বিদেশি দলগুলির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স বরাবরই ভালো। এবার নেক্সট জেন কাপেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি ইস্টবেঙ্গলের জুনিয়র দল।
বৃহস্পতিবার নেক্সট জেন কাপ অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। ক্লাবের প্রতিষ্ঠা দিবসেই অ্যাস্টন ভিলার ট্রেনিং গ্রাউন্ডে নেক্সট জেন কাপের প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গলের জুনিয়র দল। তার আগে বুধবার প্রস্তুতি ম্যাচে লুটন টাউন এফসি-র অনূর্ধ্ব-১৮ দলের বিরুদ্ধে ৩-০ জয় পেল ইস্টবেঙ্গল। লুটন টাউন এফসি-র ট্রেনিং গ্রাউন্ডে এই ম্যাচে লাল-হলুদ ব্রিগেডের হয়ে গোল করলেন কে বুনান্দো সিং, ভ্যানলালপেকা গুইতে ও শ্যামল বেসরা। এবার ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি ইস্টবেঙ্গল। জয় দিয়েই ইংল্যান্ডের মাটিতে এই টুর্নামেন্টের শুরুটা করতে মরিয়া বিনো জর্জের দল।
নেক্সট জেন কাপে ভালো পারফরম্যান্সের ব্যাপারে আশাবাদী বিনো
নেক্সট জেন কাপে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচের আগে কোচ বিনো বলেছেন, ‘লুটন টাউনের বিরুদ্ধে এই ম্যাচ আমাদের ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করল। লুটনের যুব দল অত্যন্ত শক্তিশালী। আমাদের ম্যাচ কঠিন ছিল। আমাদের ছেলেদের জন্য এই অভিজ্ঞতা অমূল্য। ওদের এই প্রচেষ্টার তারিফ করতেই হচ্ছে। লুটনের মতো ক্লাবের যুব দলের বিরুদ্ধ জয় পাওয়া সহজ ছিল না। গত মরসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছে লুটন টাউন। আমাদের ছেলেরা এই সফরের গুরুত্ব জানে। আশা করি আমরা ক্রিস্টাল প্যালেস, এভারটন, অ্যাস্টন ভিলার মতো দলের বিরুদ্ধে আরও ভালো পারফরম্যান্স দেখাতে পারব।’
ইংল্যান্ডের দলগুলির বিরুদ্ধে লড়াই ইস্টবেঙ্গলের
বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে সাতটায় নেক্সট জেন কাপের প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ শুরু হবে। শুক্রবার একই সময়ে এভারটন এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ ব্রিগেড। শনিবার ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। ২৫ মিনিট করে ২ অর্ধ মিলিয়ে ৫০ মিনিটের ম্যাচ হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
অভিষেকেই গোল দিমির, পিছিয়ে পড়েও বড় জয় দিয়ে ডুরান্ড কাপ শুরু ইস্টবেঙ্গলের
East Bengal: দলবদলে ফের চমক ইস্টবেঙ্গলের, আসছেন বিশ্বকাপ খেলা উইঙ্গার
মোহনবাগান সুপার জায়ান্টের ডিফেন্ডারের দিকে হাত বাড়াচ্ছে ইস্টবেঙ্গল! দলবদল হবে?