East Bengal: এখনও কলকাতায় এসে পৌঁছননি, তবে প্রস্তুতিতে খামতি নেই হিজাজি মাহেরের, দেখুন ভিডিও

নতুন মরসুমের জন্য অনুশীলন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গলের সিনিয়র দল। তবে সব বিদেশি ও ভিনরাজ্যের ফুটবলার এখনও অনুশীলনে যোগ দেননি। এক এক করে ফুটবলাররা কলকাতায় আসছেন।

Soumya Gangully | Published : Jul 4, 2024 1:58 PM IST / Updated: Jul 04 2024, 08:25 PM IST

এখনও কলকাতায় এসে পৌঁছননি। তবে নতুন মরসুমের জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন হিজাজি মাহের। ফিটনেসের ঘাটতি যাতে না থাকে, তার জন্য জিমে কসরত করছেন হিজাজি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর শারীরিক কসরতের ভিডিও। এই ভি়ডিও দেখে ইস্টবেঙ্গল সমর্থকরা খুশি। তাঁদের আশায়, গত মরসুমের আইএসএল-এ যেভাবে ঠান্ডা মাথায় বিপক্ষের আক্রমণ সামাল দেওয়ার পাশাপাশি আক্রমণেও দলকে সাহায্য করেছেন হিজাজি, এবারও সেরকম পারফরম্যান্সই দেখাবেন তিনি। এবার এখনও পর্যন্ত হিজাজি ছাড়া অন্য কোনও বিদেশি ডিফেন্ডারের সঙ্গে চুক্তির কথা ঘোষণা করেনি ইস্টবেঙ্গল। অস্ট্রেলিয়ার ডিফেন্ডার জর্ডন এলসেকে ফেরানো হবে কি না স্পষ্ট নয়। ফলে হিজাজিই এখন লাল-হলুদ জনতার কাছে শিবরাত্রির সলতে। তাঁর উপরেই ভরসা রাখছে ইস্টবেঙ্গল।

ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি হিজাজি

Latest Videos

নতুন মরসুমে ইস্টবেঙ্গলের রক্ষণের প্রধান ভরসা হিজাজি। গত মরসুমে দলকে ভরসা দেন এই ডিফেন্ডার। এরপর তাঁর সঙ্গে নতুন করে ২ বছরের জন্য চুক্তি করেছে ইস্টবেঙ্গল। হিজাজিকে ধরে রাখায় ম্যানেজমেন্টের উপর খুশি ইস্টবেঙ্গল সমর্থকরা। হিজাজির পারফরম্যান্সে খুশি ইস্টবেঙ্গলের প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত। তাঁর আশা, নতুন মরসুমেও ভালো পারফরম্যান্স দেখাবেন হিজাজি

 

 

লাল-হলুদ সমর্থকদের বিশেষ বার্তা হিজাজির

ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যে হিজাজি বলেছেন, ‘আমার হৃদয়ে ইস্টবেঙ্গলের জন্য বিশেষ জায়গা রয়েছে। এই মহান ক্লাবের হয়ে খেলার সময় আমার অনেক অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। সমর্থকরা আমাকে কতটা ভালোবাসেন, সেটা আমি বুঝি। এর ফলে আমি সব ম্যাচেই নতুন করে প্রাণশক্তি পাই। আমি সবসময় সমর্থকদের খুশি করার চেষ্টা করি। জর্ডনের বাইরে আমার প্রথম ট্রফি জয় কলিঙ্গ সুপার কাপ। নতুন মরসুমে আমরা আরও সাফল্য চাই। কলকাতায় আসার জন্য আমার আর তর সইছে না।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Indian Football: প্রতিবাদে কড়া শাস্তি, রেফারি ভুল করলে কী হবে? জবাব আছে এআইএফএফ?

East Bengal: নতুন মরসুমেও ইস্টবেঙ্গলের অধিনায়ক ক্লেইটন, সহকারী মহেশ

Madih Talal: 'মাঝমাঠের রাজা' থাকতে চিন্তা কী! নতুন স্বপ্নে বুঁদ ইস্টবেঙ্গল

Share this article
click me!

Latest Videos

'রবিবার শ্যুটিং ছিল না তাই ছবি তুলতে এসেছিল' ঘাটালে গিয়ে দেবকে এক হাত নিলেন Suvendu Adhikari
বিজেপির থানা শুদ্ধিকরণ কর্মসূচীতে ধুন্ধুমার, ধস্তাধস্তি পুলিশকর্মীদের সঙ্গে | RG Kar protest
'কবে পাবো আর চাকরি!' রণক্ষেত্র করুণাময়ী! আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ | Upper Primary
তিহার জেল থেকে বেরলেন অনুব্রত মণ্ডল | Anubrata Mandal #shorts #anubratamandal #tiharjail
'এটা হাসপাতাল, নাকি বাবুর বাড়ির আম বাগান!' নামখানায় বিস্ফোরক মীনাক্ষী | Minakshi Mukherjee | RG Kar