেরান্দোর পরিবর্তে অ্যান্টনিও লোপেজ হাবাস মোহনবাগান সুপার জায়ান্টের প্রধান কোচ হওয়ার পরেই হুগো বুমোসকে ছেঁটে ফেলা হয়। তাঁর পরিবর্তে কাউকোকে সবুজ-মেরুন ব্রিগেডে ফেরানো হয়। পুরনো দলে ফিরে অসাধারণ পারফরম্যান্স দেখান কাউকো। তিনি সবুজ-মেরুনকে প্রথমবার আইএসএল লিগ -শিল্ড জিততে সাহায্য করেন। তবে নতুন মরসুমে তাঁকে দলে রাখেনি মোহনবাগান সুপার জায়ান্ট। তাতে অবশ্য পুরনো দলের প্রতি কাউকোর মনোভাব বদলায়নি।

 

 

নতুন মরসুমে আরও শক্তিশালী দল সবুজ-মেরুনের

নতুন মরসুমে দলকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। একাধিক নতুন ফুটবলারকে দলে নিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। সদস্য-সমর্থকদের আশা, এবারের আইএসএল-এও দুর্দান্ত পারফরম্যান্স দেখাবে প্রিয় দল। পুরনো দলকে শুভেচ্ছা জানাচ্ছেন কাউকোও।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Indian Football: প্রতিবাদে কড়া শাস্তি, রেফারি ভুল করলে কী হবে? জবাব আছে এআইএফএফ?

East Bengal: এখনও কলকাতায় এসে পৌঁছননি, তবে প্রস্তুতিতে খামতি নেই হিজাজি মাহেরের, দেখুন ভিডিও

Lallianzuala Chhangte: সমর্থকরা জার্সি পরিয়ে দিলেও ছাংতেকে পেল না মোহনবাগান, থাকছেন মুম্বইয়েই

Share this article
click me!

Latest Videos

'আগুন লাগিয়ে দে বলা চাকরিহারা আসলে তৃণমূলের কর্মী', কসবা কাণ্ডে বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার
'আমাদের হাতে একদিন ছেড়ে দিক সিদ্দিকুল্লাকে এমন টাইট দেব বাংলাদেশ পালিয়ে যাবে', বিস্ফোরক সুকান্ত