Lionel Messi: কয়েকদিন আগেই ভারত সফরে এসেছিলেন লিওনেল মেসি। কলকাতায় (Kolkata) তাঁর অভিজ্ঞতা ভালো ছিল না। তবে অন্য শহরগুলিতে তাঁকে সুন্দরভাবে আপ্যায়ন করা হয়। ফলে খুশিমনেই এদেশ ছাড়েন তিনি। কিন্তু কয়েকদিনের মধ্যেই তাঁর পরিবারে নেমে এল বিপর্যয়।

DID YOU
KNOW
?
মেসির বোনের দুর্ঘটনা
মায়ামিতে গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হয়েছেন লিওনেল মেসির বোন মারিয়া সল মেসি। তিনি মারাত্মক আঘাত পেয়েছেন।

Maria Sol Messi: মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) মায়ামিতে (Miami) গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হলেন লিওনেল মেসির (Lionel Messi) বোন মারিয়া সল মেসি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন ইংরাজি বছরের প্রথম মাসের শুরুতেই তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু আপাতত বিয়ে স্থগিত করে দেওয়া হয়েছে। আর্জেন্টিনার (Argentina) সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মারিয়ার শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। তাঁর শিরদাঁড়া ভেঙে গিয়েছে, গোড়ালি ও কবজি ভেঙে গিয়েছে এবং পুড়েও গিয়েছে। আর্জেন্টিনার সাংবাদিক অ্যাঞ্জেল ডে ব্রিটো জানিয়েছেন, মেসি ও মারিয়ার মা সেলিয়া কাচিত্তিনি জানিয়েছেন, তাঁর মেয়ে এখন বিপদমুক্ত। তবে তাঁকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার জন্য বেশ কিছুদিন রিহ্যাবে থাকতে হবে। এই কারণেই বিয়ে স্থগিত করে দেওয়া হয়েছে।

মেসির পরিবারে উদ্বেগ

মারিয়া বিপদমুক্ত হলেও, পরিবারের উদ্বেগ কাটছে না। অ্যাঞ্জেল জানিয়েছেন, মেসি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মারিয়া এখনও হাসপাতালে থাকলেও, তাঁর বিপদ কেটে গিয়েছে। ৩ জানুয়ারি রোজারিতেও (Rosario) তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু এখন তাঁর যা শারীরিক অবস্থা, তাতে এখন বিয়ে করা সম্ভব নয়। এই কারণে বিয়ে স্থগিত করে দেওয়া হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছে। সেই ক্ষত সারানো অত্যন্ত কঠিন। তাঁর মেরুদণ্ডের আঘাতও মারাত্মক। সেই আঘাত সারাতে সময় লাগবে। মারিয়াকে রোজারিওতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর রিহ্যাব চলছে।

কী কারণে দুর্ঘটনা?

আর্জেন্টিনার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় নিজেই গাড়ি চালাচ্ছিলেন মারিয়া। তিনি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নিয়ে এক দেওয়ালে ধাক্কা মারেন। তাঁর মা জানিয়েছেন, তিনি দুর্ঘটনার আগের মুহূর্তে সংজ্ঞা হারিয়েছিলেন। অন্য একটি সূত্রে আবার দাবি করা হয়েছে, মেসির বোন পিক-আপ ট্রাক চালাচ্ছিলেন। কিন্তু দুর্ঘটনার ফলে তাঁর শরীরের বিভিন্ন অংশ কেন পুড়ে গেল, তার উত্তর পাওয়া যাচ্ছে না। নানা জল্পনা শুরু হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।