উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি গোলের মালিক, রোনাল্ডোকে বিশেষ সম্মান

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি ইউরোপের সেরা ক্লাব ফুটবল প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোল করেছেন।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের হয়ে খেলা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ তারকার এই অসাধারণ সাফল্যের স্বীকৃতি জানাল উয়েফা। বৃহস্পতিবার মোনাকোয় রোনাল্ডোকে বিশেষ সম্মান জানালেন উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন। এদিন ২০২৪-২৫ মরসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপবিন্যাস ও সূচি প্রকাশের অনুষ্ঠানেই রোনাল্ডোকে সম্মান জানানো হয়। ১৮ বছরেরও বেশি সময় ধরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন রোনাল্ডো। ইউরোপের সেরা ক্লাব ফুটবল টুর্নামেন্টে সাফল্যের বিচারে তাঁর ধারেকাছে কেউ নেই। বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে গিয়েছেন 'সি আর সেভেন'। তাঁর নিষ্ঠা, সাফল্যের খিদে, অসামান্য প্রতিভারই স্বীকৃতি জানাল উয়েফা।

৫ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় রোনাল্ডোর

Latest Videos

ম্যান ইউ ও রিয়াল মাদ্রিদ মিলিয়ে মোট ৫ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন রোনাল্ডো। ২০০৮ সালে ম্যান ইউয়ের হয়ে প্রথমবার এই টুর্নামেন্ট জেতেন 'সি আর সেভেন'। সেবার ফাইনালে টাইব্রেকারে চেলসিকে হারিয়ে দেয় ম্যান ইউ। অসাধারণ হেডে ম্যাচের প্রথম গোল করেন রোনাল্ডো। তিনি রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ২০১৩-১৪ মরসুমে প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। এরপর ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-১৮ মরসুমে পরপর ৩ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতে রিয়াল মাদ্রিদ। দলের এই সাফল্যে রোনাল্ডোর বিশেষ অবদান ছিল। জুভেন্টাসের হয়ে অবশ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি রোনাল্ডো

 

 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সফলতম রোনাল্ডো

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ১৮৩ ম্যাচ খেলেন রোনাল্ডো। ম্যান ইউ, রিয়াল মাদ্রিদের হয়ে যে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন রোনাল্ডো, জুভেন্টাসের হয়ে সেই পারফরম্যান্স দেখাতে পারেননি। তবে তাতে এই তারকার গৌরব বিন্দুমাত্র কমেনি। এখনও অনুরাগীদের কাছে সমান জনপ্রিয় রোনাল্ডো।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'মেসিকে যে ঘৃণা করে সে ফুটবল ভালোবাসে না,' বার্তা রোনাল্ডোর প্রাক্তন সতীর্থর

Cristiano Ronaldo: অবসর নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? কী জানালেন পর্তুগালের কোচ?

Cristiano Ronaldo: উন্মাদনা চরমে, মাঠে বারবার অনুপ্রবেশ ভক্তদের, কীভাবে পরিস্থিতি সামাল দিলেন রোনাল্ডো?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari