Lionel Messi : ৫ ম্যাচে ৮ গোল! লিগস কাপে ইন্টার মায়ামির সুপারহিরো লিওনেল মেসি

বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবলে অনায়াসে সবাইকে ছাপিয়ে যাবেন, সে ব্যাপারে বোধহয় কারও সংশয় ছিল না। বাস্তবে ঠিক সেটাই হচ্ছে। ইন্টার মায়ামির হয়ে খেলা শুরু করার পর থেকে গোল করেই চলেছেন আর্জেন্টিনার মহাতারকা।

Soumya Gangully | Published : Aug 12, 2023 2:23 PM
110
হলিউডের মার্ভেল সিরিজের সুপারহিরোকেও হার মানাচ্ছেন ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসি

'এলাম, দেখলাম, জয় করলাম।' ইন্টার মায়ামিতে ঠিক সেটাই হয়েছে লিওনেল মেসির ক্ষেত্রে। মেজর লিগ সকারের এই দলে যোগ দেওয়ার পর থেকেই সেরা পারফরম্যান্স দেখাচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক।

210
ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের প্রথম ম্যাচ থেকেই ছন্দে লিওনেল মেসি

ইন্টার মায়ামির হয়ে এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। তিনি গোল করে ফেলেছেন ৮টি। শার্লটকে ৪-০ উড়িয়ে লিগস কাপের সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে মেসির দল।

310
ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের ম্যাচে গোল করে মার্ভেল সুপারহিরোর মতো আনন্দ প্রকাশ করছেন লিওনেল মেসি

ইউরোপ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে যোগ দিয়ে খোশমেজাজেই আছেন লিওনেল মেসি। তিনি মনের আনন্দে খেলছেন, গোল করছেন, দলকে জেতাচ্ছেন।

410
লিগস কাপের কোয়ার্টার ফাইনালে শার্লটের বিরুদ্ধে চতুর্থ গোল করেন লিওনেল মেসি

শার্লটের বিরুদ্ধে ম্যাচের ৮৬ মিনিটে দলের চতুর্থ গোল করেন লিওনেল মেসি। এরপরেই তিনি মার্ভেল সিরিজের সুপারহিরো স্পাইডারম্যানের ধাঁচে আনন্দ উদযাপন করেন।

510
আগামী বুধবার ফের ইন্টার মায়ামির হয়ে খেলতে নামছেন লিওনেল মেসি, ম্যাজিকের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা

১৬ আগস্ট লিগস কাপের সেমি-ফাইনালে ফিলাডেলফিয়া ইউনিয়নের মুখোমুখি হচ্ছে ইন্টার মায়ামি। সেই ম্যাচেও দলকে জেতাতে তৈরি লিওনেল মেসি।

610
ইন্টার মায়ামির হয়ে এখনও পর্যন্ত যতগুলি ম্যাচ খেলেছেন তার মধ্যে বেশিরভাগ ম্যাচেই শুরুতে গোল করেছেন লিওনেল মেসি

ইন্টার মায়ামির হয়ে যে ম্যাচগুলিতে প্রথম একাদশে থেকেছেন লিওনেল মেসি, তার মধ্যেে ৩টি ম্যাচে ৮ মিনিটের মধ্যেই গোল করেছেন। 

710
অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে বিপক্ষ দলকেও মুগ্ধ করে চলেছেন লিওনেল মেসি

'লিওনেল মেসি এক মুহূর্তের জন্য সুযোগ পেলেই গোল করে দিতে পারেন। ওঁকে থামাতে গেলে অত্যন্ত ধুরন্ধর হতে হয়,' মন্তব্য শার্লটের কোচ ক্রিশ্চিয়ান ল্যাটানজিওর।

810
ইন্টার মায়ামিকে বদলে দিয়েছেন বার্সেলোনার ৩ প্রাক্তন তারকা লিওনেল মেসি, সের্জিও বুস্কেটস, জর্ডি আলবা

শার্লটের কোচ ক্রিশ্চিয়ান ল্যাটানজিও বলেছেন, 'বিশ্বের অন্যতম সেরা ৩ ফুটবলারকে দলে নিয়েছে ইন্টার মায়ামি। ফলে বিপক্ষ দলগুলির কিছু করার নেই।' 

910
লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সের সুবাদে লিগস কাপ জিততে পারে ইন্টার মায়ামি

শার্লটের কোচ ক্রিশ্চিয়ান ল্যাটানজিওর মতে, 'লিগস কাপ চ্যাম্পিয়ন হতে পারে ইন্টার মায়ামি। ওরা ইউ এস ওপেন কাপও চ্যাম্পিয়ন হতে পারে।'

1010
মেজর লিগ সকারেও ইন্টার মায়ামিকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার লক্ষ্যে সের্জিও বুস্কেটসরা

ইন্টার মায়ামিকে দুর্দান্ত সাফল্য এনে দেওয়ার পথে এগিয়ে চলেছেন লিওনেল মেসি, সের্জিও বুস্কেটস, জর্ডি আলবা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos