সংক্ষিপ্ত

আইএসএল-এ রেফারিং নিয়ে বিতর্ক কিছুতেই থামছে না। শনিবারও রেফারির একাধিক সিদ্ধান্তে বিতর্ক তৈরি হল। তবে প্রিয় দল জয় পাওয়ায় মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকরা খুশি।

৭৭ মিনিটে জেমি ম্যাকলারেনের পরিবর্তে জেসন কামিংসকে মাঠে নামান মোহনবাগান সুপার জায়ান্টের প্রধান কোচ হোসে মলিনা। এই পরিবর্তনই ম্যাচের ফল গড়ে দিল। ৮৬ মিনিটে গ্রেগ স্টেওয়ার্টের কাছ থেকে বল পেয়ে ম্যাচের একমাত্র গোল করলেন কামিংস। শেষদিকে গোল হজম করার পর আর সমতা ফেরাতে পারল না চেন্নাইয়িন এফসি। অবশ্য পেনাল্টির জোরালো আবেদন করেছিলেন চেন্নাইয়ের ফুটবলাররা। কিন্তু রেফারি সেই আবেদনে সাড়া দেননি। তার আগে মোহনবাগান সুপার জায়ান্টও পেনাল্টির আবেদন জানিয়েছিল। কিন্তু সেই আবেদনও খারিজ করে দেন রেফারি। দুই দলই ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয়। ফলে বিতর্ক বাড়ছে।

ফের লিগ শীর্ষে সবুজ-মেরুন

শনিবার চেন্নাইয়িন এফসি-কে ১-০ হারিয়ে ফের আইএসএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। ৯ ম্যাচ খেলে কামিংসদের পয়েন্ট ২০। বেঙ্গালুরু এফসি-ও ৯ ম্যাচ খেলে ২০ পয়েন্ট পেয়েছে। তবে গোলপার্থক্যে এগিয়ে থাকায় শীর্ষে সবুজ-মেরুন ব্রিগেড। গতবারের চেয়েও এবার সবুজ-মেরুন ব্রিগেডের শক্তি বেশি। এই কারণেই কোনও ম্যাচে আটকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলেও, মুহূর্তের ব্যক্তিগত দক্ষতায় গোল তুলে নিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। এর ফলেই পরপর জয় আসছে।

স্টেওয়ার্টের অসাধারণ পারফরম্যান্স

শনিবার যে দুই ফুটবলারের যৌথ প্রয়াসে জয়ের গোল পেল মোহনবাগান সুপার জায়ান্ট, সেই দু'জনকেই প্রথম একাদশে রাখেননি মলিনা। ৭৭ মিনিটে মাঠে নামেন কামিংস। তারপর ৮৫ মিনিটে দিমিত্রিওস পেট্রাটসের পরিবর্তে মাঠে নামেন স্টেওয়ার্ট। তিনি মাঠে নেমেই পার্থক্য গড়ে দিলেন। ব্যক্তিগত দক্ষতাতেই জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। দলের প্রধান ফুটবলারদের এই পারফরম্যান্সই মলিনার সবচেয়ে বড় ভরসা। আইএসএল যত এগোচ্ছে ততই তাঁর দল নিয়ে চিন্তা কমছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বিশ্বজুড়ে ফুটবলারদের দল বদলের নিয়ম সংশোধন করছে ফিফা, সুবিধা পাবেন আনোয়ার আলি?

নায়ক 'গ্রিক গড', আলাদীনের আশ্চর্য প্রদীপ নিভিয়ে প্রথম জয় ইস্টবেঙ্গলের

আইএসএল-এ রেফারিং বিতর্ক এড়াতে ভিএআর-এর বিকল্প কী? অভিনব প্রস্তাব ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচের