Lionel Messi: মেসির খেলা দেখতে না পেয়ে হতাশ দর্শকদের ফেরানো হল টিকিটের অর্থ

Published : Oct 05, 2023, 03:38 PM ISTUpdated : Oct 05, 2023, 04:00 PM IST
Messi

সংক্ষিপ্ত

মেজর লিগ সকারে যোগ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। কিন্তু এখন চোটের কারণে মাঠের বাইরে থাকতে হওয়ায় নিজে যেমন হতাশ, তেমনই সমর্থকদেরও হতাশ করছেন লিওনেল মেসি।

চলতি মরসুমে কি ইন্টার মায়ামির হয়ে খেলতে দেখা যাবে লিওনেল মেসিকে? এই সম্ভাবনা কমছে। কারণ, মেজর লিগ সকারের প্লে-অফে ইন্টার মায়ামির যোগ্যতা অর্জন করার সম্ভাবনা খুবই কম। তার উপর মেসি চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন, সেটা কেউই বলতে পারছেন না। এই পরিস্থিতিতে চলতি মরসুমে আর মেসিকে পাবেন না ধরে নিয়েই এগোচ্ছেন ইন্টার মায়ামির প্রধান কোচ জেরার্ডো তাতা মার্টিনো। মেসির খেলা দেখতে না পেয়ে ইন্টার মায়ামির সমর্থকদের পাশাপাশি অন্য দলগুলির সমর্থকরাও হতাশ। মেজর লিগ সকারে ইন্টার মায়ামি-শিকাগো ফায়ার এফসি ম্যাচের টিকিট এক মাস আগেই নিঃশেষিত হয়ে গিয়েছিল। কিন্তু মেসির খেলা দেখতে পেলেন না দর্শকরা। ফলে তাঁরা হতাশা প্রকাশ করেন। তাঁদের টিকিটের অর্থ ফেরত দেওয়া হয়েছে।

শিকাগোর সোলজার ফিল্ডে মেসির খেলা দেখার জন্য যান ৬১ হাজার দর্শক। কিন্তু মেসি খেলতে না পারায় ইন্টার মায়ামির পক্ষ থেকে দর্শকদের অর্থ ফেরত দেওয়ার কথা জানানো হয়েছে। যাঁদের সিজন টিকিট আছে, তাঁরা ২৫০ মার্কিন ডলার ফেত পাবেন। যাঁরা শুধু এই ম্যাচের টিকিট কিনেছিলেন, তাঁরা ৫০ মার্কিন ডলার ফেরত পাবেন। কিন্তু তাতেও দর্শকদের হতাশা যাচ্ছে না।

ইন্টার মায়ামির হয়ে গত ৬টি ম্যাচের মধ্যে ৫টিতেই খেলতে পারেননি মেসি। তিনি মাঠের বাইরে থাকায় দলের পারফরম্যান্সও খারাপ হয়ে গিয়েছে। এই ৫ ম্যাচের মধ্যে মাত্র ১টিতেই জয় পেয়েছে ইন্টার মায়ামি। হার ২ ম্যাচে এবং ২ ম্যাচ ড্র হয়েছে। মেসি যে ১২টি ম্যাচ খেলেছেন, তার মধ্যে ১১ গোল করেছেন। তাঁর দল ৮টি ম্যাচে জয় পেয়েছে এবং ৪টি ম্যাচ ড্র করেছে। ফলে ইন্টার মায়ামির জন্য মেসি কতটা গুরুত্বপূর্ণ, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।

মেসির অনুপস্থিতিতে শিকাগো ফায়ারের বিরুদ্ধে ১-৪ হেরে গেল ইন্টার মায়ামি। ফলে প্লে-অফের যোগ্যতা অর্জনের আশা প্রায় শেষ হয়ে গিয়েছে। এই হারের পর মেসির সতীর্থ সের্জিও বুস্কেটস বলেছেন, ‘লিওর নিজের মধ্যেই মাঠে ফেরার তাগিদ সবচেয়ে বেশি। তারপর আমরা চাইছি ও মাঠে ফিরুক। কারণ, আমরা জানি ও দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চোটের জন্য ওর খেলতে না পারা হতাশাজনক। কিন্তু ফুটবলে চোট কারও নিয়ন্ত্রণে থাকে না। লিও দ্রুত মাঠে ফেরার চেষ্টা করছে। কিন্তু ওর পক্ষে সেটা সম্ভব হচ্ছে না।’

আরও পড়ুন-

Champions League: বার্ন-ই জ্বালিয়ে দিলেন পিএসজি-র ঘর, ৪-১ গোলে জয় পেল নিউকাসল

UEFA Champions League: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় বার্সেলোনা, ম্যান সিটির, হার পিএসজি-র

PREV
click me!

Recommended Stories

Messi in Delhi: শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাতিল মেসির সাক্ষাৎ, আসল কারণ কী?
Messi in Delhi: ভারতের ভালোবাসায় আপ্লুত মেসি! আবার আসতে চান এই দেশে, নিজে মুখেই জানালেন 'এলএম১০'