আনোয়ারকে ছাড়বে কি সবুজ-মেরুন? প্লেয়ার স্টেটাস কমিটির বৈঠকের পরেও জল্পনা চরমে

প্লেয়ার স্টেটাস কমিটি আনোয়ার আলি ইস্যুতে সিদ্ধান্ত নিতে না পারায় ফুটবল মহলে জল্পনা ছড়িয়েছে। আনোয়ারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকায় ইস্টবেঙ্গলের সাথে তাঁর চুক্তি ঝুঁকির মুখে।

Soumya Gangully | Published : Aug 2, 2024 8:04 PM IST / Updated: Aug 03 2024, 02:04 AM IST

শুক্রবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্টেটাস কমিটির বৈঠকে আনোয়ার আলিকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু এদিন কোনও সিদ্ধান্ত নিতে পারল না প্লেয়ার স্টেটাস কমিটি। কবে সিদ্ধান্তের কথা জানানো হবে বা কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। ফলে ফুটবল মহলে নানা জল্পনা চলছে। তবে আনোয়ারের অভিভাবক হিসেবে পরিচিত রঞ্জিৎ বাজাজ 'এক্স' হ্যান্ডলে দাবি করেছেন, ‘কমিটির সামনে মোহনবাগান স্বীকার করেছে, আনোয়ার আলি যে ক্লাবে খেলতে চায় সেই ক্লাবের হয়ে খেলতে পারে। ওর নো অবজেকশন সার্টিফিকেটের আর্জি গৃহীত হয়েছে। মোহনবাগান যে দাবি করেছে, অন্যায্যভাবে চুক্তি বাতিল করেছে আনোয়ার, সে বিষয়েই এখন সিদ্ধান্ত নেবে কমিটি। এ বিষয়ে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও সিদ্ধান্তে পৌঁছনোর আগে অনেক আলোচনা প্রয়োজন।’

আনোয়ারকে ছাড়তে বাধ্য সবুজ-মেরুন?

Latest Videos

আনোয়ারের দাবি, ভবিষ্যতের কথা ভেবে তিনি লোনে মোহনবাগান সুপার জায়ান্টে থাকতে চান না। স্থায়ী চুক্তি হবে এমন কোনও ক্লাবের হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন এই ডিফেন্ডার। তিনি ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। তবে ইস্টবেঙ্গলের চুক্তিতে বলা হয়েছে, আনোয়ার যদি মোহনবাগান সুপার জায়ান্টের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে যান, তাহলেই তাঁকে দলে নেওয়া হবে। এই মুহূর্তে দিল্লি এফসি-র ফুটবলার আনোয়ার। বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে, মোহনবাগান সুপার জায়ান্ট জোর করে আনোয়ারকে খেলাতে পারবে না।

 

 

আনোয়ারের সঙ্গে চুক্তি করে সমস্যায় পড়বে ইস্টবেঙ্গল?

প্লেয়ার স্টেটাস কমিটি যদি রায় দেয়, আনোয়ার অন্যায্যভাবে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে চুক্তি বাতিল করেছেন, সেক্ষেত্রে এ বিষয়ে জড়িয়ে পড়তে পারে ইস্টবেঙ্গল। তখন শাস্তি পেতে পারেন আনোয়ার। ইস্টবেঙ্গল ক্লাবকেও শাস্তি পেতে হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ইস্টবেঙ্গল ক্লাবকে নিষিদ্ধ করার দাবি! লাল-হলুদের পাশে দাঁড়িয়ে ইউটিউবারের বিরুদ্ধে সরব কুণাল ঘোষ

প্রথমার্ধের লড়াই দ্বিতীয়ার্ধে উধাও, এভার্টনের বিরুদ্ধে ৬ গোল হজম ইস্টবেঙ্গলের

লাল-হলুদ জার্সিতে সবুজ-মেরুনের প্রাক্তন ডিফেন্ডার, ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা

Share this article
click me!

Latest Videos

স্বাস্থ্য দফতরের পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে সরব Suvendu Adhikari | R G Kar Case
'লক্ষ্মীর ভাণ্ডার! দিদি চোর...' হাতে বাঁশ নিয়ে TMC নেতাদের অপেক্ষায় গ্রামবাসীরা! | Panskura Flood |
আরও এক সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি! গৃহবধূ ছুটলেন থানায়, তারপর যা হল | Jalpaiguri News Today
ভয়ঙ্কর অবস্থা! নদী বাঁধে বিশাল ধস, মাথায় হাত! গোসাবায় চরম আতঙ্ক ঘরে ঘরে | Gosaba News Today
দুঘণ্টা জিজ্ঞাসাবাদ! RG Kar কাণ্ডে কার কার নাম বললেন মীনাক্ষী CBI-কে! দেখুন | Minakshi Mukherjee |