অনুশীলন বন্ধ করে দিল কেরালা ব্লাস্টার্সও, আইএসএল না হলে অন্ধকারে ভারতীয় ফুটবল!

Published : Nov 11, 2025, 01:26 PM ISTUpdated : Nov 11, 2025, 01:44 PM IST
Kerala Blasters

সংক্ষিপ্ত

Indian Super League: চলতি মরসুমে আইএসএল হবে কি না, সে বিষয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে অনেক ফ্র্যাঞ্চাইজিও দলের কার্যকলাপ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ভারতের ক্লাব ফুটবলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।

DID YOU KNOW ?
বন্ধ হয়ে যাবে আইএসএল?
এবার আইএসএল হবে কি না ঠিক নেই। এই পরিস্থিতিতে অনেক দলের কার্যকলাপই বন্ধ হয়ে গিয়েছে। ফলে কোচ-ফুটবলাররা সমস্যায় পড়েছেন।

Indian Football: মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant), ওড়িশা এফসি-র (Odisha FC) পথে হেঁটে এবার অনুশীলন-সহ ফ্র্যাঞ্চাইজির যাবতীয় কার্যকলাপ বন্ধ করে দিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। আইএসএল (Indian Super League) নিয়ে অনিশ্চয়তার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। আইএসএল শুরু হওয়ার সম্ভাবনা তৈরি না হলে এই ফ্র্যাঞ্চাইজিগুলির কার্যকলাপ শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফরা যেমন হতাশ, তেমনই সমর্থকরাও প্রচণ্ড বিরক্ত। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation) যেভাবে চলছে, তাতে অদূর ভবিষ্যতে আইএসএল নিয়ে সমস্যা মেটার আশা দেখা যাচ্ছে না। ফলে চলতি মরসুমে আইএসএল হবে কি না, তা বলা যাচ্ছে না।

ভারতীয় ফুটবল নিয়ে বাড়ছে উদ্বেগ

কেরালা ব্লাস্টার্সের চিফ এগজিকিউটিভ অফিসার অভীক চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘আমাদের আশা ছিল, চলতি মাসের শুরুতেই নির্ধারিত সূচি অনুযায়ী আইএসএল-এর বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এখন ভারতীয় ফুটবলের জন্য অবিশ্বাস্য জটিল পরিস্থিতি। ক্লাবের পরিপ্রেক্ষিতে বলতে পারি. কোনও তথ্য ছাড়া কাজ চালিয়ে যাওয়া অতল গহ্বরে তাকিয়ে থাকার মতো বিষয়।’ অভীক স্পষ্ট করে দিয়েছেন, এআইএফএফ যদি আইএসএল-এর বিষয়ে কোনও ইতিবাচক ঘোষণা করতে না পারে, তাহলে কেরালা ব্লাস্টার্স দলের অনুশীলন শুরু হবে না।

মরসুমের শুরু থেকেই অনিশ্চয়তা

আগামী মাসে এফএসডিএল-এর (Football Sports Development Limited) সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এখনও আইএসএল-এর বিষয়ে কোনও নিশ্চয়তা দিতে পারেনি ফেডারেশন। এই কারণেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি অনুশীলন বন্ধ করে দিয়েছে। ফেডারেশনের আশ্বাসেই আইএসএল-এর দলগুলি সুপার কাপে (AIFF Super Cup 2025-26) যোগ দিতে সম্মত হয়। কিন্তু সুপার কাপও ভালোভাবে আয়োজন করতে পারছে না ফেডারেশন। গ্রুপ লিগের ম্যাচ শেষ হওয়ার প্রায় এক মাস পর হবে সেমি-ফাইনাল ও ফাইনাল। তারপর দলগুলি কী করবে, সে বিষয়ে কারও কোনও ধারণা নেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০১৪
২০১৪ সালে শুরু হয়েছে আইএসএল। এবার এই লিগ অনিশ্চিত।
২০১৪ সালে শুরু হয় আইএসএল। পরবর্তীকালে এই লিগই ভারতীয় ফুটবলের সেরা প্রতিযোগিতা হয়ে উঠেছে। কিন্তু এবার এই লিগ অনিশ্চিত।
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?
এআইএফএফ সুপার কাপ ২০২৫: পাঞ্জাব এফসি-কে ৩-১ উড়িয়ে ফাইনালে ইস্টবেঙ্গল