সংক্ষিপ্ত
বৃহস্পতিবার নেক্সট জেন কাপের প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে লড়াই করে ০-১ হারে ইস্টবেঙ্গল। কিন্তু শুক্রবার দ্বিতীয় ম্যাচে এভার্টন এফসি-র বিরুদ্ধে বড় ব্যবধানে হেরে গেল ইস্টবেঙ্গল।
নেক্সট জেন কাপের প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ০-১ হারের পর দ্বিতীয় ম্যাচে এভার্টন এফসি-র বিরুদ্ধে ৬ গোল হজম করল ইস্টবেঙ্গল। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল গোলশূন্য। এদিন ম্যাচের শুরুটা ভালোভাবে করেছিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে এভার্টনের আক্রমণ বেশি থাকলেও, গুইতে ভ্যানলালপেকা, দেবজিৎ রায়রাও পাল্টা আক্রমণ করছিলেন। ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে যেমন শুরু থেকেই গুটিয়েছিল ইস্টবেঙ্গল, এভার্টনের বিরুদ্ধে প্রথমার্ধে সেই তুলনায় অনেক ভালো পারফরম্যান্স দেখায় ইস্টবেঙ্গল। সেই সময় মনে হচ্ছিল, পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু দ্বিতীয়ার্ধে আর লড়াই করতে পারল না ইস্টবেঙ্গল।
সেট-পিসে বাজিমাত করল এভার্টন
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফ্রি-কিক থেকে প্রথম গোল করে ইস্টবেঙ্গল। বক্সের মধ্যে ঠিকমতো ম্যান মার্কিং করতে পারেননি ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় গোল হজম করে ইস্টবেঙ্গল। এই গোল হয় কর্নার কিক থেকে। এবারও বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে যান এভার্টনের গোলদাতা। দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া গোল হজম করে ইস্টবেঙ্গলের লড়াই শেষ হয়ে যায়। কতক্ষণে ম্যাচ শেষ হবে, সেই অপেক্ষা করতে থাকেন ইস্টবেঙ্গলের যুব দলের ফুটবলাররা। ফলে হতোদ্যম হয়ে পড়া ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আরও ৪ গোল করতে সমস্যা হয়নি এভার্টনের। নেক্সট জেন কাপের নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের পর টাইব্রেকার হয়। টাইব্রেকারে ১-৪ হেরে যায় ইস্টবেঙ্গল।
ভারতীয় ফুটবলের কঙ্কালসার দশা প্রকট
ভারতীয় ফুটবলারদের তুলনায় এভার্টনের ফুটবলাররা শারীরিক সক্ষমতা ও উচ্চতায় এগিয়ে। তাছাড়া একের পর এক ভুল পাস, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, বল বিপদমুক্ত করতে না পারা, আক্রমণে ফুটবলার বাড়াতে না পারার খেসারত দিতে হল ইস্টবেঙ্গলকে। এত ভুল করলে কোনও দলের পক্ষেই জেতা সম্ভব নয়। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ঠিক সেটাই হল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে লড়াই করেও হার, নেক্সট জেন কাপে খারাপ শুরু ইস্টবেঙ্গলের
'এই অ্যাওয়ার্ড পেয়ে গর্বিত, আনন্দিত, ইস্টবেঙ্গলকে অনেক ধন্যবাদ,' বার্তা 'ভারত গৌরব' সৌরভের