
East Bengal FC: ২৪ বছর পর সিকিম গোল্ড কাপে (Sikkim Gold Cup 2025) খেলছে ইস্টবেঙ্গল। এই টুর্নামেন্ট অল ইন্ডিয়া গভর্নর্স গোল্ড কাপ (All India Governor's Gold Cup) নামেও পরিচিত। এবার এই টুর্নামেন্টের ৪১-তম সংস্করণ। একসময় ভারতীয় ফুটবলের অন্যতম সেরা টুর্নামেন্ট ছিল এই গোল্ড কাপ। সারা ভারতের সেরা দলগুলি এই টুর্নামেন্টে খেলত। তবে আই লিগ (I-League) ও আইএসএল-এর (Indian Super League) দাপটে সিকিম গোল্ড কাপ গুরুত্ব হারায়। তবে এবার আইএসএল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) অনির্দিষ্টকালের জন্য অনুশীলন বন্ধ করে দিয়েছে। তবে সেই পথে হাঁটছে না ইস্টবেঙ্গল। সুপার কাপের (AIFF Super Cup 2025-26) সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে লাল-হলুদ ব্রিগেড। সেমি-ফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি (Punjab FC)। সেই ম্যাচের আগে ফুটবলারদের ছন্দে রাখার জন্যই সিকিমে দল পাঠাচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।
এবার সিকিম গোল্ড কাপে খেলছে মোট ১৬ দল। ইস্টবেঙ্গল ছাড়া খেলছে নর্থইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC), ইন্টার কাশী এফসি (Inter Kashi FC), রাজস্থান ইউনাইটেড এফসি (Rajasthan United FC), নেরোকা এফসি (NEROCA FC), ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC), সুদেভা দিল্লি এফসি (Sudeva Delhi FC), চার্চ বয়েজ এফসি (Church Boys FC), তিব্বত ন্যাশনাল ফুটবল এসোসিয়েশন টিম (Tibetan National Football Association), সার্ভিসেস ফুটবল টিম (Services football team), ব্রাদারহুড এফসি (Sikkim Brotherhood Football Club), সিকিম হিমালয়ান এসসি (Sikkim Himalayan SC), সিকিম ড্রাগনস এফসি (Sikkim Dragons FC), সিকিম পুলিশ ফুটবল টিম (Sikkim police football team), সিকিম আকরামান এসসি (Sikkim Aakraman SC) ও জিটিএ দার্জিলিং একাদশ (GTA Darjeeling Xi)।
১৬ নভেম্বর শুরু হচ্ছে সিকিম গোল্ড কাপ। ২৫ নভেম্বর কোয়ার্টার-ফাইনালে সরাসরি খেলবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে লাল-হলুদ ব্রিগেডের প্রতিপক্ষ অবশ্য এখনও ঠিক হয়নি। কোয়ার্টার-ফাইনালে জয় পেলে ২৭ নভেম্বর সেমি-ফাইনাল খেলবে ইস্টবেঙ্গল। ২৯ নভেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।