সংক্ষিপ্ত

বুধবার রাতে সেন্ট জেমস পার্কে নিউকাসল ইউনাইটেড ফরাসি জায়ান্ট পিএসজির বিপক্ষে ৪-১ গোলের অত্যাশ্চর্য জয় পেল। যাঁরা খেলা দেখেছেন তাঁরা কেউ কখনও ভুলতে পারবেন না ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির নজরকাড়া পারফর্ম্যান্স।

বুধবার রাতে সেন্ট জেমস পার্কে নিউকাসল ইউনাইটেড ফরাসি জায়ান্ট পিএসজির বিপক্ষে ৪-১ গোলের অত্যাশ্চর্য জয় পেল। যাঁরা খেলা দেখেছেন তাঁরা কেউ কখনও ভুলতে পারবেন না ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির নজরকাড়া পারফর্ম্যান্স। মিগুয়েল আলমিরন, ড্যান বার্ন, শন লংস্টাফ এবং অবশেষে ফ্যাবিয়ান স্কার নিউ কাসলের হয়ে গোল করেন। প্যারিস সাঁ জাঁ-র হয়ে একমাত্র গোলটি করেন লুকাস হার্নান্দেজ।

গোটা ম্যাচে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটদেরই দাপট ছিল। বেশিরভাগ সময় পিএসজি-র অর্ধেই খেলা হয়েছে। ঘরের মাঠে এমন উদ্দিপ্ত খেলায় যেন নতুন করে প্রাণ পেয়েছে শতবর্ষ পুরনো ক্লাবটি। ম্যাচের ১৭ মিনিটে মিগুয়েল আলমিরন ১-০ করেন। বক্সের সামনে থেকে রিবাউন্ড বলে জোরাল পাঞ্চে গোল করে যান তিনি। ৩৯ মিনিটে ২-০ করেন ড্যান বার্ন। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৫ মিনিটের মধ্যে ৩-০ করেন লংস্টাফ। ৫৬ মিনিটে লুকাস হার্নান্দেজ ব্যাবধান কমালেও, এর পর আর ম্যাচে ফিরে আসা উপায় ছিল এমবাপেদের। অতিরিক্ত সময়ে ফ্যাবিয়ান স্কার ফল ৪-১ করে দেন।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ এফ-এর শীর্ষে রয়েছে নিউকাসল। পিএসজি তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এসি মিলান দুই এবং ডর্টমুন্ড এক পয়েন্টে।

অন্য ম্যাচে ইপিএল জায়ান্ট ম্যান সিটি ৩-১ গোলে হারাল লাইপজিগকে। ম্যাচের ২৫ মিনিটে ফিল ফডেন সিটিকে ১-০ গোলে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান লোইস ওপেন্ডা। হালান্ডকে তেমন একটা নড়তে দেনটি লাইপজিগের ডিফেন্ডাররা। কিছু সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে পারেননি হালান্ড-ফডেনরা।

ম্যাচের ৭৯ মিনিটে সাবস্টিটিউট হিসাবে নামা আর্জেন্টাইন হুলিয়ান আলভারেজ সুপার সাব হয়ে ওঠেন। ৮৪ মিনিটে ২-১ গোলে এগিয়ে দেন ক্লাবকে। ম্যাচের অতিরিক্ত সময়ে তৃতীয় গোল করেন জেরেমি ডোকু।