সংক্ষিপ্ত
কলিঙ্গ সুপার কাপে গ্রুপ এ-র শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। ভুবনেশ্বের কলকাতা ডার্বি হলেও, কলকাতায় ইতিমধ্যেই উত্তেজনা শুরু হয়ে গিয়েছে।
২০১০ সালে ওড়িশার কটকের বারাবটি স্টেডিয়ামে ফেডারেশন কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল-মোহনবাগান। সেই ম্যাচে ভাসুমের গোলে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। ১৪ বছর পর সেই ওড়িশারই ভুবনেশ্বরে কলিঙ্গ সুপার কাপে গ্রুপের ম্যাচে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্টের লড়াই হতে চলেছে। এই ম্যাচ ঘিরে ২ দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা চড়ছে। কলিঙ্গ সুপার কাপের আয়োজকরা শুধু কলকাতা ডার্বি, ওড়িশা এফসি-র সব ম্যাচ এবং সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য টিকিটের ব্যবস্থা করেছেন। বাকি সব ম্যাচই বিনামূল্যে দেখা যাচ্ছে। ফলে কলকাতা থেকে যাঁরা ভুবনেশ্বরে কলকাত ডার্বি দেখতে যাচ্ছেন, তাঁদের টিকিট পাওয়ার ব্যবস্থা জেনে নেওয়া ভালো।
কীভাবে পাবেন বড় ম্যাচের টিকিট?
কলকাতা ডার্বি হতে চলেছে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামের মূল মাঠে। টিকিট বুক করার জন্য https://in.ticketgenie.in/Events/Kalinga-Super-Cup-2024 ওয়েবসাইট দেখতে হবে। এখানে ওড়িশা এফসি-র ম্যাচ, ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচ, ২টি সেমি-ফাইনাল ও ফাইনালের টিকিট পাওয়া যাচ্ছে। যে ম্যাচের টিকিট বুক করতে চান, সেই ম্যাচের ছবির উপর ক্লিক করতে হবে। এরপর মোট কতগুলি টিকিট নিতে চাইছেন, সেই অপশনে যেতে হবে। তারপর 'বাই টিকিট' অপশনে ক্লিক করতে হবে। এরপর পুরো নাম, মোবাইল ফোন নম্বর, ই-মেইল আইডি দিতে হবে এবং অনলাইনে টিকিটের দাম দিতে হবে। টিকিটের মূল দামের সঙ্গে কর হিসেবে অতিরিক্ত ৬ টাকা করে দিতে হচ্ছে। ইস্টবেঙ্গল সমর্থকদের বসার ব্যবস্থা করা হয়েছে গ্যালারির দক্ষিণ দিকে। মোহনবাগান সমর্থকদের বসার ব্যবস্থা করা হয়েছে পূর্ব দিকের গ্যালারিতে। গ্যালারির এই দুই দিকের টিকিটের মূল দাম ১০০ টাকা করে। উত্তর দিকের গ্যালারিতে সাধারণ দর্শকদের বসার ব্যবস্থা করা হয়েছে। এই গ্যালারির টিকিটের দামও রাখা হয়েছে ১০০ টাকা। গ্যালারির উত্তর-পশ্চিম অংশের টিকিটের দাম রাখা হয়েছে ২০০ টাকা। অনলাইনে টিকিট বুক করার পর ১৮ জানুয়ারি থেকে কলিঙ্গ স্টেডিয়ামে পাওয়া যাবে টিকিট। বুকিংয়ের প্রমাণ দেখালেই টিকিট পাওয়া যাবে।
গ্যালারিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ
ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের গ্যালারির আলাদা দিকে বসার ব্যবস্থা করা হলেও, যেখানে সাধারণ দর্শকদের বসার ব্যবস্থা করা হয়েছে, সেখানে ২ দলের সমর্থকরাও থাকবেন। সেখানেই বচসা, হাতাহাতির আশঙ্কা করা হচ্ছে। ২০১৮ সালে সুপার কাপ ফাইনালে এই গ্যালারিতেই ইস্টবেঙ্গল ও বেঙ্গালুরু এফসি-র সমর্থকদের মধ্যে মারপিট হয়েছিল। এবার যদি ভুবনেশ্বরের পুলিশ সতর্ক না থাকে, তাহলে ফের গোলমাল হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
East Bengal: শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে সহজ জয়, কলকাতা ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল
Real Madrid Vs Barcelona: ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিক, বার্সেলোনাকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ