'আশা করি সাফল্য পাওয়া সবে শুরু হল,' ইন্টার মায়ামিকে প্রথম ট্রফি জিতিয়ে বার্তা মেসির

ইন্টার মায়ামিকে বদলে দিয়েছেন লিওনেল মেসি। ৩ দশকেরও বেশ সময় আগে ঠিক যেভাবে প্রয়াত দিয়েগো মারাদোনা ইটালির অখ্যাত ক্লাব নাপোলিকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিলেন, ইন্টার মায়ামিকেও একইভাবে সাফল্য এনে দেওয়া শুরু করলেন মেসি।

Soumya Gangully | Published : Aug 20, 2023 6:17 PM / Updated: Aug 20 2023, 08:08 PM IST
110
লিগস কাপ দিয়ে সাফল্যের শুরু, ইন্টার মায়ামিকে আরও ট্রফি জেতাতে চান লিওনেল মেসি

ইন্টার মায়ামিকে প্রথম ট্রফি জেতানোর পর সোশ্যাল মিডিয়ায় লিওনেল মেসি লিখেছেন, 'চ্যাম্পিয়ন। ক্লাবের ইতিহাসে প্রথম খেতাব জিততে পেরে খুব খুশি হয়েছি। সবার কঠোর পরিশ্রম ও দায়বদ্ধতাই এটা সম্ভব করল। আশা করি এটা সবে শুরু হল। এগিয়ে চলো ইন্টার মায়ামি।' 

210
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে পা রেখেই সাড়া ফেলে দিয়েছেন লিওনেল মেসি

ইন্টার মায়ামির হয়ে এখনও পর্যন্ত ৭ ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। এরই মধ্যে তিনি ১০ গোল করে ফেলেছেন। লিগস কাপ ফাইনালেও গোল করেন ইন্টার মায়ামির অধিনায়ক।

310
শুধু অসাধারণ পারফরম্যান্সেই নয়, আচরণেও সতীর্থদের মন জয় করে নিচ্ছেন লিওনেল মেসি

লিগস কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি নিতে যাওয়ার সময় ইন্টার মায়ামির প্রাক্তন অধিনায়ক দিআন্দ্রে ইয়েডলিনকে অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে দেন লিওনেল মেসি। তাঁরা একসঙ্গে ট্রফি নেন।

410
ইন্টার মায়ামির হয়ে মনের আনন্দে খেলছেন, সাফল্য পাচ্ছেন লিওনেল মেসি

লিওনেল মেসি জানিয়েছেন, প্যারিস সাঁ-জা-য় তিনি যেতে চাননি। পিএসজি-তে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল না। কিন্তু ইন্টার মায়ামিতে যোগ দিয়ে তিনি খুশি।

510
লিওনেল মেসির জন্যই সারা বিশ্বে ইন্টার মায়ামির সমর্থক তৈরি হয়ে গিয়েছে

লিওনেল মেসি যোগ দেওয়ার পর থেকেই হুহু করে বাড়ছে ইন্টার মায়ামির জনপ্রিয়তা। প্রথম ট্রফি জেতার পর এই ক্লাব এখন সারা বিশ্বে অন্যতম জনপ্রিয়।

610
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে যোগ দিয়ে প্রথম টুর্নামেন্টেই সেরা নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি

৭ ম্যাচে ১০ গোল করে ইন্টার মায়ামিকে লিগস কাপ চ্যাম্পিয়ন করেছেন লিওনেল মেসি। তিনিই এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

710
ইন্টার মায়ামিকে লিগস কাপ জেতানোর পর লিওনেল মেসির এবার লক্ষ্য মেজর লিগ সকার

মেজর লিগ সকারে এখনও কোনও ম্যাচ খেলেননি লিওনেল মেসি। তাঁর দল লিগ টেবলে সবার শেষে। সেখান থেকে দলকে উপরে নিয়ে যাওয়াই মেসির লক্ষ্য।

810
ফুটবলের ইতিহাসে একজন খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ট্রফি জয়ের রেকর্ড লিওনেল মেসির

লিওনেল মেসির বর্ণময় কেরিয়ারে লিগস কাপ ৪৪-তম খেতাব। অন্য কোনও ফুটবলার এতগুলি ট্রফি জিততে পারেননি। সবাইকে ছাপিয়ে গেলেন মেসি।

910
ইন্টার মায়ামিতে লিওনেল মেসির সাফল্যে খুশি অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্যাম

লিওনেল মেসিকে ইন্টার মায়ামিতে নিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রয়েছে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যামের। স্বভাবতই মেসির পারফরম্যান্সে তৃপ্ত বেকহ্যাম।

1010
ইন্টার মায়ামির হয়ে খেলেই ক্লাব ফুটবল কেরিয়ার শেষ করতে পারেন লিওনেল মেসি

লিওনেল মেসি বুঝিয়ে দিয়েছেন, তিনি ইন্টার মায়ামির হয়ে খেলা উপভোগ করছেন। ফলে কেরিয়ারের বাকি সময়টা এই ক্লাবেই কাটাতে পারেন আর্জেন্টিনার মহাতারকা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos