সংক্ষিপ্ত

শনিবার শুরু হচ্ছে ডুরান্ড কাপ। নতুন মরসুমে আইএসএল-এর সূচি এখনও ঘোষণা করা হয়নি। দলবদলের প্রক্রিয়া এখনও শেষ হয়নি। ৩১ অগাস্ট পর্যন্ত ক্লাবগুলি নতুন ফুটবলার নিতে পারবে।

নতুন মরসুমের জন্য মোহনবাগান সুপার জায়ান্টে খেলা স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইয়ুস্তেকে দলে নেওয়ার চেষ্টা করছে ইস্টবেঙ্গল। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা করা হয়নি। দীর্ঘদেহী স্প্যানিশ ডিফেন্ডার লাল-হলুদের ষষ্ঠ বিদেশি হতে পারেন। তাঁর সঙ্গে ইস্টবেঙ্গলের আলোচনা চলছে। তবে এখনও পর্যন্ত চুক্তি চূড়ান্ত হয়নি বলেই জানা গিয়েছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে খেললে সপ্তম বিদেশি ফুটবলারকেও দলে নিতে পারবে ইস্টবেঙ্গল। ফলে লাল-হলুদের ষষ্ঠ ও সপ্তম বিদেশি নিয়ে জল্পনা চলছে। ৩১ অগাস্ট পর্যন্ত নতুন ফুটবলার নিতে পারবে ইস্টবেঙ্গল। বিদেশি ফুটবলারদের পাশাপাশি একাধিক ভারতীয় ফুটবলারকেও দলে নেওয়ার চেষ্টা করছে ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসি-র মিডফিল্ডার সুরেশ সিং ওয়াংজমকেও দলে নেওয়ার চেষ্টা করছিল ইস্টবেঙ্গল। তবে সুরেশকে ছাড়তে নারাজ বেঙ্গালুরু। ফলে এক্ষেত্রে সাফল্য পাচ্ছে না ইস্টবেঙ্গল।

ইয়ুস্তের সমস্যা বয়স

ইয়ুস্তের উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। লা লিগার নামী দল রেসিং স্যান্টাডোর, মায়োরকা-সহ বেশ কয়েকটি দলের হয়ে খেলেছেন এই ডিফেন্ডার। তিনি মোহনবাগান সুপার জায়ান্টের হয়েও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। কিন্তু ইয়ুস্তের বয়স ৩৬ বছর। এই কারণেই তাঁকে ইস্টবেঙ্গলে নেওয়া হবে কি না, সে ব্যাপারে সংশয় তৈরি হয়েছে।

একাধিক ফুটবলারের চোটে সমস্যায় ইস্টবেঙ্গল

ডুরান্ড কাপ শুরু হওয়ার আগে ক্লেইটন সিলভা, নন্দকুমার শেখর, নিশু কুমার, সায়ন বন্দ্যোপাধ্যায়, হিজাজি মাহের, প্রভাত লাকড়ার চোটে সমস্যায় পড়ে গিয়েছে ইস্টবেঙ্গল। কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে নিশুকে। ক্লেইটন ও প্রভাতের রিহ্যাব চলছে। সায়নকে অন্তত ২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। সোমবার ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ। এরপর ১৪ অগাস্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু কোয়ালিফায়ার। ফলে চাপে পড়ে গিয়েছে ইস্টবেঙ্গল

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

রবিবার আসছেন মলিনা, আগামী সপ্তাহেই চূড়ান্ত প্রস্তুতি শুরু মোহনবাগান সুপার জায়ান্টের

যুবভারতী, কিশোর ভারতীতে ডুরান্ড কাপের ম্যাচের টিকিট বণ্টন কীভাবে? জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী

Antonio López Habas: মোহনবাগান অতীত, ইন্টার কাশীর দায়িত্ব নিয়ে ভারতীয় ফুটবলে প্রত্যাবর্তন হাবাসের