সংক্ষিপ্ত

ISL 2024-25 FINAL: যুবভারতীতে মহারণ। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই ফুটবল যুদ্ধ (MBSG vs BFC)।

ISL 2024-25 FINAL: আইএসএল-এর মেগা ফাইনালে (ISL 2024-25 Final Match) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার, মুখোমুখি মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি (Mohun Bagan vs Bengaluru FC)। আর সেই ম্যাচেই নামার আগে কলকাতার এক পাঁচতারা হোটেলে বিশেষ মিডিয়া সেশনে মুখোমুখি হলেন দুই ক্লাবের কোচ এবং মোহনবাগান (Mohun Bagan) অধিনায়ক শুভাশিস বোস (Subhasish Bose) ও বেঙ্গলুরু এফসি (Bengaluru FC) গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু (Gurpreet Singh Sandhu)।

 

 

আর সেখানে এসেই অকপট মোহনবাগান কোচ জোসে মোলিনা (Jose Molina)। তিনি পরিষ্কার জানালেন, “আমরা এখন শুধুমাত্র ফাইনালে ফোকাস করতে চাই। ফাইনাল ম্যাচে নিজেদের সেরাটা দিতে হবে। আগে কী হয়েছে, ভুলে যেতে চাই। সামনে শুধু ফাইনাল। বেঙ্গালুরুও ভালো দল। ওদের সমীহ করতেই হবে। কিন্তু তাই বলে আমাদের ছেলেরা বসে নেই। আমরা কোনও একজনের বিরুদ্ধে খেলব না। খেলব গোটা দলের বিরুদ্ধে। তাই নিজেদের সেরাটাই উজাড় করে দিতে হবে।”

 

 

অন্যদিকে, বাগান অধিনায়ক শুভাশিসের কথায়, “হ্যাঁ, অবশ্যই কঠিন ম্যাচ। কারণ, এটা ফাইনাল। তবে নিজেদের ঘরের মাঠে সমর্থকদের সামনে ফাইনাল খেলতে নামব, এটা ভেবে দারুণ লাগছে। আমরা নিজেদের ১০০% দিয়ে খেলব। তারা আমাদের প্রাণভরে সমর্থন করবে, বিশ্বাস আছে আমাদের। আমরা আত্মবিশ্বাসী। ফাইনালে খেলার আগে এটাই দরকার। আমরা এই নিয়ে টানা ৩ বছর ফাইনাল খেলছি। আর যারা কম ভুল করে, তারাই ম্যাচ জেতে। তাই আমাদের চেষ্টা থাকবে, আগামীকাল ফাইনালে যত কম ভুল করা যায় এবং সবচেয়ে ভালো পারফর্ম করতে চাই। আমরা জিততেই মাঠে নামব। গোটা দল হিসেবে আমরা পারফর্ম করব।”

এদিকে গুরপ্রীতের কথায়, “মোহনবাগান চলতি মরশুমে যথেষ্ট ভালো খেলেছে। কিন্তু আমরা আমাদের খেলায় ফোকাস করতে চাই। দল ফাইনালে জয়ের বিষয়ে আশাবাদী। আমাদের সেরা খেলাটা খেলতে পারলে, নিশ্চয়ই জিতব।”

বেঙ্গালুরু কোচ জেরার্ড জারাগোজার (Gerard Zaragoza) মতে, “ফাইনাল অন্য একটা ম্যাচ। আর সুনীল রোজ চেষ্টা করে যায়। ও সবসময় জিততে চায়। আর গোটা দলের মধ্যে সেই আত্মবিশ্বাসটা রয়েছে। কলকাতা তো আমাদের সেকেন্ড হোম। আমরা সবাই তৈরি ফাইনাল খেলার জন্য। ছেলেরা মোটিভেটেড পুরোপুরিভাবেই।”

অতএব, বলাই চলে যে, ফাইনাল ঘিরে রীতিমতো উত্তেজনা তুঙ্গে (ISL 2024-25 Live)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।