প্যারিস সাঁ-জা-য় ২ মরসুম খেলার পর এবার বিদায় নিচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। পিএসজি-র পক্ষ থেকে সরকারিভাবে তাঁর ক্লাব ছাড়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে।
ফুটবল নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে যতই রেষারেষি থাকুক না কেন, লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের সম্পর্ক বেশ ভালো। বার্সেলোনায় একসঙ্গে খেলেন এই দুই তারকা। এরপর বার্সা ছেড়ে প্যারিস সাঁ-জা-য় যোগ দেন নেইমার। এরপর মেসিও পিএসজি-তে যোগ দেন। বার্সা ও পিএসজি মিলিয়ে কয়েক মরসুম একসঙ্গে খেলেছেন মেসি ও নেইমার। এবার পিএসজি ছাড়ছেন মেসি। ফলে নেইমারের সঙ্গে তাঁর পথ আলাদা হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন নেইমার। তিনি মেসির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে লিখেছেন, ‘ভাই, আমরা যা ভেবেছিলাম সবকিছু ঠিক সেভাবে হয়নি। তবে আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। তোমার সঙ্গে আরও ২ বছর কাটাতে পারা আনন্দদায়ক। তোমার জীবনের নতুন পর্যায়ের জন্য শুভেচ্ছা রইল। সবসময় খুশি থাকো। তোমাকে আমি ভালোবাসি।’
নেইমারের এই পোস্টের জবাবে মেসি লিখেছেন, ‘ধন্যবাদ নেই। সবকিছু বাদ দিয়েও বলতে পারি, আমরা একসঙ্গে খেলা উপভোগ করেছি এবং প্রতিদিন একসঙ্গে থাকাও উপভোগ করেছি। আমি তোমার ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। তুমি একটি পাগলাটে ধরনের হলেও, মানুষ হিসেবে খুব সুন্দর। শেষপর্যন্ত সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি তোমাকে খুব ভালোবাসি।’
বৃহস্পতিবার পিএসজি-র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে, চলতি মরসুম শেষ হলেই ক্লাব ছাড়ছেন মেসি। কোচ ক্রিস্টোফ গ্যালটিয়ার জানিয়েছেন, ‘ফুটবলের ইতিহাসে সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ পেয়েছি আমি। এটা আমার কাছে বড় প্রাপ্তি। এবার দল ছাড়ছে লিও। ভবিষ্যতের জন্য ওকে শুভেচ্ছা জানাচ্ছি।’
মেসিকে দলে ফেরাতে চাইছে তাঁর পুরনো ক্লাব বার্সেলোনা। তবে বার্সা আর্থিক সমস্যায় রয়েছে। ফলে মেসির চাহিদা অনুযায়ী পারিশ্রমিক দেওয়া কঠিন। বার্সা আর্থিক সমস্যা মেটাতে না পারলে সৌদি আরবের ক্লাব আল-হিলাল বা আল-ইত্তিহাদের হয়ে খেলতে পারেন মেসি। তিনি কোন ক্লাবের হয়ে খেলবেন, সেটা নিয়ে ফুটবল মহলে জল্পনা চলছে।
বার্সেলোনার চেয়ে অনেক বেশি পারিশ্রমিক দিতে চাইছে আল-হিলাল। ফলে সৌদি আরবের এই ক্লাবে মেসি যোগ দিতে পারেন। কিছুদিন আগেই সপরিবারে সৌদি আরবে গিয়েছিলেন মেসি। শোনা যাচ্ছে, সেই সফরেই তাঁর সঙ্গে আল-হিলালের চুক্তি চূড়ান্ত হয়ে গিয়েছে। আল-হিলালের এক কর্তার দাবি, ৫২২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে নতুন চুক্তি করতে চলেছেন মেসি। তাঁর আল-হিলালে যোগ দেওয়া নিয়ে আর কোনও সংশয় নেই।
আরও পড়ুন-
১৪ বছরের সম্পর্ক শেষ, রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা
ইলকে গুন্ডোগানের জোড়া গোল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন সিটি
Bengaluru FC: হেড না ক্যাচ? কোচের সঙ্গে মজার খেলায় সুনীল ছেত্রী-রয় কৃষ্ণরা