Kolkata Derby: ড্রয়ের কথা ভাবলে চলবে না, বার্তা কুয়াদ্রাতের, সমর্থকদের জন্য ডার্বি জিততে চান ক্লেইটন

রাত পোহালেই কলিঙ্গ সুপার কাপে কলকাতা ডার্বি। ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচ ঘিরে ভুবনেশ্বরে উত্তেজনা বাড়ছে। কলকাতা থেকে অনেক সমর্থক ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন।

Soumya Gangully | Published : Jan 18, 2024 10:50 AM IST / Updated: Jan 18 2024, 05:00 PM IST

বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মেঘলা আবহাওয়া। অনেক জায়গায় বৃষ্টিও হচ্ছে। ফলে শীতের মধ্যেই স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বেশিরভাগ মানুষ জবুথবু হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে বড় ম্যাচের উত্তাপে নিজেদের গরম করে নিচ্ছেন ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকরা। রাত পোহালেই যে মরসুমের তৃতীয় কলকাতা ডার্বি। ডুরান্ড কাপে একটি করে ম্যাচ জিতেছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। কলিঙ্গ সুপার কাপের ম্যাচ গ্রুপের হলেও, টুর্নামেন্টের ফর্ম্যাট ও পরিস্থিতির বিচারে কার্যত কোয়ার্টার ফাইনালে পরিণত হয়েছে। এই ম্যাচে যে দল জয় পাবে তারাই সেমি-ফাইনালে খেলবে। ফলে ম্যাচের গুরুত্ব বেড়ে গিয়েছে। কোচ-ফুটবলাররা জয়ের লক্ষ্যে তৈরি হচ্ছেন।

সমর্থকদের আবেগ ছুঁয়ে গিয়েছে কোচ-ফুটবলারদের

Latest Videos

শুক্রবারের ম্যাচের আগে শেষ সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গলের অধিনায়ক ক্লেইটন সিলভা বলেছেন, 'কলকাতা থেকে অনেকে এই ম্যাচ দেখতে আসছেন। তাঁদের কাছে এই ম্যাচের গুরুত্ব কতটা, সেটা আমরা জানি। তাঁদের জন্যই জেতার চেষ্টা করব।' ক্লেইটন আরও বললেন, 'আমরা টানা ৬ ম্যাচ অপরাজিত। আশা করি এই ম্যাচেও ভালো ফল হবে।' সেই সময় পাশ থেকে প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত বলে দিলেন, ‘আমরা টানা ৭ ম্যাচ অপরাজিত।’ শুক্রবারের ম্যাচ ড্র করলেই সেমি-ফাইনালে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল। তবে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়েই সেমি-ফাইনালে যেতে চাইছে ইস্টবেঙ্গল

ড্রয়ের জন্য খেলবে না ইস্টবেঙ্গল

এবারের কলিঙ্গ কাপে প্রথম ২ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের চেয়ে বেশি গোল করেছে ইস্টবেঙ্গল। ফলে শুক্রবার ড্র করলেই চলবে। তবে সাংবাদিক বৈঠকে কুয়াদ্রাত স্পষ্ট করে দিলেন, তাঁর দল ড্র করার জন্য মাঠে নামবে না। ক্লেইটনও জানিয়ে দিলেন, তাঁরা জয়ের লক্ষ্যেই মাঠে নামবেন। অনেকে জাতীয় দলে ফুটবলার চলে যাওয়া, চোটের কারণে মোহনবাগান সুপার জায়ান্টকে পিছিয়ে রাখছেন। তবে সেসব নিয়ে ভাবতে নারাজ ইস্টবেঙ্গল শিবির। কুয়াদ্রাত স্পষ্ট বলে দিলেন, জাতীয় দলে ডাক পেলে ফুটবলারদের যেতেই হবে। চোটও খেলার অঙ্গ। বিপক্ষ দলের অনেক ফুটবলারের না থাকা বা কোচ বদল নিয়ে ভাবার বদলে নিজেদের রণকৌশল ঠিক করে জয়ের লক্ষ্যে ঝাঁপাতে চাইছে ইস্টবেঙ্গল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Kolkata Derby: কলিঙ্গ সুপার কাপে কলকাতা ডার্বির টিকিট কীভাবে পাবেন?

East Bengal: শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে সহজ জয়, কলকাতা ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল

Kalinga Super Cup: ইস্টবেঙ্গলে আসছেন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার যুব দলে খেলা ইয়াগো ফালকে সিলভা?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচার শুভেন্দুর, দেখুন সরাসরি
'বারবার কেন হিন্দুদের উপর আক্রমণ?' জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে গর্জে উঠে যা বললেন শুভেন্দু
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার মাসাই জাতির গল্প! অনন্য থিমে নজর কাড়লো শীতলা তলা জগদ্ধাত্রী পুজো
বাঁকুড়ার তালডাংরায় নির্বাচনী প্রচারে তৃণমূলকে ঝাঁজাল আক্রমণ সুকান্তর, দেখুন কী বললেন | Sukanta M
সিসিটিভি ক্যামেরা ভেঙে হিন্দুদের উপর আক্রমণ বাংলাদেশের সেনা ও পুলিশের, গর্জে উঠলেন শুভেন্দু