রবিবার শুরু হল এবারের কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের লড়াই। প্রথম ম্যাচে সাদার্ন সমিতিকে সহজেই হারিয়ে দিল ডায়মন্ড হারবার এফসি। বড় দলগুলি মাঠে নামলে লিগের উত্তেজনা বাড়বে।
কলকাতা প্রিমিয়ার ডিভিশনের প্রথম ম্যাচে সাদার্ন সমিতিকে সহজেই ২-০ হারিয়ে দিল ডায়মন্ড হারবার এফসি। রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে এই ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। এরপর ৬৫ মিনিটে প্রথম গোল করেন সুপ্রতীপ বারুই। ৩ মিনিট পরেই ব্যবধান বাড়ান সুপ্রিয় পণ্ডিত। সাদার্ন সমিতি গোলের খুব বেশি সুযোগ পায়নি। নবি হুসেন খান, রাজেশ রাজভররা খুব বেশি লড়াই করতে পারেননি। বরং অভিষেক দাস, সৌরভ দাসরা অনেক ভালো পারফরম্যান্স দেখালেন। এবারের কলকাতা লিগে কোনও দলেই বিদেশি ফুটবলার নেই। ফলে স্থানীয় ফুটবলাররা নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাচ্ছেন। জুনিয়র ফুটবলারদের কাছে কলকাতা লিগ নিজেদের প্রমাণ করার মঞ্চ। কলকাতা লিগে ভালো পারফরম্যান্স দেখিয়ে আইএসএল-এর দলগুলিতে সুযোগ পাওয়াই তরুণ ফুটবলারদের লক্ষ্য।
এবারের কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে বড় দলগুলির ম্যাচ শুরু হচ্ছে জুলাইয়ে। বড় দলগুলির মধ্যে সবার আগে মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। ৫ জুলাই বিকেল সাড়ে ৩টেয় নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে পাঠচক্রর মুখোমুখি হচ্ছে সবুজ-মেরুন। ৬ জুলাই বিকেল সাড়ে ৩টেয় নিজেদের মাঠে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মুখোমুখি হচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব। কলকাতা লিগের সফলতম দল ইস্টবেঙ্গল ক্লাব প্রথম ম্যাচ খেলতে নামছে ১০ জুলাই। সেদিন বিকেল সাড়ে ৩টেয় নিজেদের মাঠে পশ্চিমবঙ্গ পুলিশ স্পোর্টস ক্লাবের মুখোমুখি হচ্ছে লাল-হলুদ।
কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে মোহনবাগানের দ্বিতীয় ম্যাচ ১২ জুলাই। ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে টালিগঞ্জ অগ্রগামীর মুখোমুখি হবে মোহনবাগান। এই ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৩টেয়। মহামেডান স্পোর্টিং ক্লাব দ্বিতীয় ম্যাচ খেলবে ১২ জুলাই। সেদিন বিকেল সাড়ে ৩টেয় নিজেদের মাঠে ক্যালকাটা ফুটবল ক্লাবের মুখোমুখি হবে সাদা-কালো ব্রিগেড। ১৩ জুলাই বিকেল সাড়ে ৩টেয় নিজেদের মাঠে রেনবো অ্যাথলেটিক ক্লাবের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।
আট বা ন'য়ের দশকে কলকাতা লিগ ছিল ২০ দলের। সেই সময় ডাবল-লেগ হত। ফলে লিগের উত্তেজনা অনেক বেশি ছিল। সব দলকেই ৩৮টি করে ম্যাচ খেলতে হত। গত মরসুমে কলকাতা লিগে বড় দলগুলি অল্প কয়েকটি ম্যাচ খেলেছিল। তবে এবার লিগের ফর্ম্যাট বদল করা হয়েছে। ফলে ম্যাচের সংখ্যা বেড়ে গিয়েছে। ইস্টবেঙ্গল ও মোহনবাগান মূলত তরুণ ফুটবলারদের নিয়েই কলকাতা লিগে খেলবে। ফলে তরুণ ফুটবলাররা নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছেন। কলকাতা লিগে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে আইএসএল-এ খেলার সুযোগ পেতে পারেন তরুণরা।
আরও পড়ুন-
২ বছরের চুক্তি, আলবানিয়ার হয়ে ইউরো কাপে গোল করা আর্মান্দো সাদিকুকে সই করাল মোহনবাগান
নেপালের বিরুদ্ধে ২-০ জয়, সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে ভারতীয় দল
Indian Football: লেবাননের বিরুদ্ধে ২-০ জয়, ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন ভারত