- Home
- Sports
- Other Sports
- লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নতুন বছরে অবসরের তালিকায় বিশ্বের সেরা তারকারা!
লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নতুন বছরে অবসরের তালিকায় বিশ্বের সেরা তারকারা!
Lionel Messi-Cristiano Ronaldo: নতুন ইংরাজি বছর ২০২৬-এ বিশ্বজুড়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে। বিশ্বের সেরা তারকারা এই সব টুর্নামেন্টে খেলতে ব্যস্ত থাকবেন। এরই মধ্যে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে।

রজার ফেডেরার, রাফায়েল নাদাল আগেই সরে গিয়েছেন, এবার নোভাক জকোভিচেরও অবসর?
নতুন বছরে অবসর নেবেন নোভাক জকোভিচ?
পুরুষদের টেনিসে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় নোভাক জকোভিচ। একসময় রজার ফেডেরার ও রাফায়েল নাদালের সঙ্গে জকোভিচের লড়াই যে কোনও গ্র্যান্ডস্ল্যাম বা এটিপি টুর্নামেন্টের সেরা আকর্ষণ ছিল। এই তিনজনের মধ্যে সবার আগে অবসর নিয়েছেন ফেডেরার। তারপর সরে গিয়েছেন নাদাল। এবার ২০২৬ সালে জকোভিচও অবসর নিতে পারেন বলে জল্পনা চলছে।
KNOW
২০২৬ সালে বিশ্বকাপের পরেই কি আন্তর্জাতিক ফুটবল থেকে সরে যাবেন লিওনেল মেসি?
বিশ্বকাপের পরেই অবসর মেসির?
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি একাধিকবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেও, তারপর আবার জাতীয় দলের হয়ে খেলতে নেমেছেন। তবে ২০২৬ সালে বিশ্বকাপে খেলার পর তিনি সত্যিই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারেন। ২০২২ সালে বিশ্বকাপ জেতার পরেই মেসি জানিয়েছিলেন, তিনি আর আর্জেন্টিনার হয়ে খেলতে চান না। তবে এবারের বিশ্বকাপেও তিনি খেলছেন।
লিওনেল মেসির সঙ্গেই কি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর?
২০২৬ সালেই অবসর রোনাল্ডোর
লিওনেল মেসির মতোই তাঁর প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও ২০২৬ সালের বিশ্বকাপে খেলার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারেন বলে জল্পনা চলছে। তবে রোনাল্ডো এখনও বিশ্বকাপ জিততে পারেনি। তিনি ১,০০০ গোলও করতে চান। এই দুই লক্ষ্যপূরণ না করে এই তারকা অবসর নিলে তা অত্যন্ত হতাশাজনক হবে। বিশ্বকাপ জিততে না পারলে মেসির চেয়ে পিছিয়ে থাকবেন রোনাল্ডো। তবে মোট গোলের সংখ্যায় তিনি এগিয়ে।
২০২৬ সালের আইপিএল শুরু হওয়ার আগে ফের মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে জল্পনা
ফের ধোনির অবসর নিয়ে জল্পনা
গত কয়েক বছরের মতো এবারও আইপিএল শুরু হওয়ার আগে মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে। এবারও চেন্নাই সুপার কিংসের প্রধান ভরসা ধোনি। তবে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে দলে নিয়েছে সিএসকে। ধোনির মতোই উইকেটকিপার-ব্যাটার সঞ্জু। তিনি রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন। এই পদক্ষেপেই জল্পনা শুরু হয়েছে, হয়তো ধোনির অবসর-পরবর্তী অধ্যায়ে দল পরিচালনার পরিকল্পনা শুরু করে দিয়েছে সিএসকে ম্যানেজমেন্ট।
ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক হরমনপ্রীত কউরও ২০২৬ সালে অবসর নেবেন?
বিশ্বকাপ জয়ের পরেই হরমনপ্রীতের অবসর?
হরমনপ্রীত কউরের নেতৃত্বে ভারতের সিনিয়র মহিলা ক্রিকেট দল প্রথমবার যে কোনও ফর্ম্যাটে বিশ্বকাপ জিতেছে। চলতি বছরের মাঝামাঝি সময়ে মহিলাদের টি-২০ বিশ্বকাপ হতে চলেছে। সেই টুর্নামেন্টেও ভারতীয় দলের অধিনায়ক হিসেবে খেলবেন হরমনপ্রীত। তারপরেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন জল্পনা শুরু হয়েছে।
২০২৬ সালেই কি সরকারিভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাবেন শাকিব আল-হাসান?
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর শাকিবের?
২০২৪ সালে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই জাতীয় দলে অনিয়মিত শাকিব আল-হাসান। এই অলরাউন্ডার এখন আর বাংলাদেশে থাকেন না। তিনি টি-২০ বিশ্বকাপে খেলবেন কি না তা এখনও স্পষ্ট নয়। বাংলাদেশ দলে যে তিনি ব্রাত্য হয়ে পড়েছেন, তা বুঝতে পারছেন শাকিব। এই কারণেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।

