ISL FINAL: 'মোহনবাগান ফাইনালে, আর মাঠে যাব না?' বয়সকে তুড়ি মেরে উড়িয়ে বন্ধুদের কাঁধে ভর করেই সোজা গ্যালারিতে

Published : Apr 13, 2025, 02:46 AM IST
ISL FINAL

সংক্ষিপ্ত

ISL FINAL: মোহনবাগান (Mohun Bagan) মানেই যেন একটা আলাদা আবেগ। আর সেটাই আবারও প্রমাণ করল শনিবারের যুবভারতী।

ISL FINAL: কলকাতায় হাইভোল্টেজ ফাইনাল (ISL Final 2025)। স্বাভাবিকভাবেই উত্তেজনা ছিল তুঙ্গে। আর সবুজ মেরুন জনতার সেই উচ্ছ্বাসে শামিল ছিলেন ৮ থেকে ৮০ সকলেই।

 

 

আইএসএল-এর মেগা ফাইনালে (ISL 2024-25 Final) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার, মুখোমুখি হয়েছিল মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি (Mohun Bagan vs Bengaluru FC)। আর সেই হাইভোল্টেজ ফাইনালে বেঙ্গালুরুকে ২-১ গোলে হারিয়ে ট্রফি জয় সবুজ মেরুন ব্রিগেডের।

নিঃসন্দেহে আইএসএল শিল্ড জয়ের পর ট্রফিও এবার মোহনবাগানেরই আর্কাইভে। একটা দল ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে এসেছে এবং শেষ ম্যাচেও তাই। সবথেকে বড় বিষয়, দলের ম্যানেজমেন্ট। এককথায় দুরন্ত বললেও কি কম বলা হবে (ISL Mohun Bagan vs Bengaluru FC Live)?

আর যাদের ঘিরে এই ঐতিহাসিক ক্লাব, তারা হলেন সমর্থক। যাদের ভালোবাসায়, প্রত্যকদিনের নিষ্ঠায় এই ক্লাব বেঁচে আছে। রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে যারা রোজদিন মাঠে যান কিংবা ক্লাবকে ভালোবেসে ছুটি নিয়ে খেলা দেখতে ছোটেন! তাদের জন্যই যেন এই জয় ছিনিয়ে আনলেন শুভাশিসরা (Mohun Bagan vs Bengaluru FC Live Score)।

যুবভারতীর গর্জন যেন সেটাই বারবার বুঝিয়ে দিচ্ছিল। কামিংসের পেনাল্টি থেকে সমতা ফেরানো এবং অতিরিক্ত সময়ে জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে যেতেই গ্যালারির চিৎকার প্রমাণ দিল, তারাই ভারতসেরা। প্রিয় দল জয় পেতেই সবুজ মেরুন তারাবাতি জ্বালিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দিয়ে মোহন জনতার উচ্ছ্বাস দেখে তখন গায়ে কাঁটা দিতে বাধ্য (ISL 2024-25 Live)।

 

 

আক্ষরিক অর্থেই, সবুজ মেরুন স্বপ্নের ইতিহাস রচনা। আর নিজের প্রিয় দলের খেলা দেখতে এদিন হাজির হয়েছিলেন প্রচুর মানুষ। ৪ নম্বর গেটের লাইন দেখেই ফুটবলপ্রেমী জনতার প্যাশন সম্পর্কে যথেষ্ট আন্দাজ পাওয়া যাচ্ছিল। কেউ কেউ আবার অটোতে একদিকে ভারতের পতাকা এবং আরেকদিকে সবুজ মেরুন পতাকা লাগিয়েই হাজির (ISL 2024-25 Final Match)।

অনেকেই ম্যাটাডোর ভাড়া করে ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’ গান বাজাতে বাজাতে বাইপাস দিয়ে আসছিলেন। অনেক গাড়িতে আবার ‘আমাদের সূর্য মেরুন, নাড়ির যোগ সবুজ ঘাসে’ চলছিল। তবে শুধু তরুণ সমর্থকরাই নন। বয়সকে কার্যত, তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বালিগঞ্জ কিংবা উত্তর কলকাতা থেকেও হাজির হয়েছিলেন অনেকেই।

এমনকি, শারীরিক সমস্যা উপেক্ষা করে বন্ধুদের কাঁধে ভর করেই মাঠে হাজির এক বৃদ্ধ। ম্যাচের আগে তারা জানালেন, “মোহনবাগান ক্লাব আমাদের খুব প্রিয় ক্লাব। আমরা ১৯৬৯ সাল থেকে একসঙ্গে খেলা দেখছি। আমাদের কারও বয়স ৬৫ পেরিয়ে গেছে, কারও আবার ৭০। আমরা জিতব, ২ গোল দেবো। জয় মোহনবাগান।”

সত্যিই বাঙালির ফুটবলের প্রতি আবেগ যেন বয়সকেও হার মানায়। মনের জোর আর ভালোবাসা, কতদূর স্বপ্ন দেখাতে পারে? প্রমাণ দিল যুবভারতী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?