সংক্ষিপ্ত

চলতি আইএসএল-এ দীর্ঘদিন জয় অধরা ছিল মহামেডান স্পোর্টিং ক্লাবের। তবে শনিবার অ্যাওয়ে ম্যাচে অসাধারণ লড়াই করে জয় ছিনিয়ে নিল সাদা-কালো ব্রিগেড।

১৩ নম্বরের সঙ্গে ২ নম্বরের লড়াই। শনিবার শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মহামেডান স্পোর্টিং ক্লাবকে বেঙ্গালুরু এফসি সহজেই হারিয়ে দেবে বলে ভেবেছিলেন অনেকে। কিন্তু ম্যাচের ফল হল উল্টো। বেঙ্গালুরুকে হারিয়ে চলতি আইএসএল-এ দ্বিতীয় জয় তুলে নিল মহামেডান স্পোর্টিং। একইসঙ্গে লিগ টেবলে সবার শেষে থাকার লজ্জাও এড়াতে সক্ষম হল সাদা-কালো ব্রিগেড। বেঙ্গালুরু এফসি-কে ১-০ হারিয়ে ১৫ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ১২ নম্বরে উঠে এল মহামেডান স্পোর্টিং ক্লাব। ৮৮ মিনিটে অসাধারণ ফ্রি-কিক থেকে গোল করেন মিরজালল কাসিমভ। তাঁর গোলেই চলতি আইএসএল-এ চতুর্থ ম্যাচে হেরে গেল বেঙ্গালুরু এফসি। এই হারের ফলে ১৫ ম্যাচ খেলে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল বেঙ্গালুরু এফসি। এদিন মহামেডান স্পোর্টিং জয় পাওয়ায় লিগ টেবলের শীর্ষে থাকা মোহনবাগান সুপার জায়ান্টের সুবিধা হল। এদিন বেঙ্গালুরু এফসি জয় পেলে পয়েন্টের ব্যবধান কমিয়ে ফেলত। কিন্তু তারা হেরে যাওয়ায় অনেকটা এগিয়ে গেল সবুজ-মেরুন ব্রিগেড।

মহামেডান স্পোর্টিংয়ের অসাধারণ লড়াই

পরপর ম্যাচ হেরে মহামেডান স্পোর্টিংয়ের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। অনেক চেষ্টা করেও কোনওভাবেই জয় আসছিল না। ফলে কোচ-ফুটবলারদের উপর চাপ বাড়ছিল। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানো কঠিন ছিল। কিন্তু জেতা ছাড়া অন্য কোনও পথও ছিল না। ঘুরে দাঁড়ানোর জন্য শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচই বেছে নিলেন কাসিমভরা। সারা ম্যাচে মহামেডান স্পোর্টিংয়ের বল পজেশন ছিল মাত্র ৩৪.২ শতাংশ। বেঙ্গালুরু এফসি অনেক বেশি বল পজেশন নিয়ে খেলার পাশাপাশি আক্রমণেও এগিয়েছিল। সারা ম্যাচে ২৬ বার ক্রস করেন বেঙ্গালুুরু এফসি-র ফুটবলাররা। সেখানে মাত্র ১০ বার ক্রস করেন মহামেডান স্পোর্টিংয়ের ফুটবলাররা। কিন্তু তা সত্ত্বেও জয় পেল মহামেডান স্পোর্টিং।

অক্সিজেন পেলেন আন্দ্রে চেরনিশভ

দল পরপর ম্যাচ হেরে যাওয়ায় মহামেডান স্পোর্টিংয়ের প্রধান কোচ আন্দ্রে চেরনিশভের উপর চাপ বাড়ছিল। তাঁকে ছাঁটাই করার দাবিও জানাচ্ছিলেন মহামেডান স্পোর্টিংয়ের কর্তারা। কিন্তু বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে দল জয় পাওয়ায় হয়তো আপাতত চেরনিশভ টিকে গেলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ইংরাজি নতুন বছরেও অসাধারণ ফর্ম অব্যাহত, গোল করে আল-নাসরকে জেতালেন রোনাল্ডো

রক্ষণের কঙ্কালসার দশা, দুরন্ত প্রত্যাবর্তনের পরেও মুম্বইয়ের বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের

জয় দিয়ে নতুন বছর শুরু, আইএসএল-এ পয়েন্ট তালিকার শীর্ষেই মোহনবাগান সুপার জায়ান্ট