আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির অনুরাগী সারা বিশ্বে। মেসিকে নিয়ে ভক্তদের আবেগ-উন্মাদনাও সারা বিশ্বে দেখা যায়। শনিবার মেসির জন্মদিনেও সেই উন্মাদনা দেখা যায়।
মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির সঙ্গে এখনও সরকারিভাবে চুক্তিবদ্ধ হননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তিনি ২১ জুলাই নতুন ক্লাবের হয়ে প্রথম ম্যাচ খেলবেন বলে জানা গিয়েছে। কিন্তু মেসির এক অনুরাগীর কাছে সেই খবর ছিল না। তিনি আশা করেছিলেন, শনিবার জন্মদিনেই ইন্টার মায়ামির হয়ে খেলবেন মেসি। কিন্তু সেদিন নিজের শহর রোজারিওতে ছোটবেলার ক্লাব নেওয়েলস ওল্ড বয়েজের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে প্রদর্শনী ম্যাচ খেলেন মেসি। সেই ম্যাচে তিনি হ্যাটট্রিকও করেন। তাঁর দল জেতে ৭-৫ গোলে। ফলে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও ইন্টার মায়ামির ম্যাচ দেখতে গিয়ে হতাশ হন মেসির অনুরাগী। তিনি স্টেডিয়ামে হতাশ হয়ে দাঁড়িয়েছিলেন। মেসির এই অনুরাগীর হাতে একটি পোস্টার ছিল। সেখানে লেখা ছিল, 'আমি বিশ্ব ফুটবলের সর্বকালের সেরাকে দেখতে ১,২০০ কিলোমিটার পাড়ি দিয়েছি।' ফিলাডেলফিয়া ইউনিয়নের ট্যুইটার হ্যান্ডলে মেসির এই অনুরাগীর ভিডিও শেয়ার করা হয়েছে।
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে এই ম্যাচে বড় ব্যবধানে হেরে গিয়েছে ইন্টার মায়ামি। সহজেই ৪-১ গোলে জয় পেয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। টানা ৭ ম্যাচে হেরে গেল ইন্টার মায়ামি। ফলে এই ক্লাবের ম্যানেজমেন্ট ও সমর্থকরা মেসির মাঠে নামার অপেক্ষায়। তাঁদের আশা, পরিস্থিতি বদলে দেবেন মেসি। তিনি খেলা শুরু করলেই দল জিতবে।
ইন্টার মায়ামির বিরুদ্ধে এই ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় ফিলাডেলফিয়া ইউনিয়ন। ১৪ মিনিটে কাই ওয়াগনারের কর্নার কিক থেকে হেডে মরসুমের প্রথম গোল করেন জ্যাকব গ্লেজনেজ। ৩৯ মিনিটে ব্যবধান বাড়ায় ফিলাডেলফিয়া ইউনিয়ন। এবার গোল করেন জুলিয়ান ক্যারানজা। তিনি চলতি মরসুমে ১০ গোল করে ফেললেন। প্রথমার্ধের সংযোজিত সময়ে ব্যবধান বাড়ান লিয়ন ফ্ল্যাচ। ম্যাচের ৫০ মিনিটের মাথায় ইন্টার মায়ামির হয়ে ব্যবধান কমান রবার্ট টেলর। কিন্তু ৬৮ মিনিটে রুইজ আত্মঘাতী গোল করে বসায় ইন্টার মায়ামির ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায়।
মেজর লিগ সকারে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে ফিলাডেলফিয়া কনফারেন্স। সবার শেষে ইন্টার মায়ামি। ফলে মেসির সামনে নতুন চ্যালেঞ্জ। তিনি এত বছর ধরে যে ক্লাবগুলির হয়ে খেলেছেন, সেই ক্লাবগুলি সবসময় চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করত। এবার মেসি যে ক্লাবের হয়ে খেলবেন, সেই ক্লাব লিগ টেবলে সবার শেষে। মেসি ছাড়া দলে আর কোনও তারকা নেই। ফলে মেসিকেই সেরা পারফরম্যান্স দেখিয়ে দলকে লিগ টেবলে উপরের দিকে নিয়ে যেতে হবে।
আরও পড়ুন-
ফুটবল থেকে অবসর নেওয়ার সময় সব স্মৃতি মনে থাকবে, জানালেন লিওনেল মেসি
৩৬ বছর পূর্ণ করলেন লিওনেল মেসি, সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের শুভেচ্ছা বাঁ পায়ের জাদুকরকে
Indian Football: লেবাননের বিরুদ্ধে ২-০ জয়, ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন ভারত