- Home
- Sports
- Football
- ISL 2024-25 FINAL: পারদ চড়ছে হাইভোল্টেজ ফাইনালের, কাদের দিকে থাকবে তীক্ষ্ণ নজর? মেগা আপডেট
ISL 2024-25 FINAL: পারদ চড়ছে হাইভোল্টেজ ফাইনালের, কাদের দিকে থাকবে তীক্ষ্ণ নজর? মেগা আপডেট
ISL 2024-25 FINAL: আইএসএল ফাইনালে (ISL 2024-25 Final) দুটি দলের কোন কোন ফুটবলার যে কোনও মুহূর্তে বদলে দিতে পারেন ম্যাচের রঙ?
- FB
- TW
- Linkdin
)
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা
তারপরই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে, আইএসএল-এর হাইভোল্টেজ ফাইনালে (ISL Final 2025) মুখোমুখি মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি (Mohun Bagan vs Bengaluru FC)। আর সেই ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
শনিবারের এই ফাইনাল ঘিরে টিকিটের চাহিদাও রীতিমতো আকাশছোঁয়া
সব টিকিট ইতিমধ্যেই শেষ (ISL Final Tickets)। কিন্তু এই ম্যাচে কোন কোন ফুটবলার পার্থক্য গড়ে দিতে পারেন? অর্থাৎ, কাদের দিকে নজর থাকবে এদিনের ম্যাচে (ISL 2024-25 Final Match)?
প্রথমেই আসা যাক সুনীল ছেত্রীর (Sunil Chhetri) কথায়
চলতি মরশুমে বেঙ্গালুরুর হয়ে তিনি ১৪টি গোল করেছেন এবং তাঁর নামের পাশে রয়েছে ২টি অ্যাসিস্ট (ISL Final 2025)।
অন্যদিকে, সবুজ মেরুনের প্রধান ভরসা জেমি ম্যাকলারেনের (Jamie Maclaren) কথা তো বলতেই হবে
ইতিমধ্যেই মোহনবাগানের (Mohun Bagan) হয়ে ১১টি গোল করে ফেলেছেন এই ফরোয়ার্ড। সেইসঙ্গে, ২টি অ্যাসিস্ট করেও দলকে সাহায্য করেছেন (ISL 2024-25 Live)।
এবার আসা যাক মোহনবাগানের ম্যাজিকাল বয়ের কথায়
আপুইয়া রালতে (Apuia Ralte)। যার ডান পায়ের জোরালো শট থেকে আসা জয়সূচক গোলের সুবাদেই ফাইনালে খেলতে নামছে সবুজ মেরুন ব্রিগেড। সেই আপুইয়ার নামের পাশে রয়েছে ৩১টি ইন্টারসেপশন এবং ৪৮টি অনবদ্য ট্যাকেল। যে কোনও মুহূর্তে ফাইনালে পার্থক্য গড়ে দিতে পারেন এই তরুণ ফুটবলারটি (ISL Mohun Bagan vs Bengaluru FC Live)।
সবুজ মেরুনের অন্যতম বড় ট্রাম্প কার্ড হতে পারেন জেসন কামিংস (Jason Cummings)
অসাধারণ দক্ষতা এবং দৌড়ের ক্ষিপ্রতাকে সঙ্গে করে জোরালো শটে গোল করতে পারেন এই ফুটবলারটি। চলতি মরশুমে ৬টি গোল এবং ৬টি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামের পাশে (Mohun Bagan vs Bengaluru FC ISL Final)।
মোহনবাগান রক্ষণের অন্যতম বড় ভরসার নাম আলবার্তো রডরিগেজ (Alberto Rodríguez)
এখনও পর্যন্ত ১৪টি ক্লিনশিট রেখেছেন এবং ১৩টি ট্যাকল জিতে নিয়েছেন তিনি (ISL LIVE)।
বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) তিন কাঠির নিচে নির্ভরযোগ্য প্রহরী
চলতি মরশুমে তাঁর নামের পাশে রয়েছে ৮টি ক্লিনশিট এবং ৭৮টি সেভ। নিঃসন্দেহে ফাইনালেও নজর কাড়তে পারেন গুরপ্রীত সিং সান্ধু (Gurpreet Singh Sandhu)।
বেঙ্গালুরু এফসি মাঝমাঠের বড় ভরসা তিনি
আলবার্তো নগুয়েরার (Alberto Noguera) ঝুলিতে ইতিমধ্যেই ৫টি গোল এবং ৪টি অ্যাসিস্ট রয়েছে। ফাইনালেও দলের অন্যতম বড় বড় ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন তিনি (Mohun Bagan vs Bengaluru FC Live Score)।
বেঙ্গালুরু ডিফেন্সে বেশ ভালো খেলছেন তিনি
চলতি মরশুমে ১০টি ক্লিনশিট রেখেছেন এবং ১৮টি ট্যাকল রয়েছে রাহুল ভেকের (Rahul Bheke) নামের পাশে।
এবার আসা যাক মোহনবাগান অধিনায়ক শুভাশিস বোসের (Subhasish Bose) কথায়
দলকে এগিয়ে নিয়ে চলেছেন এবং সেইসঙ্গে রক্ষণকেও জোরালোভাবেই ভরসা দিচ্ছেন। চলতি মরশুমে ১৩টি ক্লিনশিট এবং ৪৪টি ট্যাকল রয়েছে তাঁর ঝুলিতে (ISL 2024-25 Live)।তাই ফাইনালেও এই বঙ্গ তনয়ের দিকে চোখ থাকবে সকলের।
সবুজ মেরুনের শেষ প্রহরী বিশাল কেইথ (Vishal Kaith)
২৮ বছর বয়সী এই তরুণ গোলকিপারের নামের পাশে রয়েছে ১৫টি ক্লিনশিট এবং ২টি সেভ। সুতরাং, ফাইনালেও মোহনবাগানের অন্যতম বড় ভরসা তিনি। সবথেকে বড় বিষয় হল যে, টাইব্রেকারে পেনাল্টি সেভ করার দিক দিয়েও যথেষ্ট দক্ষ তিনি।
বেঙ্গালুর এফসির এই ফরোয়ার্ডটির দিকে চোখ রাখতেই হচ্ছে
পেরেরা দিয়াজ (Jorge Pereyra Díaz) চলতি মরশুমে এখনও পর্যন্ত ৩টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করেছেন।
দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)
বিপক্ষের বক্সে ঝড় তোলার জন্য এই নামটাই যথেষ্ট। মোহনবাগানের অন্যতম বড় ভরসা তিনি। চলতি মরশুমে ৪টি গোল এবং ৩টি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামের পাশে।
সবশেষে একজনের কথা বলতেই হয়
তিনি হলেন গ্রেগ স্টেওয়ার্ট (Greg Stewart)। যেন চুপচাপ দলের জন্য আসল কাজটি করে যান। যে কোনও মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। অতএব, ফাইনালে তো তাঁর দিকে নজর রাখতেই হচ্ছে। ইতিমধ্যেই ৩টি গোলও করে ফেলেছেন তিনি। সঙ্গে রয়েছে ৫টি অ্যাসিস্টও।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।