রক্ষণভাগে বিশেষ নজর মোহনবাগান কর্তাদের, আসছেন নতুন বিদেশি ডিফেন্ডার?

দলবদলের বাজারে ফের সম্ভবত বড় চুক্তির পথে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। শোনা যাচ্ছে, স্প্যানিশ (Spanish) সেন্টার-ব্যাক (Centre-Back) আলবার্তো রডরিগেজ মার্টিনকে (Alberto Rodrguez Martin) সই করাতে পারে তারা।

দলবদলের বাজারে ফের সম্ভবত বড় চুক্তির পথে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। শোনা যাচ্ছে, স্প্যানিশ (Spanish) সেন্টার-ব্যাক (Centre-Back) আলবার্তো রডরিগেজ মার্টিনকে (Alberto Rodrguez Martin) সই করাতে পারে তারা।

প্রসঙ্গত, গত মরশুমে ডুরান্ড কাপে (Durand Cup) জয় পেয়েছে বাগান শিবির। তাও আবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে (East Bengal) হারিয়ে। সুপার কাপে (Super Cup) জয় না পেলেও, আইএসএল শিল্ড (ISL Shield) নিজেদের ঝুলিতে আনে সবুজ মেরুন ব্রিগেড।

Latest Videos

আর আগামী মরশুমে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় খেলতে নামছে মোহনবাগান (Mohun Bagan)। স্বভাবতই, শক্তিশালী দলগঠনের দিকে নজর দিয়েছেন সবুজ মেরুন কর্তারা। আর তাই রক্ষণভাগও বাদ যাচ্ছে না মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) রাডার থেকে। ফলে, এবার তাদের নজরে এই বিদেশি ডিফেন্ডারটি (Foreign Defender)।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, আলবার্তোকে দলে নেওয়ার ব্যাপারে ভীষণভাবেই আগ্রহী সবুজ মেরুন কর্তারা। এও শোনা যাচ্ছে, আগামী মরশুমে দলের ডিফেন্স (Defence) লাইন-আপকে আরও মজবুত করতেই তাঁকে সই করাতে চাইছে মোহনবাগান (Mohun Bagan)।

উল্লেখ্য, বর্তমানে আলবার্তো রডরিগেজ মার্টিন খেলছেন ইন্দোনেশিয়ার (Indonesia) ফুটবল ক্লাব পার্সিবের (Persib Bandung) হয়ে। এর আগে তিনি খেলেছেন স্পেনের ক্লাব সিডি লুগোর (CD Lugo) হয়েও। কোপা দেল রে-তেও (Copa Del Rey) খেলার অভিজ্ঞতা রয়েছে ৩১ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের। সেইসঙ্গে, খেলেছেন লা-লিগা (La-Liga) দ্বিতীয় ডিভিশনেও (Second Division)। তবে ডিফেন্ডার হলেও, তাঁর নামের পাশে রয়েছে ৬টি গোল।

এহেন একজন সফল রক্ষণভাগের খেলোয়াড়ই সম্ভবত এবার আসতে চলেছেন সবুজ মেরুনে। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক চললে মোহনবাগানে সই করতে চলেছেন স্প্যানিশ সেন্টার-ব্যাক আলবার্তো রডরিগেজ মার্টিন (Alberto Rodrguez Martin)।

আরও পড়ুনঃ 

অপেক্ষার অবসান! মোহনবাগানে চলে এলেন বিধ্বংসী এই ভারতীয় মিডফিল্ডার

কলকাতা লিগে কবে কবে নামছে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান? একনজরে তিন প্রধানের সূচি

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today