মায়ামিতে বেড়াতে আসছে না মেসি, বিপক্ষ দলগুলিকে হুঁশিয়ারি কোচ তাতা মার্টিনোর

Published : Jun 30, 2023, 03:14 PM ISTUpdated : Jun 30, 2023, 03:35 PM IST
lionel messi player of the year 2019

সংক্ষিপ্ত

শনিবার থেকে সরকারিভাবে মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির ফুটবলার হয়ে যাচ্ছেন লিওনেল মেসি। তাঁর জন্যই সারা বিশ্বে মেজর লিগ নিয়ে আগ্রহ তৈরি  হয়েছে।

লিওনেল মেসি যতই জয়ের খিদে নেই বলুন না কেন, তিনি সেরা পারফরম্যান্সই দেখাবেন বলে আশাবাদী ইন্টার মায়ামির নতুন কোচ তাতা মার্টিনো। তাঁর মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়াতে যাচ্ছেন না মেসি ও সের্জিও বুস্কেটস। বার্সেলোনায় এই ২ ফুটবলারের সঙ্গে কাজ করেছেন মার্টিনো। ফলে তিনি মেসি ও বুস্কেটসের দক্ষতার সঙ্গে পরিচিত। আর্জেন্টিনার জাতীয় দলের প্রধান কোচ হিসেবেও মেসিকে সামনে থেকে দেখেছেন মার্টিনো। সেই অভিজ্ঞতা থেকেই তিনি বলছেন, ‘আমাদের জীবনে অনেকবার এরকম হয়েছে। আমরা অনেক সময়ই মার্কিন যুক্তরাষ্ট্র ও মায়ামিকে ছুটি কাটানোর জায়গা হিসেবেই দেখি। কিন্তু এবার সেটা হচ্ছে না। আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। লিওনেল মেসি, সের্জিও বুস্কেটস এমন ফুটবলার নয় যারা এখানে আসবে অথচ প্রতিদ্বন্দ্বিতা করবে না।’

ইন্টার মায়ামির নতুন কোচ আরও বলেছেন, 'আমি বিশ্বাস করি, মেজর লিগ সকার ক্রমাগত বদলে যাচ্ছে। এই লিগের মান বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবলারদের দেখলেই সেটা বোঝা যায়। ওদের অনেকেই ইউরোপে খেলছে। ইউরোপের বড় দলেই খেলছে মার্কিন যুক্তরাষ্ট্র্রের ফুটবলাররা। বিশ্বের সেরা ফুটবলাররা এখন মেজর লিগ সকারে খেলতে আসছে। এই লিগের উন্নতি হচ্ছে। আমার বিশ্বাস, মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি দেশ নয় যারা এই সুযোগ হারাবে।'

বার্সেলোনার প্রাক্তন তারকা মেসি গত ২ মরসুমে প্যারিস সাঁ-জা-য় খেলেছেন। তবে বার্সেলোনার হয়ে যে সাফল্য পেয়েছেন, প্যারিসে সেই সাফল্য পাননি মেসি। তিনি পিএসজি-র সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হননি। সৌদি প্রো লিগের দল আল-হিলালও লোভনীয় প্রস্তাব দিয়েছিল মেসিকে। কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেননি আর্জেন্টিনার অধিনায়ক। তিনি ইন্টার মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ২১ জুলাই নতুন ক্লাবের হয়ে প্রথম ম্যাচ খেলতে পারেন মেসি

৬০ বছর বয়সি মার্টিনো ২০১৩-১৪ মরসুমে বার্সেলোনার প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। সেই সময় তিনি মেসি ও বুস্কেটসের সঙ্গে কাজ করেছেন। বার্সেলোনায় অবশ্য প্রত্যাশিত সাফল্য পাননি মার্টিনো। ফলে তাঁকে দ্রুত বিদায় নিতে হয়। ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত আর্জেন্টিনার জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন মার্টিনো। এবার তিনি ইন্টার মায়ামির কোচ হিসেবে দায়িত্ব নিলেন। মার্টিনো জানিয়েছেন, মেসি ও বুস্কেটসের সঙ্গে ইন্টার মায়ামির চুক্তি হওয়ার আগেই তাঁর সঙ্গে আলোচনা শুরু হয়েছিল। ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার নেভিলের কোচিংয়ে ১৫ ম্যাচ খেলে ১০টিতেই হেরে যায় ইন্টার মায়ামি। জয় এসেছে মাত্র ৫ ম্যাচে। সেই কারণেই নেভিলকে বরখাস্ত করেছে ইন্টার মায়ামি।

আরও পড়ুন-

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই আর্জেন্টিনা, ১০০ নম্বরে উঠে এল ভারতীয় দল

লিওনেল মেসির খেলা দেখতে পাড়ি দিলেন ১,২০০ কিলোমিটার, ফিরতে হল হতাশ হয়ে

Indian Football: লেবাননের বিরুদ্ধে ২-০ জয়, ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন ভারত

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?