Kolkata Derby: কোচ হিসেবে প্রথম কলকাতা ডার্বি জয়ই লক্ষ্য, দলকে তৈরি করছেন ক্লিফোর্ড মিরান্ডা

Published : Jan 18, 2024, 05:34 PM ISTUpdated : Jan 18, 2024, 06:01 PM IST
Mohun Bagan Super Giant

সংক্ষিপ্ত

গত কয়েক বছরে কলকাতা ডার্বিতে সবুজ-মেরুনের নিরঙ্কুশ প্রাধান্য দেখা গিয়েছে। চলতি মরসুমে কলকাতা ডার্বির ফল ১-১। শুক্রবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মরসুমের তৃতীয় কলকাতা ডার্বি।

প্রধান কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস স্পেন থেকে এসে দলে যোগ দিয়েছেন। তাঁকে অনুশীলনেও দেখা গিয়েছে। তবে শুক্রবার কলকাতা ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ক্লিফোর্ড মিরান্ডাই। তাঁর কোচিংয়ে শ্রীনিধি ডেকান ও হায়দরাবাদ এফসি-কে হারিয়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবারই প্রথম কলকাতা ডার্বিতে প্রধান কোচের ভূমিকায় থাকছেন ক্লিফোর্ড। প্রথম কলকাতা ডার্বি স্মরণীয় করে রাখাই তাঁর লক্ষ্য। বেশিরভাগ ভারতীয় ফুটবলারকেই পাচ্ছেন না ক্লিফোর্ড। তবে তিনি ৬ জন বিদেশি ফুটবলারকেই পাচ্ছেন। জেসন কামিংস, আর্মান্দো সাদিকু, দিমিত্রি পেট্রাটস, হুগো বুমোসদের নিয়েই কলকাতা ডার্বি জয়ের পরিকল্পনা করছেন মোহনবাগান সুপার জায়ান্টের কোচ।

কলকাতা ডার্বির জন্য তৈরি হচ্ছে সবুজ-মেরুন

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ক্লিফোর্ড বলেছেন, ‘এটাই আমার প্রথম কলকাতা ডার্বি। সেই কারণে আমি উত্তেজিত। তবে আমরা কেমন অনুভব করছি, তার উপরেই আমাদের উপর চাপ নির্ভর করছে। আমার কাছে এটা অন্য ম্যাচের মতোই। আমাকে কোচ হিসেবে নিজের কাজ ঠিকমতো করতে হবে। খেলোয়াড়দেরও নিজেদের কাজ ঠিতমতো করতে হবে। আমাদের দলের সবাই থাকলে ভালো হত। তবে যারা এই ম্যাচ খেলবে, তারা নিজেদের ১০০ শতাংশ দিতে তৈরি।’

নতুন বছরের প্রথম কলকাতা ডার্বি জিততে চান ব্রেন্ডন হ্যামিল

সবুজ-মেরুনের অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল বলেছেন, ‘আমাদের দৃষ্টিভঙ্গি থেকে এই ম্যাচ খেলতে ভালোবাসি। এই ম্যাচ খেলার জন্য আলাদা করে অনুপ্রেরণা দরকার হয় না। আমি সৌভাগ্যবান যে কয়েকবার ডার্বি খেলার সুযোগ পেয়েছি। সমর্থকদের কাছে এই ম্যাচ কী, সেটা আমি জানি। এই ম্যাচ অত্যন্ত উত্তেজক। এটা নতুন বছরের প্রথম কলকাতা ডার্বি। আমাদের খেতাব জিতে এশিয়া স্তরের প্রতিযোগিতার যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে। সেই কারণেই আমরা জিততে চাই।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Kolkata Derby: ড্রয়ের কথা ভাবলে চলবে না, বার্তা কুয়াদ্রাতের, সমর্থকদের জন্য ডার্বি জিততে চান ক্লেইটন

Kolkata Derby: কলিঙ্গ সুপার কাপে কলকাতা ডার্বির টিকিট কীভাবে পাবেন?

Mohun Bagan Super Giant: হায়দরাবাদের বিরুদ্ধে শেষমুহূর্তে ঝলক, কলিঙ্গ সুপার কাপে দ্বিতীয় জয় মোহনবাগানের

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?